সরস্বতী পুজোর সকালে দুশ্চিন্তার খবর। ফের ভেন্টিলেশনে রাখা হয়েছে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে। লতার চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, "লতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
সরস্বতী পুজোর সকালে দুশ্চিন্তার খবর। ফের ভেন্টিলেশনে রাখা হয়েছে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে। লতার চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, "লতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
করোনা আবহেই রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলিতে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই দুই নিয়োগই হবে প্রাথমিক এবং উচ্চবিদ্যালয়ে। প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যে কোনও জেলার যে কোনও প্রার্থীরাই আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। করোনা পরিস্থিতি থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশের কর্ম সংস্থানের বাজার। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব কম হওয়ায় দেশের বেসরকারি সংস্থাগুলির পাশাপাশি সরকারি সংস্থাগুলিতেও কর্মী নিয়োগের উদ্যোগ নিতে শুরু করেছে। যা চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর বলা চলে।
2. DAV Model School J.M. Sengupta Road, Durgapur (WB), Pin: 713205, Phone: 0243-2563500
সম্প্রতি বঙ্গে খুলেছে স্কুল-কলেজ। হাইব্রিড মোডে স্কুল চলুক, এমনই আবেদন করে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলার অনুমতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি'র। আগামী সোমবার সকাল ১০.৩০টায় শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। অনলাইন ও অফলাইন দুই মোডে একই সঙ্গে স্কুল খোলা হোক, এমনই আবেদন করেন অভিভাবক গৌরব পুরকায়স্থ।
শিক্ষকের বদলির নির্দেশ তিন বছরেও কার্যকর করেননি। এই অভিযোগে উত্তর ২৪ পরগনা জেলার স্কুল পরিদর্শক (ডিআই)-কে পাঁচ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে নিজের পকেট থেকে ওই টাকা তাঁকে রাজ্য লিগাল সার্ভিসেস অথরিটি-র তহবিলে জমা দেওয়ার নির্দেশ দিল আদালত। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, আগামী সাত দিনের মধ্যে ওই শিক্ষকের বদলির বিষয়টি নিশ্চিত করতে হবে ওই স্কুল পরিদর্শককেই। সংশ্লিষ্ট সময়ের মধ্যে নির্দেশ মানা হয় কি না, তা দেখতে দু-সপ্তাহ পর আবার মামলাটি শুনবে বলেও জানায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ।
ফের টুইট বিতর্কে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 'পুলিশের শিরদাঁড়ায় আঘাত হেনেছেন মুখ্যমন্ত্রী', টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
আদালতের রায়ে SSC গ্রুপ ডি 'ভুয়ো' নিয়োগে নয়া মোড়। 'ভুয়ো' নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এই প্রথম চাকরি বাতিল হল হাইকোর্টের নির্দেশে। 'ভুয়ো' নিয়োগে খরচ হওয়া সরকারের টাকা পুনরুদ্ধারেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগের অভিযোগ পায় আদালত।
গুরুত্বপূর্ণ এ বিষয়ে SSC রিপোর্ট দিয়ে জানায়, চাকরির সুপারিশ তাদের নয়।
একধাক্কায় ফের প্রায় ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। মাঝেমধ্যেই বইছে ঝোড়ো বাতাস। শুক্রবার সকালের আকাশে রোদের বদলে কালো মেঘের দেখা। এক-দুইটি নয়, মোট ১৪ জেলায় ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। এদিন থেকেই রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও হতে বৃষ্টি বাড়তেও পারে।