Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর; শূণ্যপদের তালিকা চাইল নবান্ন

 ১১:৫১ PM     kolkata     No comments   

 

চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর। দ্রুত শূন্যপদ পূরণের জন্য উদ্যোগ নিতে চলেছে সরকার। ইতিমধ্যে বিভিন্ন দফতরে চিঠি দিয়ে শূণ্যপদের বিবরণ জানতে চাওয়া হয়েছে।  

রাজ্য সরকার তাদের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের উদ্দেশ্যে সংশ্লিষ্ট দফতর গুলির শূন্য পদের সংখ্যা জানতে চেয়েছে বলে জানা গিয়েছে।

কর্মীদের অবসর নেওয়ার ফলে বা অন্যান্য কারণে কোনও পদ খালি হলে সেই সংক্রান্ত তথ্য সমন্বিত তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হলে সেই তথ্য পাঠাতে হবে। সেক্রেটারিয়েট কমন ক্যাডারের আওতায় থাকা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট, সেকশন অফিসার ও  বিভিন্ন গ্রেডের টাইপিস্টদের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রাথমিক স্তরের ক্লাস শুরুর উদ্যোগ!

 ৭:৪২ PM     kolkata     No comments   


প্রাথমিকে ৫০ শতাংশ হাজিরা নিয়ে স্কুল চালুর বিষয় নিয়ে ভাবছে সরকার। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "স্কুলগুলি চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পাড়ায় পাড়ায় শিক্ষালয় চলছে। একেবারে ছোটদের ক্ষেত্রে আর কিছু দিন অপেক্ষা করে কোভিড যদি সমস্যার না হয় তাহলে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে ক্লাস করা যায় কি না সেটা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। ভাগাভাগি করে ক্লাস করা যায়। সোমবার যারা এল, তারা মঙ্গলবার এল না। তাহলে অন্তত প্রাথমিক স্তরের ক্লাসও হবে।" করোনার কারণে প্রায় ২ বছর ধরে স্কুল বন্ধ। চূড়ান্ত এক অনিশ্চয়তা।
একঘেঁয়ে অনলাইন ক্লাস। আর কতদিন? বারবার এই প্রশ্নই তুলছে পড়ুয়া থেকে অভিভাবকরা। ইতিমধ্যেই সপ্তম শ্রেণি পর্যন্ত শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়। এক সপ্তাহ আগে অষ্টম থেকে দ্বাদশের পড়ুয়াদের স্কুলে ক্লাস শুরু হয়েছে রাজ্যে। তবে এখনও খোলেনি প্রাথমিক স্তরের স্কুল। প্রশ্ন উঠতে শুরু করেছে কবে চালু হবে কচিকাঁচাদের স্কুল? এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ৫০ শতাংশ হাজিরা নিয়ে ছোটদের স্কুল চালুর ভাবনায় আছে বলেও জানিয়েছেন তিনি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়!

 ৭:২৯ PM     India     No comments   

কয়েকমাস আগেই হৃদযন্ত্রের সমস্যার জন্য সৌরভের হার্টে স্টেন বসেছিল। তারপর থেকে দাদা বেশ সুস্থই ছিলেন। কিন্তু গত বছর ডিসেম্বর মাসের একদম শেষদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

এবার ফের একবার হাসপাতালে ভর্তি হলেন দাদা। রাত পোহালেই বেঙ্গালুরুতে আইপিএল ২০২২ -র মেগা নিলাম। তার আগে বেঙ্গালুরুর নারায়ণা হেলথ সিটি হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। হার্টের নিয়মিত চেকআপের জন্য এই ভর্তি হতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বেঙ্গালুরুতে ডক্টর দেবী শেঠির কাছে হেলথ চেকআপ ছিল দাদা-র। তিনি এই হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং নারায়ণা হাসপাতালের চেয়ারম্যান। চিকিৎসকরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের হার্টের কন্ডিশন খতিয়ে দেখছেন বলে হসপিটাল সূত্রে জানা গিয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নারদ-সারদায় গ্রেফতার করা উচিৎ মুকুল রায়কে: কুণাল ঘোষ

 ৭:০৭ PM     kolkata     No comments   

 

তিনি একজন প্রভাবশালী ষড়যন্ত্রকারী। মুকুল রায়কে সারদা ও নারদ মামলায় গ্রেফতার করা উচিৎ। দলত্যাগ মামলা শেষ হতেই বিস্ফোরক দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

এ দিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মুকুল রায় কোনওদিন দলবদলই করেননি। বিজেপিতেই রয়েছেন তিনি। বিধায়ক পদ নিয়ে অভিযোগ খারিজ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

যাঁরা অভিযোগ করেছিলেন, তাঁরা যথেষ্ট তথ্যপ্রমাণ দিতে পারেননি বলেই দাবি তাঁর।  

২০১৭ সালের নভেম্বরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। কয়েকবছর পর তাঁর ছেলে শুভ্রাংশুও দলবদল করেন। ২০২০ সালে দলের হয়ে ভাল কাজ করার পুরস্কার হিসেবে বিজেপিতে সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পান মুকুল। একুশের বিধানসভা ভোটে প্রায় প্রচার ছাড়াই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বড় ব্যবধানে জেতেন মুকুল রায়। 

এমন সময় এদিন, শুক্রবার টুইট করে, বিধায়ক মুকুল রায়ের গ্রেফতারির দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই বিভিন্ন সময়, বিভিন্ন দলকে ব্যবহার করেছেন তিনি। গত কয়েকদিন ধরেই তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে সরগরম বাংলার রাজনীতি। শীর্ষ নেতৃত্বের মধ্যে ফাটল চোখে পড়ছে। তার মধ্যেই মুকুল রায়কে নিয়ে কুণালের এই দাবি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভাল খবর; প্রায় ৫৫ হাজার নিয়োগের উদ্যোগ; জানুন বিস্তারিত

 ১:০৯ PM     India     No comments   

 

চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। আগামী ২০২২ অর্থবর্ষে প্রায় ৫৫,০০০ ফ্রেশার নিয়োগ করতে চলেছে তথ্য ও প্রযুক্তি সংস্থা ইনফোসিস। সংস্থায় এই মুহূর্তে কর্মরত রয়েছেন ২,৯২,০৬৭ জন কর্মী। যা আগের কোয়াটারের তুলনায় প্রায় ১৩ হাজার বেশি। আগামী কয়েক মাসের মধ্যেই ৫৫,০০০ ফ্রেশার সংস্থার সঙ্গে যুক্ত হলে সংস্থার কর্মী সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাবে। ফলে, যে সকল সদ্য পাশ করা পড়ুয়ারা এই সংস্থায় কাজ করতে ইচ্ছুক, তাঁদের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ।

এই ইস্যুতে ইনফোসিসের সিইও এবং এমডি সলীল পারিখ জানান যে কর্মীদের প্রতিভার বিকাশ ঘটানই সংস্থার প্রধান লক্ষ্য। তিনি বলেন, "এর মাধ্যমে, গ্রাহকদের সকল প্রয়োজন মেটানোর জন্য ইনফসিসের কর্মীদের দক্ষ করে তোলাই আমাদের লক্ষ্য। এছাড়াও, কর্মীদের সমৃদ্ধির দিকে নজর রাখাও আমাদের কর্তব্য। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কর্মচারীদের জন্য ভাল খবর; DA-তে বড় আপডেট

 ১২:৩৫ PM     India     No comments   

 

কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় খবর। কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বকেয়া নিয়ে কেন্দ্রীয় সরকার সূত্রে একটি বড় আপডেট এসেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, মোদী সরকার এককালীন ১৮ মাসের ডিএ বকেয়া দিতে পারে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত আটকে রাখা ডিএ দেওয়ার জন্য ক্রমাগত দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীরা। এমতাবস্থায় সরকারী কর্মচারীরা আশা করেছিলেন যে সরকার ডিএ বকেয়া দেওয়ার বিষয়টি বিবেচনা করবে এবং শীঘ্রই একটি সমাধান বের করবে। এই প্রসঙ্গে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার থেকে দিনে ১২ ঘণ্টা কাজ করতে হবে সরকারি কর্মীদের?

 ১২:২২ PM     India     No comments   

 


বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই বেশকিছু পরিবর্তন এসেছে সাধারণ মানুষের জীবনে। ব্যক্তিগত জীবনের সঙ্গে সঙ্গে কর্মজীবনও পরিবর্তিত হয়েছে। বাড়ি থেকেই কাজ করাকেও নতুন পথ হিসাবে গণ্য করছেন অনেকেই।

তবে করোনা সংক্রমণ কিছুটা কমতেই ফের একবার সরকারি কর্মীদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরইমাঝে এক নতুন জল্পনা শুরু হয়েছিল যে সরকারি কর্মীদের কাজের সময়সীমা ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করে দেওয়া হবে। তবে বৃহস্পতিবারই সংসদে এই ধরনের যাবতীয় জল্পনায় ইতি পড়ল। কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হল যে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কাজের সময়সীমা ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার কোনও পরিকল্পনা নেই। এই ধরনের কোনও সিদ্ধান্ত বিবেচনাও করা হচ্ছে না। করোনার কারণে 'ওয়ার্ক ফ্রম হোম'-র ব্যবস্থা করা হয়েছে, তেমনই আবার অনেক কর্মীরাই অভিযোগও করেছেন যে, বাড়িতে বসে কাজের একাধিক সুবিধা থাকলেও, অন্যতম অসুবিধা হচ্ছে অতিরিক্ত সময় ধরে কাজ করা। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও অনেককেই কাজ করতে হচ্ছে। এরপরই জল্পনা শুরু হয়, করোনার ধাক্কা কাটিয়ে কর্মীরা পুরোপুরিভাবে কাজে ফিরলে কর্মপদ্ধতির সম্পূর্ণ কাঠামোই বদলে ফেলা হবে। শোনা যায়, এবার থেকে সরকারি কর্মীদের কেবল সপ্তাহে চারদিন কাজ করতে হবে, বাকি তিনদিন ছুটি থাকবে। তবে যে চারদিন তারা কাজ করবেন, সেই দিনগুলিতে তাদের কাজের মেয়াদ ৮ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা হবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates