Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২

স্কুল বন্ধ থাকায় বর্ণও চিনতে পারছে না বহু পড়ুয়া!

 ১২:১০ PM     kolkata     No comments   

 

কোভিডের কারণে বন্ধ ছিল দেশের প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তৃতীয় ঢেউ চলে যাওয়ার প্রাক্কালে উঠে এল আরও আশঙ্কার ছবি। স্কুল বন্ধ থাকায় বাড়িতে বসে চলে গিয়েছে বর্ণ চেনার ক্ষমতা। রাজ্যের পঞ্চম শ্রেণির ৮৫ শতাংশ শিশু শব্দ চিনতে পারছে না। বানান করে পড়তে পারছে না, 'আম', 'আপেল'-এর মতো সাধারণ শব্দ। এক বেসরকারি সংস্থার করা এই রিপোর্টের নাম অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশন রিপোর্ট (এএসইআর)। যেখানে দেখা গিয়েছে, বাংলা কিংবা বিজ্ঞানের পাশাপাশি সাধারণ বিয়োগ অঙ্ক ভুলে গিয়েছে অষ্টম শ্রেণির পড়ুয়ারা। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল।

সারা দেশের মধ্যে সবচেয়ে বেশিদিন স্কুল বন্ধ ছিল বাংলাতেই। ১৭টি জেলার ৫১০টি গ্রামের ১১ হাজার বেশি শিশুর পরীক্ষা নিয়ে তাই হতবাক সমীক্ষকরা। ওই বেসরকারি সংস্থার বার্ষিক রিপোর্টের দাবি, অবস্থা এতটাই খারাপ যে বানান করে শব্দ এবং শব্দ পাশাপাশি জুড়ে বাক্যও পড়তে পারা তো দূর, তাদের অনেকে বর্ণও চিনতে পারছে না।


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিষ খাওয়ার চেষ্টা; ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

 ১২:৩২ AM     kolkata     No comments   

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে শারীরশিক্ষা চাকরি প্রার্থীদের বিক্ষোভ। স্টেট লেভেল সিলেকশন টেস্টে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত।  বুধবার তাঁরা হাইকোর্টের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে তাঁদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে সেই সমস্ত উত্তীর্ণ এবং মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা লেক টাউন কালিন্দীতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যান। তখনই পুলিশের সঙ্গে তাঁদের বাকবিতন্ডা শুরু হয়ে যায়। ধস্তাধস্তি চলে পুলিশের সঙ্গে। শেষে বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে তোলে। তারপর তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয় লেকটাউন থানায়। 

এর পাশাপাশি এদিন ব্রাত্য বসুর বাড়ির সামনেই বিষ খাওয়ার চেষ্টা করেছিলেন কয়েকজন। তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের বিষ খাওয়ার চেষ্টা বানচাল করে দেওয়া হয়েছে। বুধবার শারীর শিক্ষা চাকরিপ্রার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাঁদের মধ্যে অনেকে জানান, তাঁদের চাকরির দাবি পূরণ না হলে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিষ খাবেন। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা তিন বছর ধরেও চাকরির দাবি জানালেও কেউ তাঁদের কথা শোনেনি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কোন স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা? তথ্য চাইছে শিক্ষা দফতর

 ১২:২০ AM     kolkata     No comments   

রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলে কত জন করে শিক্ষক শিক্ষিকা রয়েছেন  তা নিয়ে বিতর্ক আছে। এবার তার তথ্য চাইল রাজ্য সরকার। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 

অনেকের প্রশ্ন, হঠাৎ করে কেন এই তথ্য চাওয়ার প্রয়োজনীয়তা এল?

রাজ্য স্কুল শিক্ষা দফতর শিক্ষকদের বদলির জন্য উৎসশ্রী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে বদলি হচ্ছে। এর ফলে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষকদের সংখ্যা কমছে, বাড়ছেও। 

ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে এই সংক্রান্ত রিপোর্টে এসে পৌঁছচ্ছে স্কুল শিক্ষা দফতরে। সেই কারণেই স্কুল ভিত্তিক এই তথ্য চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। তার কারণ শিক্ষক-শিক্ষিকাদের বদলি হওয়ার পর এখন কত জন করে শিক্ষক শিক্ষিকা প্রতিটি স্কুলে রয়েছেন, সেই সম্পর্কে বিস্তারিত ধারণা চায় পর্ষদ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দশম-দ্বাদশের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা!

 ১২:০১ AM     kolkata     No comments   

করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আর সবকিছু বিচারকরে এপ্রিলে অফলাইনে পরীক্ষা নেবে সিবিএসই। বুধবার বোর্ড কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দশম এবং দ্বাদশ শ্রেণির টায়ার-২ পরীক্ষা নেওয়া হবে অফলাইনে। ২৬ এপ্রিল থেকে এই পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে  বলে জানা গিয়েছে। 

টার্ম-১ পরীক্ষায় শুধু অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন ছিল।

তবে টার্ম-২ পরীক্ষায় সাবেজক্টিভ এবং অবজেক্টিভ দুই ধরনেই প্রশ্নই থাকবে। এই পরীক্ষার জন্য বোর্ডের তরফে গতমাসেই প্রশ্নপ্রত্রের ধরন প্রকাশ করা হয়েছে বোর্ডের ওয়েবসাইটে। এই প্রথমবার সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষা দুই ধাপে নিচ্ছে। দেশে বর্তমান কোভিড পরিস্থিতির জন্যই এমন সিদ্ধান্ত। গতবছর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি। তার বদলে পড়ুয়াদের বিকল্প মূল্যায়ন পদ্ধতি অবলম্বন করতে হয়েছিল। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং পরীক্ষাসূচি বোর্ডের ওয়েবসাইট cbse.nic.in-এ প্রকাশ করা হবে বলে জানান হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু?

 ৪:৫৪ PM     kolkata     No comments   

 

শুভেন্দু অধিকারী এবার নাকি তৃণমূলে ফিরতে চাইছেন! এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ইডি, সিবিআই-এর হাত থেকে বাঁচতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন গিয়েছিলেন। কিন্তু এখন ভিতরের গণ্ডগোল বুঝে একদিকে গেরুয়া শিবিরের ভিতরে অতিবিপ্লবী ভাব দেখাচ্ছেন, অন্যদিকে মাঝে মাঝে তৃণমূলের দরজায় ঠক ঠক করছেন। যদি ফেরা যায়।  

বিজেপিতে শুভেন্দু অধিকারীর দম বন্ধ লাগছে।

অনেকেই জানেন তিনি ভালোবেসে বিজেপিতে যাননি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে রেহাই পেতে পদ্মফুলে আশ্রয় নিয়েছেন, জানান রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে কুণাল ঘোষের মত, গেরুয়া শিবির আদি বিজেপি ও তৎকাল বিজেপি, দুটি ভাগে বিভক্ত হয়েছে। এই দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব শুরু হওয়াটা স্বাভাবিক। বিরোধী গোষ্ঠীর নেতা কে হবেন, শুভেন্দু অধিকারী নাকি শান্তনু ঠাকুর ? এ নিয়ে পদ্মশিবিরের মধ্যে ঝামেলা চলছে। 

এই বিষয়ে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী বলেন, "শুভেন্দুবাবু তৃণমূলে ফিরবেন কি ফিরবেন না সেটা তাঁর বিষয়। এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।  শুভেন্দুবাবু অনেক বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি তাঁর সিদ্ধান্ত নিজেই নেবেন।" অর্থাৎ এই বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করতে চাননি দিব্যেন্দু অধিকারী। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গরুপাচারকাণ্ডে দেবকে তলব CBI-এর; ১৫ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ

 ৪:৪৩ PM     kolkata     No comments   

 

এবার গরুপাচারকাণ্ডে নাম জড়াল তৃণমূলের হেভি-ওয়েট নেতা এবং ঘাটালের সাংসদ দেবের। গরুপাচারকাণ্ডে দেবকে নোটিশ পাঠাল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ-অভিনেতাকে সিবিআই নোটিশ। গরুপাচারকাণ্ডে দেবকে সিবিআই তলব। সূত্রের খবর, সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এসএসসি-র ভুয়ো নিয়োগ বাতিল; বেতন পুনরুদ্ধারের নির্দেশ

 ৪:১৩ PM     kolkata     No comments   

 

এসএসসি গ্রুপ ডি-তে ভুয়ো নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত থেকে পাওয়া খবর অনুসারে, ৫৭৩টি ভুয়ো নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

গ্রুপ ডি-র নিয়োগ অনিয়ম, দুর্নীতিতে ভরা বলেও এ দিন ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি, এই ৫৭৩ জন বেতন বাবদ যে টাকা এতদিন নিয়েছেন, তাও পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কারণ জনগণের দেওয়া করের টাকাতেই ভুয়ো নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রত্যেকের বেতন হয়েছে বলেও মন্তব্য করেন ক্ষুব্ধ বিচারপতি। কীভাবে টাকা পুনরুদ্ধার হবে, তা প্রতিটি জেলার স্কুল পরিদর্শকরাই ঠিক করবেন বলে জানিয়েছে হাইকোর্ট। 

মামলাকারীদের অভিযোগ ছিল, ২০১৯ সালের মে মাসে এসএসসি গ্রুপ ডি-র মেধা তালিকার মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ পেরনোর পরেও রাজ্যের বিভিন্ন স্কুলে অসংখ্য নিয়োগ হয়েছে বলে অভিযোগ। এই সংক্রান্ত প্রায় এক হাজার অভিযোগ শুধুমাত্র কলকাতা হাইকোর্টেই দায়ের হয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates