Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

এবার চাকরি হারাতে পারেন ৫ লক্ষ মানুষ!

 ১২:৫৪ PM     India     No comments   

 

শেষ কয়েকমাস ধরে বিজেপি সাংসদ বরুণ গান্ধী বিভিন্ন ইস্যুতে মুখ খুলেছেন। আর এর ফলে বার বার বিতর্কে জড়িয়েছেন এই সাংসদ। কৃষি থেকে মূল্যবৃদ্ধি, একাধিক ইস্যুতে মত প্রকাশ করেছেন তিনি। আর এবার ব্যাঙ্ক ও রেলের বেসরকারিকরণ নিয়ে মুখ খুললেন তিনি। সাংসদের কথায়, কেন্দ্র যে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে, তাতে চাকরি হারাতে পারেন লক্ষ লক্ষ মানুষ।

অন্তত ৫ লক্ষ মানুষ বেকারত্বের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, বেসরকারিকরণের ফলে অবসর নিতে বাধ্য হতে পারেন অন্তত ৫ লক্ষ কর্মী। টুইটে তিনি লিখেছেন, প্রত্যেকটা চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে এক একটি পরিবারের আশা। সরকার আর্থিক সমতা বজায় রাখতে পারবে না বলেও উল্লেখ করেছেন তিনি। এর আগে গত মাসে নিজের কেন্দ্র পিলভিটে গিয়ে মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি মন্তব্য করেছিলেন, দেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বেসরকারিকরণের নামে বিক্রি করে দিচ্ছে সরকার। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নয়া নির্দেশিকা; স্কুলে বসে দিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা

 ১২:৩৫ PM     kolkata     No comments   

 

অফলাইনেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চূড়ান্ত সিলমোহর পড়ে গেল গতকাল। তবে অন্য স্কুলে নয়, নিজেদের স্কুলেই উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীদের। অর্থাৎ 'হোম সেন্টারেই' হবে এবারের পরীক্ষা। আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষা চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

প্রথম থেকেই অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করে আসছিল রাজ্য সরকার এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, জেলাশাসক ও মহকুমা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকেই অফলাইনে পরীক্ষার উপর চূড়ান্ত সিলমোহর পড়ে গিয়েছে। সংসদ সূত্রে খবর, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবছর অফলাইনেই মাধ্যমিক; কাল অ্যাডমিট কার্ড

 ১২:০০ AM     kolkata     No comments   

 

এবছর অফলাইনেই হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। মার্চের সাত তারিখ শুরু হচ্ছে মাধ্যমিক। এপ্রিলের শুরুতে উচ্চ মাধ্যমিক। করোনা আবহে জল্পনা ছিল জোড়া পরীক্ষা ঘিরে। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের পৌরহিত্যে সমস্ত জেলাশাসকদের সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকের পরেই স্পষ্ট হয় প্রায় ১৯ লক্ষ পড়ুয়ার এই জোড়া পরীক্ষা হবে অফলাইনেই। বুধবার ২৩ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে।

অ্যাডমিট কার্ডে যদি কোনও সংশোধনের প্রয়োজন হয়, তা করতে হবে মার্চের ৪ তারিখের মধ্যে। মাধ্যমিক পরীক্ষা দিতে হবে আগের মতোই অন্য স্কুলে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে নিজের স্কুলে। 

প্রসঙ্গত, এবার মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। প্রশ্নপত্র যাতে বাইরে না বেরিয়ে যায় তার জন্য পরীক্ষাকেন্দ্র সংলগ্ন নির্দিষ্ট জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে দুই বোর্ডের তরফে। এই প্রসঙ্গে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য কী ধরনের ব্যবস্থা করা হয়েছে তা নিয়েই মূলত আলোচনা হয়। সেই বৈঠকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয় স্কুল শিক্ষা দফতরের তরফে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয় দুই বোর্ডের তরফে। অতীতেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের একশো মিটারের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। যদিও এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য স্বরাষ্ট্র দফতর। এর পাশাপাশি, প্রতিটি জেলার স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে। এই দিনের বৈঠকে সেই প্রস্তুতি নিয়েই আলোচনা করেন মুখ্য সচিব। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

আদালতে ফের বড় ধাক্কা খেল SSC;পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংযুক্ত করার নির্দেশ

 ১১:৩০ PM     kolkata     No comments   

 

দীর্ঘ টালবাহানার পর শুক্রবার আদালতে স্বীকার করলেন রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (SSC) সিদ্ধান্তেই ভুল ছিল। অবিলম্বে পরীক্ষার্থীদের এক নম্বর সংযুক্ত করার নির্দেশ বিচারপতির। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার বক্তব্য, তাঁরা যাতে প্রাপ্ত নম্বর পাওয়া থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ইতিহাসের শিক্ষক নিয়োগ করা হয়। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেইবছরের ২৭ নভেম্বর।

পরীক্ষার ফলাফল বেরোয় ডিসেম্বরে। এরপর ইতিহাস বিষয়ে মডেল উত্তরপত্র প্রকাশ করে এসএসসি। তাতে দেখা যায় একটি প্রশ্নের উত্তর ভুল রয়েছে। এর ফলে যাঁরা ওই প্রশ্নে সঠিক উত্তর লিখেছিলেন তাঁদের নম্বর কাটা যায়। বিষয়টি মেনে নিয়ে পরে একটি রিভাইসড উওরপত্র প্রকাশ করেছিল কমিশন। বিষয়টি অনেকের চোখ এড়িয়ে গিয়েছিল। তবে পরে চাকরিপ্রার্থীরা জানতে পারেন, সঠিক উত্তর দিয়েও শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য তাঁরা এক নম্বর পাননি। এর পরে চাকরিপ্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন। চলতি বছরে মামলাকারীদের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়। তাঁদের দাবি, স্কুল সার্ভিস কমিশন ১ নম্বর যোগ করলে এবং তা মেধাতালিকায় নথিভুক্ত হলে অনেকেই নিয়োগপত্র পেতে পারেন। কিন্তু কমিশন সেই আবেদন গ্রাহ্য করেনি বলে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন তাঁরা। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী বলেন, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সঠিক উত্তর দিয়েছেন চাকরিপ্রার্থীরা। তা সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি। আবার কমিশনের পক্ষের আইনজীবী জানান, এসএসসির উত্তরপত্রে ভুল ছিল। তবে সেটা অনিচ্ছাকৃত ভুল। মামলাকারীরা যদি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে প্রাপ্ত নম্বর অবশ্যই পাবেন। এরপর উত্তর পত্র যাচাই করে মামলাকারীদের জানাতে স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারিকে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সঠিক উত্তর দিয়ে থাকলে নম্বর বাড়ানোর নির্দেশ দেন তিনি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবারের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে কড়া ব্যবস্থা!

 ৯:৪৩ PM     kolkata     No comments   

 

এবার মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। প্রশ্নপত্র যাতে বাইরে না বেরিয়ে যায় তার জন্য পরীক্ষাকেন্দ্র সংলগ্ন নির্দিষ্ট জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে দুই বোর্ডের তরফে।

এই প্রসঙ্গে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য কী ধরনের ব্যবস্থা করা হয়েছে তা নিয়েই মূলত আলোচনা হয়। সেই বৈঠকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয় স্কুল শিক্ষা দফতরের তরফে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয় দুই বোর্ডের তরফে। অতীতেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের একশো মিটারের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। যদিও এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য স্বরাষ্ট্র দফতর। এর পাশাপাশি, প্রতিটি জেলার স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে। এই দিনের বৈঠকে সেই প্রস্তুতি নিয়েই আলোচনা করেন মুখ্য সচিব। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হোলির আগেই জট কাটবে; বাড়তে পারে ডিএ

 ৮:২৮ PM     India     No comments   

 

পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের মহার্ঘ্যভাতা বা ডিএ নিয়ে বিতর্ক চলছে দীর্ঘ সময় ধরে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই নিয়ে খুব বেশি অভাব অভিযোগ করতে কখনই শোনা যায়নি। কারণ সময়ে অসময়ে কর্মীদের বেতনসহ মহার্ঘ্যভাতা বৃদ্ধির পথে হেঁটেছে কেন্দ্রের সরকার।

ফের একবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভাল খবর। যেসব কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ এরিয়ার বাড়ার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা হোলির আগেই সুখবর পেতে পারেন। খুব সম্ভবত ১৮ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ্যভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, মার্চ মাসে সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পূর্ণ বেতনের পাশাপাশি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ডিএ এরিয়ারের টাকাও তাঁরা পাবেন বলেই জানা গিয়েছে। মনে করা হচ্ছে লেভেল ১-র কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১১,৮৮০ – ৩৭.৫৫৪ টাকা বেতন পেতে পারেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্বস্তির খবর; ফের কমতে পারে ভোজ্য তেলের দাম

 ৫:৩২ PM     India     No comments   

 

বাজারে বিভিন্ন জিনিসের ব্যাপক দামের মধ্যে কিছুটা স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কথা ভেবেই ইন্ডাস্ট্রি বডি সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-এসইএ (Solvent Extractors Association of India-SEA) টিমের সদস্য কোম্পানিগুলিকে ভোজ্য তেলের দাম কমাতে অনুরোধ করেছে বলে জানা গিয়েছে। সংস্থার তরফে প্রতি লিটারে ৩ থেকে ৫ টাকা দাম কমানোর আবেদন করা হয়েছে।

ইতিমধ্যে এই আবেদন জানানো হয়েছে SEA-তরফে। সেখানে বলা হয়েছে, এখনই এই দাম কমাতে। এই নিয়ে দ্বিতীয়বার এমন পদক্ষেপ নিল এসইএ। এর আগে বোর্ডের তরফে ২০২১-এর নভেম্বরে এই একই ধরনের অনুরোধ সদস্য কোম্পানির কাছে করা হয়েছিল। তখন সেই আবেদনে সাড়া দিয়ে একাধিক কোম্পানি প্রতি কেজিতে ৩ টাকা থেকে ৫ টাকা দাম কমিয়েছিল।  

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates