ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আইবিপিএস স্পেশালাইজড অফিসারের (এসও) রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মোট শূন্যপদের সংখ্যা ১,৮২৮। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের (আইবিপিএস) অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-তে আবেদন করতে পারবেন।
সোমবার, ৮ নভেম্বর, ২০২১
এবার থেকে সরকারি কর্মচারীরা এই সুযোগসুবিধা পাবেন না! পড়ুন
কোভিড অতিমারীর সময় সরকারি কর্মচারীদের প্রদেয় সুযোগ সুবিধা এবার শেষ হতে চলেছে। আগামী ৮ নভেম্বর থেকে সরকারি কাজের ক্ষেত্রে প্রদেয় ছাড় বন্ধ হচ্ছে। এখন সরকারি কর্মচারীদের অফিসে পুরো সময় উপস্থিত থাকতে হবে।
কেন পেট্রোপণ্যের ভ্যাট কমানো হচ্ছে না? উত্তাল হতে পারে বিধানসভা
কেনও পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমাচ্ছেনা পশ্চিমবঙ্গ সরকার? এই ইস্যুতে সুর চড়াতে পারে বাম-কংগ্রেস-বিজেপির নেতৃত্ব। আজ বিধানসভার অধিবেশন কক্ষ বিষয়টি নিয়ে সরব হবেন দলীয় বিধায়করা। সিপিএম সূত্রে খবর, এদিন বিধানসভায় বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে।
জ্বালানির জ্বালায় জেরবার দেশবাসী। তার মধ্যেই উত্সবের মরশুমে পেট্রোল-ডিজেলে উত্পাদন শুল্ক কমিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তাতেই চাপ বাড়ছে পশ্চিমবঙ্গসহ একাধিক বিরোধী শাসিত রাজ্যে। কেন্দ্রীয় সরকার তালিকা প্রকাশ করে জানিয়েছে, ২২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল কেন্দ্রের শুল্ক কমানোর পর নিজেদের ভ্যাট কমিয়েছে। কিন্তু, এখনও ১৪ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সেই পথে এখনও হাঁটেনি। এর মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পঞ্জাব সহ ১৪টি রাজ্য।
নিয়োগ প্রক্রিয়াতে আরও গতি আনতে আদালতে SSC !
রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। অনিয়মের অভিযোগে সাত বছরের কাছাকাছি সময় আটকে আছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নিয়ে বিশেষ আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ বিষয়ে 'ক্যান' ফাইল করা হয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার, ৭ নভেম্বর, ২০২১
ফের বাড়ল রাজ্যের সংক্রমণ,উত্তর ২৪ পরগনাতেই ২৪ ঘণ্টায় কোভিডে মৃত ৪
গত একদিনে করোনা সংক্রমণ কিছুটা বাড়ল রাজ্যে। বেড়েছে পজিটিভিটি রেটও। তবে শনিবারের তুলনায় রবিবার পরীক্ষা কম হয়েছে। তারপরও সংক্রমিত কিংবা পজিটিভিটি রেট বেড়েছে।
খুলছে স্কুল; মানতে হবে একাধিক নিয়ম; জানালেন শিক্ষামন্ত্রী
করোনার কারণে দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল রাজ্যের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ১৬ নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এত দিন পরে স্কুল খুললে কী অবস্থায় থাকবে ক্লাসঘর? কোভিড সংক্রমণ এড়াতে কী পরিকল্পনা নিচ্ছে সরকার? এই প্রশ্নের উত্তর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রী বলেন,"মুখ্যমন্ত্রী প্রতিটি স্কুলের পরিকাঠামোর জন্য বড় অঙ্কের টাকা বরাদ্দ করেছেন।
৯ তারিখের পরই মমতা মন্ত্রীসভায় বড়সড় রদবদল?
রাজ্য মন্ত্রীসভায় বড়সড় রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী। যার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় নতুন মুখও দেখা যেতে পারে। সংশ্লিষ্ট সূত্রে অন্তত এমনটাই দাবি করা হয়েছে। আগামী ৯ নভেম্বর রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে ঘোষণা করতে পারেন।
আসলে একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই সময়টা যেন খুব একটা ভাল যাচ্ছে না মুখ্যমন্ত্রীর।