শিক্ষক নিয়োগ নিয়ে ভাল খবর। আগামী ২ মাসে ১৫ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় এই ঘোষণা করেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের জট কাটলে আগামী দু-মাসের মধ্যে ১৫ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে।
মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
নিয়োগ ঘিরে অশনি সঙ্কেত; ডাককর্মী নিয়োগে এবার বেসরকারি হাতে
দেশজুড়ে ছড়িয়ে থাকা ডাক পরিষেবা ঘিরেও এবার অশনি সঙ্কেত। উন্নত পরিষেবা ও সরকারি খরচ কমাতে 'ঢাল' করে পিছনের দরজা দিয়ে কর্পোরেটদের নাক গলানোর সুযোগ দেওয়া হয়েছে আগেই। আর এবার দেশে এই প্রথম কর্মী নিয়োগের জন্য বেসরকারি সংস্থার কাছে টেন্ডার আহ্বান করল ডাকবিভাগ। নিউদিল্লি সেন্ট্রাল ডিভিশন থেকে এজেন্সির মাধ্যমে ডাককর্মী নিয়োগের টেন্ডার প্রকাশ করা হয়েছে।
গত মাসের ২১ তারিখ নিউ দিল্লি সেন্ট্রাল পোস্টাল ডিভিশনের এক টেন্ডার নোটিশ প্রকাশ হয়েছে। এতদিন ডেলিভারি পার্সোনাল (পোস্টম্যান) ও মাল্টি টাস্কিং স্টাফ—দু-টি ক্ষেত্রেই নিয়োগ হতো পোস্টাল বিভাগের নিজস্ব পদ্ধতিতে। কিন্তু দু-টি পদেই নিয়োগের আউটসোর্সিং হয়েছে। কর্মী নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এজেন্সিদের কাছে। অর্থাৎ, কর্মী নিয়োগের দায়ভার আর নিতে চাইছে না দফতর।
খুলছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়; একনজরে দেখে নেওয়া যাক নয়া গাইডলাইন
করোনা আবহে রাজ্যে আগামিকাল খুলছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রায় কুড়ি মাস পরে খুলছে স্কুল। এখনও করোনাভাইরাসের চোখ রাঙানি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যদিও অনেকটাই কম সংক্রমণ মাত্রা। তাই পড়ুয়াদের কথা মাথায় রেখেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ক্লাস শুরুর আধঘণ্টা আগে আসতে হবে পড়ুয়াদের। নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০ থেকে দুপুর ৩.৩০। দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।প্র্যাকটিক্যাল ক্লাসও শুরু হবে ১৬ নভেম্বর থেকেই। স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে গোল দাগ কেটে দিতে হবে। স্কুলে আপাতত অভিভাবকরা প্রবেশ করতে পারবেন না। স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়াই আংটি, বালা, হার-সহ কোনও গয়না পরতে পারবেন না। স্কুলে বসার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি মানতে হবে। বেঞ্চে দু-জনের বেশি পড়ুয়া বসতে পারবে না। একটি বেঞ্চে দু-জন পড়ুয়া বসলে, তার পরের বেঞ্চে একজন পড়ুয়া বসতে পারবে। স্কুলে,দেওয়া হবে না রান্না করা মিড ডে মিল। সেক্ষেত্রে, আগের মতোই বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে। আপাতত স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক। স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না। দেওয়া-নেওয়া করা যাবে না, পানীয় জল বা বই।
প্রয়াত প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক; শোকের ছায়া দুই বাংলার সাহিত্যমহলে
প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক হাসান আজিজুল হক। স্থানীয় সময় অনুযায়ী রাত ৯ টায় বাংলাদেশের রাজশাহীতে নিজের বাসভবনে তিনি প্রয়াত হন। তাঁর প্রয়াণে শোকের ছায়া দুই বাংলার সাহিত্যমহলে।
ছ-য়ের দশকে বাংলার সাহিত্যপটে এই কথা সাহিত্যিকের আবির্ভাব। অসামান্য তাঁর গল্প বলার শৈলীতেই একের পর এক অমোঘ সৃষ্টি। হাসান আজিজুল হকের উপন্যাস আগুন পাখির ভক্ত শুধু ওপার বাংলা নয়, এ পার বাংলাতেও প্রচুর।
নিয়মিত বিভিন্ন পত্রিকায় তাঁর ছোটগল্প প্রকাশিত হয়েছে। প্রথম গল্পগ্রন্থ সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য। এ বইয়ের শকুন গল্পটি বিশেষ ভাবে প্রশংসা পেয়েছিল।
আজিজুলের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি, অবিভক্ত বাংলার বর্ধমানের যবগ্রামে। ১৯৪৭-এ বাবা মায়ের সঙ্গে তিনিও চলে যান ওপার বাংলার খুলনায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন ১৯৬০ সালে। ১৯৭৩ থেকে ২০০৪ সাল অবধি, দীর্ঘ দিন তিনি দর্শনশাস্ত্র অধ্যাপনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
সহকারী অধ্যাপক নিয়োগে বাধ্যতামূলক পিএইচডি শিক্ষা ব্যবস্থায় অনুকূল নয়: শিক্ষামন্ত্রী
সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক পদের জন্য পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করা বর্তমান শিক্ষা ব্যবস্থায় 'অনুকূল নয়'। ইউজিসি ২০২৩ সালে সহকারী অধ্যাপকদের নিয়োগের জন্য পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করার পদক্ষেপটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে তার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।
নিয়োগে দুর্নীতির অভিযোগ; উত্তীর্ণদের নম্বর প্রকাশের নির্দেশ
নিয়োগ নিয়ে বার বার অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এবার কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজগুলোতে অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সমস্ত উত্তীর্ণ প্রার্থীদের নম্বর অবিলম্বে প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যদিও এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে কলেজ সার্ভিস কমিশন ও রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করে।
আগেরবারের মেধা তালিকায় স্থান পাওয়া চাকরিপ্রার্থীদের বাদ পড়ার অভিযোগ; আদালতের সবুজ সঙ্কেত পেলেই আপারের মেধাতালিকা প্রকাশ সম্ভব
চলতি বছরেও যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া কার্যত শেষ হচ্ছে না তা প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও নতুন বছর শুরুর আগেই উচ্চমাধ্যমিকের চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি শেষ করে দেওয়া হবে বলে আশাবাদী স্কুল সার্ভিস কমিশন।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর এখনো প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর নিষ্পত্তি করার প্রক্রিয়া বাকি রয়েছে। ইতিমধ্যেই গত ৮ অক্টোবর পর্যন্ত প্রায় ১৩ হাজার চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া শেষ হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত আরও প্রায় ১২০০ চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। সে ক্ষেত্রে কমিশনের আশা, হাইকোর্টের সাম্প্রতিক রায়ের পর ডিসেম্বরের মধ্যেই অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
ইতিমধ্যে মোট ছয় দফায় অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া করেছে SSC।