আগের থেকে ভালো আছেন লতা মঙ্গেশকর। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানাচ্ছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল। ইতিমধ্যে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে। এই খবরে অনেকটাই স্বস্তিবোধ করছে তাঁর অনুরাগী থেকে শুরু করে আপামর দেশবাসী।
আগের থেকে ভালো আছেন লতা মঙ্গেশকর। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানাচ্ছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল। ইতিমধ্যে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে। এই খবরে অনেকটাই স্বস্তিবোধ করছে তাঁর অনুরাগী থেকে শুরু করে আপামর দেশবাসী।
অনেকদিন ধরেই বেসুরে বাজছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে কাজের সুযোগ নেই বলে অভিযোগও করেছিলেন। বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখও খুলেছিলেন তিনি। এবার তৃণমূলের রাজ্য সভাপতির সঙ্গে তাঁর বৈঠক ঘিরে নয়া জল্পনা তৈরি হল।
রাজ্যের করোনা সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। ছয় শতাংশের নীচে নামল দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫১২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯০ হাজার ১৭৯ জন।
এখনও সংকট কাটেনি 'গীতশ্রী' সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তাঁর হৃদস্পন্দন অনিয়মিত রয়েছে বলে জানাচ্ছে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবারে অ্যাপোলো হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। তবে এখনও বিপদ কাটেনি গীতশ্রীর। তবে আগের থেকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মুখে খাবার খেতে পারছেন তিনি।
স্কুল-কলেজের ক্যাম্পাস অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে ইদানীং প্রায় প্রতি দিনই বিক্ষোভ চলছে রাজ্য জুড়ে। হাইকোর্টে চার-চারটি মামলাও হয়েছে এই দাবিতে। সেই সব মমালার সূত্রেই শুক্রবার আদালতে রাজ্য জানালো, প্রশাসনও চায় যত দ্রুত সম্ভব স্কুল-কলেজে স্বাভাবিক পঠনপাঠন শুরু হোক। কিন্তু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের যে টিকাকরণ-পর্ব চলছে, তাতে এই বয়সীদের অন্তত ৮৫ শতাংশকে টিকা দেওয়া সম্পন্ন না করে স্কুল-কলেজ খুলে দেওয়া সমস্যার হতে পারে বলে মনে করছে সরকারপক্ষ। টিকাকরণে অগ্রগতি জানাতে আরও কিছুটা সময়ও চাওয়া হয় সরকারের তরফে।
স্কুল খোলার ব্যাপারে স্বাস্থ্য, শিক্ষা, বিপর্যয় মোকাবিলা ও স্বরাষ্ট্র দফতরের মধ্যে প্রতিনিয়ত আলোচনা করে পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে বলেও আদালতে জানিয়েছে রাজ্য। আগামী দিনেও এই দফতরগুলির সঙ্গে কথা বলেই পদক্ষেপ করা হবে বলে জানান অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
কাল থেকে রাজ্যে দাম বাড়ছে পাউরুটির। জয়েন্ট একশন অফ ওয়েস্ট বেঙ্গল বেকারি অ্যাসোসিয়েশন কমিটির তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, রবিবার থেকেই রাজ্যে পাউরুটির দাম বাড়তে চলেছে।
নতুন দামের বিষয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে প্রতি ৪০০ গ্রাম পাউরুটি ওপর দাম বাড়ছে ৪ টাকা করে। প্রতি ২০০ গ্রাম পাউরুটি উপরে দাম বাড়ছে ২ টাকা করে। আগে ৪০০ গ্রাম পাউরুটির দাম ছিল ২৮ টাকা। ২০০ গ্রাম পাউরুটির দাম ছিল ১৮ টাকা। বেকারি সংগঠন জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে বলা হয়েছে, 'কাঁচামালের দাম বেড়ে যাওয়ার ফলেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত'। দাম বৃদ্ধি নিয়ে জয়েন্ট অ্যাকশন কমিটি বিবৃতি দিয়ে জানায়, "আগে পাউরুটি তৈরি করতে ময়দা, চিনি, ঘি যাবতীয় জিনিস সরকার আমাদের সরবরাহ করতেন। কিন্তু ১৯৮৬ সাল থেকে তা বন্ধ হয়ে গিয়েছে। সবার খাদ্য তালিকায় থাকে পাউরুটি। তাই দাম বৃদ্ধির সময় আমাদের অবশ্যই সেদিকটা খেয়াল রাখতে হয়।"
দক্ষিণের কয়েকটি রাজ্যগুলির করোনার সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমুখী। সেই তালিকার প্রথম দিকে রয়েছে কর্ণাটক। শুক্রবার সেখানে ৩১ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে এরই মধ্যে ফের স্কুল-কলেজগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার।