দক্ষিণ-পূর্ব রেলওয়ে তাদের বিভিন্ন বিভাগে শিক্ষানবিশ প্রার্থী নিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে। প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে খড়গপুর, চক্রধরপুর, রাঁচি, আদ্রা, সিনি এবং বোদামুন্ডা ওয়ার্কশপে। মোট ১৭২৫ জন প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
দক্ষিণ-পূর্ব রেলওয়ে তাদের বিভিন্ন বিভাগে শিক্ষানবিশ প্রার্থী নিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে। প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে খড়গপুর, চক্রধরপুর, রাঁচি, আদ্রা, সিনি এবং বোদামুন্ডা ওয়ার্কশপে। মোট ১৭২৫ জন প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
সামনেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন। আর এই নির্বাচন সম্পন্ন করতে রাজ্য পুলিশেই আস্থা রাখছে রাজ্য নির্বাচন কমিশন। দুই পুর নির্বাচনের নীল নকশা তৈরি করতে শনিবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকে বসেছিল কমিশন। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম-সহ কমিশন ও সরকারের উচ্চ পদস্থ কর্তারা।
দীর্ঘ প্রায় দেড় বছর স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, রাজ্যে পড়াশোনার মানোন্নয়ন হয়েছে। ভালভাবেই শিক্ষার পরিস্থিতি সামলেছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিক, কর্মীরা। 'স্কচ' পুরস্কার প্রাপ্তি তারই স্বীকৃতি। এই খবরে অত্যন্ত খুশি রাজ্যের শিক্ষাদফতর।
এটাই নতুন নয়। এর আগেও রাজ্য সরকারের একাধিক দফতরে এসেছে 'স্কচ' পুরস্কার। চলতি বছরের আগস্ট মাসে জাতীয়স্তরে সম্মানিত হয়েছিল বাংলা। রাজ্যের মুকুটে যুক্ত হয়েছিল চারটি স্কচ অ্যাওয়ার্ড। সেবার একটি প্ল্যাটিনাম, একটি গোল্ড ও দু'টি সিলভার অ্যাওয়ার্ড ছিল। এদিন ফের মিলেছে দু'টি গোল্ড অ্যায়ার্ড।
মহারাষ্ট্র পুলিশের 'সি-60' ইউনিটের সঙ্গে গুলির লড়াইয়ে ২৬ জন মাওবাদীর মৃত্যু হল মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায়। গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল জানিয়েছেন, এই সংঘর্ষে আহত হয়েছেন তিন জওয়ানও।
জানা গিয়েছে, শনিবার সকালে গড়চিরৌলির মারদিনতলার কোরচির জঙ্গল এলাকায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। এই পুলিশ দলের নেতৃত্ব দিচ্ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুণ্ডে।
সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার অঙ্কিত গোয়েল জানান, এখনও পর্যন্ত আমরা জঙ্গল থেকে ২৬ জনের দেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলের আশেপাশের এলাকাগুলিতে তল্লাশি চালাচ্ছে।
রাজ্যে নিয়োগ নিয়ে ফের অনিয়মের ঘটনা সামনে এল। টানা ১৮ মাস সরকারি হাসপাতালে চাকরি করেছেন। কিন্তু, আচমকাই একদিন বেতন বন্ধ। খোঁজ করতে দিয়ে দেখা যায় নিয়োগপত্রই ছিল ভুয়ো। এদিকে এই চাকরির জন্য বিপুল অঙ্কের টাকা দিয়েছিল এই যুবক। এই বিষয়টি সামনে আসার পর মাথায় হাত তাঁর। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
এই প্রসঙ্গে জানা গিয়েছে, ২০১৯ এর শেষে মেদিনীপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালের Gynaecology বিভাগে অস্থায়ী কর্মী হিসেবে যোগ দেন মেদিনীপুর শহরের অলিগঞ্জ এলাকার বাসিন্দা শেখ আজাহারউদ্দিন।
শেখ আজাহারউদ্দিনের দাবি, হাসপাতালের এই চাকরি পাইয়ে দেওয়ার জন্য ২০১৫ সালে ৫ লাখ টাকা দাবি করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের Gynaecology বিভাগে কর্মরত কৃষ্ণা রাউত দাস নামক এক মহিলা। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ওই যুবককে দেওয়া হয় অ্যাপয়েনমেন্ট লেটার। মেমো নম্বর যুক্ত ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ২০১৯ এর শেষ থেকে হাসপাতালের কাজও শুরু করে আজাহারউদ্দিন। প্রতি মাসে নিয়ম করে পাঁচ হাজার টাকা বেতন পেতেন তিনি। তবে হঠাৎই চলতি বছরের শুরুতে বন্ধ করে দেওয়া হয় তাঁর বেতন। মাসকয়েক বেতন না পেয়ে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখনই বোঝা যায় সম্পূর্ণ প্রতারিত হয়েছেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারটিও ভুয়ো। এরপরই মেদিনীপুর কোতোয়ালি থানার দ্বারস্থ হয় প্রতারিত যুবক।
পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কারণে চিন্তায় সাধারণ মানুষ। তার ওপর বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। আর এবার ফের একবার মূল্যবৃদ্ধির চাপ সহ্য করতে হতে পারে দেশবাসীকে।