বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। স্নাতকস্তরের পড়ুয়াদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করবে রাজ্য। প্রতি বছর নিয়োগ হবে ৬ হাজার পড়ুয়া। মিলবে মোটা অঙ্কের ভাতাও। সোমবার পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত খবর আসছেঃ-
বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। স্নাতকস্তরের পড়ুয়াদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করবে রাজ্য। প্রতি বছর নিয়োগ হবে ৬ হাজার পড়ুয়া। মিলবে মোটা অঙ্কের ভাতাও। সোমবার পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত খবর আসছেঃ-
৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলছে।
জানা গিয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলবে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। ক্লাস শুরু হবে কলেজ, ইউনিভার্সিটিরও। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন হবে 'পাড়ায় পাঠশালা'য়। ছোটদের স্কুল এখনই খুলছে না। ৪, ৫ সরস্বতী পুজো। ছেলেমেয়েরা পুজো করতে পারবে। সরকারি, বেসরকারি অফিসে ৭৫ শতাংশ হাজিরা নিয়ে হবে কাজকর্ম।
করোনার কারণে বন্ধ রাজ্যের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এমন সময় সপ্তাহের ছ-দিন অর্থাৎ সোম থেকে শনি পাড়ায় পড়াশোনা চলবে। রোজ পড়ুয়াদের পড়াতে হবে দুই অর্ধে। এক দিকে প্রকল্প রূপায়ণ ঘিরে নানা প্রশ্ন, সংশয়, বিতর্ক ও দুর্ভাবনা। এর পাশাপাশি অন্য দিকে ঘোষণা অনুযায়ী ৭ ফেব্রুয়ারি থেকে 'পাড়ায় শিক্ষালয়' চালু করতে শিক্ষা প্রশাসনের তরফে উদ্যোগ-আয়োজনের পাশাপাশি আসছে নানান নির্দেশ। রোজ ছাত্রছাত্রীদের পড়াতে হবে দুই অর্ধে।
অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস তৈরী করলেন রাফায়েল নাদাল। রজার ফেডেরার, নোভাক জোকোভিচকে টপকে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম
জিতলেন তিনি। অভিজ্ঞতা আর তারুণ্যের লড়াই জয়ী হলেন রাফায়েল নাদাল।
শীতের রেকর্ড। চলতি জানুয়ারি মাসে এ পর্যন্ত শীতলতম দিন আজ। এই মরসুমে ডিসেম্বর মাসের কুড়ি তারিখে তাপমাত্রা নেমেছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে জানুয়ারি মাসে ১২ ডিগ্রির নিচে নামেনি পারদ। ২০১৩ সালের পর এইদিনে প্রথম ১২ ডিগ্রির নিচে নামল কলকাতার তাপমাত্রা।
বছরের শুরুতেই মৎস্যজীবীদের জালে একসঙ্গে ১২০টি তেলিয়া ভোলা। যার বাজার দর প্রায় ২ কোটি টাকা। এই বিপুল পরিমাণ মাছকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে দিঘায়।
এই প্রথম নয়। দিঘায় মৎস্যজীবীদের জালে বিশালাকাল মাছ উঠেছে এর আগেও। সেই মাছ বিক্রিও হয়ে গিয়েছে প্রচুর দামে। কিন্তু তেলিয়া ভোলা মাছের চাহিদা সবচেয়ে বেশি। আর দাম? এই মাছ যদি জালে ওঠে, তাহলে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন ট্রলার মালিক। গত বছরের অক্টোবরে মা বাসন্তী নামে এক ট্রেলার উঠেছিল ৩৩ তেলিয়া ভোলা।
রাজনীতির অন্দরে কখন যে কী ঘটে, তা বলা বেস কঠিন। বঙ্গের রাজনৈতিক মহলও সাক্ষী রইল এমনই এক ঘটনার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসায় পঞ্চমুখ হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
শনিবার বোলপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক কর্মসূচিতে অংশ নেন অনুব্রত মণ্ডল। ওই অনুষ্ঠানে খয়রাশোল এলাকার ১৫০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন অনুব্রত।