পেনশন বন্ধের প্রতিবাদে সরব কলকাতা পুরসভার শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়রদের যৌথ সংগঠন। আজ, মঙ্গলবার লাইসেন্স গেটের সামনে পেনশন ও পে কমিশনের বর্ধিত টাকা মেটানের দাবিতে বিক্ষোভ দেখায় কেএমসি জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়নের বাম শ্রমিক, কর্মচারী ও ইঞ্জিনিয়ররা।
পেনশন বন্ধের প্রতিবাদে সরব কলকাতা পুরসভার শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়রদের যৌথ সংগঠন। আজ, মঙ্গলবার লাইসেন্স গেটের সামনে পেনশন ও পে কমিশনের বর্ধিত টাকা মেটানের দাবিতে বিক্ষোভ দেখায় কেএমসি জয়েন্ট ফোরাম অফ ট্রেড ইউনিয়নের বাম শ্রমিক, কর্মচারী ও ইঞ্জিনিয়ররা।
অবশেষে এসে গেল সেই মুহূর্ত। আজই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাত ধরে পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২২। করোনার মারে অধিকাংশ রাজ্যের অর্থনীতি বিপর্যস্ত। দীর্ঘদিন অর্থনীতির চাকা না গড়ানোয় ভাঁড়ারে টান পড়েছে বহু রাজ্য সরকারের। করোনার কোপে বিপর্যস্ত সেইসব রাজ্য সরকারকে সাহায্য করতে বাজেটে বড়সড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রাজ্যগুলিকে পরিকাঠামো খাতে খরচ মেটাতে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে চায় কেন্দ্রীয় সরকার।
মঙ্গলবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যগুলিকে সাহায্য করতে ১ লক্ষ কোটি টাকার তহবিল তৈরি করবে কেন্দ্র সরকার। এই তহবিল থেকে রাজ্যগুলি ৫০ বছরের জন্য সুদমুক্ত ঋণ নিতে পারবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্র সরকার প্রতিবছর যে অর্থ রাজ্য সরকারকে ঋণ দেওয়ার জন্য বরাদ্দ করে থাকে, সেই বরাদ্দ আগের মতোই থাকছে। কেন্দ্রের গড়া এই নয়া তহবিল সম্পূর্ণ পৃথক। অর্থমন্ত্রী জানিয়েছেন, করোনার ধাক্কা সামলে মূলত পরিকাঠামো খাতে ব্যয় সামলাতে রাজ্যগুলিকে সাহায্য করবে কেন্দ্র।
এবার স্কুল খোলার নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। এ বার আর ক্লাসের জন্য আলাদা আলাদা সময় নয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে একই সময়ে। ক্লাস শুরুর আধ ঘন্টা আগে ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছে যেতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রাক্টিক্যাল ক্লাস শুরু করতে হবে ৩ ফেব্রুয়ারি থেকে। তবে, স্কুলে শিক্ষকরা ২ ফেব্রুয়ারি থেকেই যেতে পারবেন। স্কুলের স্যানিটাইজেশন ও অন্য কাজের জন্য সামান্য সময় দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলছে। সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হচ্ছে অফলাইনেই। জানা গিয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলবে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। ক্লাস শুরু হবে কলেজ, ইউনিভার্সিটিরও। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন হবে 'পাড়ায় পাঠশালা'য়। ছোটদের স্কুল এখনই খুলছে না। ৪, ৫ সরস্বতী পুজো। ছেলেমেয়েরা পুজো করতে পারবে। সরকারি, বেসরকারি অফিসে ৭৫ শতাংশ হাজিরা নিয়ে হবে কাজকর্ম।
দেউচা পাচামি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্য সরকারের। জমিদাতাদের পরিবারের একজনকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এদিন,সোমবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। নবান্নে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ৫ হাজার ১০০ জনকে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। এই সিদ্ধান্তে ইতিমধ্যে সিলমোহর পড়েছে। জুনিয়র কনস্টেবল, সিনিয়র কনস্টেবল দুই পদেই লোক নেওয়া হবে।
রাজ্যপাল জগদীপ ধনখড়কে টুইটারে ব্লক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই সে কথা জানালেন মমতা।এদিন তিনি বলেন, 'বাধ্য হয়েছি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করতে।
রাজ্যপাল প্রসঙ্গে আর কী কী বললেন মুখ্যমন্ত্রী, "বারবার বিরক্ত করছেন, তাই ট্যুইটারে ব্লক করেছি রাজ্যপালকে। সবাইকে ভয় দেখাচ্ছেন রাজ্যপাল, প্রত্যেকটা বিল আটকে দিয়েছেন। রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুন্ডারা লোক মারছে। প্রতিদিন রাজ্যপালের উস্কানি, বাধ্য হয়েই ট্যুইটারে ব্লক করেছি। ৪টি চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে, কেন পদক্ষেপ করা হয়নি? আগামী দিনে সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ, বিধানসভা, সংসদ। মা ক্যান্টিন নিয়ে প্রশ্ন তুলছেন, তাজ বেঙ্গল থেকে রোজ খাবার আসছে রাজভবনে। রাজ্যভবন থেকে পেগাসাস দিয়ে নজরদারি চালানো হচ্ছে।"
রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। যদিও বেশ কিছুক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী নবান্নে এ ব্যাপারে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল।
গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল নবান্ন। স্নাতকস্তরের পড়ুয়াদের ইন্টার্ন হিসেবে কাজে নিয়োগ করবে রাজ্য। কী কাজ করবেন তাঁরা? এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানবে পড়ুয়ারা।