Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

গ্রুপ সি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বাতিল!

 ৪:৫১ PM     kolkata     No comments   


এসএসসি-র গ্রুপ সি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। তার বদলে প্রাক্তন বিচারপতি আরকে বাগের নেতৃত্বাধীন কমিটির হাতেই অনুসন্ধান ভার দিল রাজ্যের সর্বোচ্চ আদালত। গ্রুপ-ডি মামলাতেও এই কমিটিই তদন্ত করছে। আগামী তিন মাসের মধ্যে গ্রুপ-সি মামলায় তদন্ত করে প্রাথমিক রিপোর্ট আদালতকে দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। 

এদিকে, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হল তিন সপ্তাহ।  কিন্তু যাদের যাদের অবৈধভাবে নিয়োগ হয়েছে তা যদি প্রমাণিত হয় তাহলে চাকরির প্রথমদিন থেকে আদালতের নির্দেশ পর্যন্ত যে বেতন তারা পেয়েছেন তা সম্পূর্ণ ফেরত দিয়ে দিতে হবে।

এর পাশাপাশি ২০১৯ সালের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য স্কুল সার্ভিস কমিশনকে তুলে দিতে হবে আদালতের কাছে। আদালতের নির্দেশের আগে এবং পরে কমিশন নির্দেশ পালন করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে মামলার পরবর্তী শুনানি আগামী দুই সপ্তাহ পর। 

বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে বৃহস্পতিবার উঠে আসে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, 'এমন একটি গোপনীয় নথিতে কে স্বাক্ষর করতে পারে। ডিজিটাল স্বাক্ষর! তার পাসওয়ার্ড থাকে। আমরা জানি কি ভাবে স্বাক্ষর করতে হয়। এটা খুব গোপনীয়। আপনি বলছেন এটা করেন নি।

হলফনামা যাই দিন, তথ্য মিথ্যা হয়ে যাবে না। এমন অপব্যবহার হয় কি করে।আমাদের এখনও সন্দেহ আছে কমিশন আইন মত কাজ করছে কিনা!' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আনিস-কাণ্ডে ধুন্ধুমার আমতায়!

 ৪:৩৮ PM     kolkata     No comments   


আইন আইনের পথে চলবে। এই কাণ্ডের সঙ্গে যারা যুক্ত তারা শাস্তি পাবেই। আগেই এমন বার্তা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে বিক্ষোভ এ বার রণক্ষেত্রের চেহারা নিল। বৃহস্পতিবার দুপুরে আনিসের বাবা সালেম খানের নেতৃত্বে আমতা থানার সামনে জড়ো হন বহু মানুষ। মিছিলে ছিলেন ফুরফুরা শরিফের পিরজাদা কাসেম সিদ্দিকিও। সেখানে থানার ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশি ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাতে ধুন্ধুমার বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ।
এ দিন দুপুরে মিছিল করে আমতা থানার সামনে পৌঁছয় বিক্ষোভকারীর দল। এর পরে বিক্ষোভকারীরা থানায় ঢোকার চেষ্টা করে। তাদের বাধা দিতে এগিয়ে আসে পুলিশ। তাতে পুলিশের ব্যারিকেড ধরে টানাটানি শুরু হয়ে যায়। দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। তুলে ফেলে দেওয়া হয় গার্ডরেল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। তাতে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় আমতা থানার সামনে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খণ্ডযুদ্ধের মধ্যে এ দিন আমতা থানার সামনে অবস্থানেও বসেন বিক্ষোভকারীরা। আনিসের পরিবারও নিজেদের দাবিতে অনড়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে নয়া বিতর্ক!

 ৩:২৯ PM     kolkata     No comments   

 

কোভিডের কারণে দু-বছরের বেশি সময় বন্ধ ছিল রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। সম্প্রতি রাজ্যে খুলেছে স্কুল-কলেজ। এবার হোম সেন্টার অর্থাৎ নিজ স্কুলেই পরীক্ষা দিতে পারবে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। প্রায় দু-বছর ধরে চলা কোভিড পরিস্থিতি বিবেচনা করে, পরীক্ষার্থীদের স্বার্থে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নেওয়া এই সিদ্ধান্তের যেমন একাধিক ইতিবাচক দিক রয়েছে, তেমনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না নেতিবাচক প্রভাবের আশঙ্কাও।

অনেকেই অনিয়মের আশঙ্কা করছেন। নিজের স্কুলের পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকে ভাল ফলাফল সুনিশ্চিত করতে শিক্ষকদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সম্ভাবনাই এক্ষেত্রে একমাত্র নেতিবাচক দিক হিসাবে উঠে আসছে। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, "নিজের স্কুলের ছাত্র-ছাত্রীদের একটু বেশি নম্বর পাইয়ে দেওয়ার প্রবণতা থেকে শিক্ষকরা সহযোগিতা করতে পারেন। সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সহজাত প্রবণতায় কেউ কেউ এটা করবেন। আর যে স্কুলের শিক্ষকরা পরীক্ষার নিয়ম কঠোরভাবে পালন করবেন, সেখানকার ছাত্রছাত্রীরা বাড়তি সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হবে। ফলে, একটা বৈষম্য তৈরি হবে।" আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। নিজ স্কুলে পরীক্ষার ক্ষেত্রে অনিয়ম হওয়ার আশঙ্কা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আমরা এই সমস্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল। আমরা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা সকলকে সজাগ থাকার বার্তা দিয়েছি।  আরও কিছু করা যায় কিনা সেটা চিন্তাভাবনা করে দেখছি। এখনও তো হাতে সময় রয়েছে। দেখা যাক।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এসএসসি নিয়োগ দুর্নীতি; আইনি জালে জড়াতে পারেন একাধিক আধিকারিক

 ২:৩২ PM     kolkata     No comments   

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হল তিন সপ্তাহ।  কিন্তু যাদের যাদের অবৈধভাবে নিয়োগ হয়েছে তা যদি প্রমাণিত হয় তাহলে চাকরির প্রথমদিন থেকে আদালতের নির্দেশ পর্যন্ত যে বেতন তারা পেয়েছেন তা সম্পূর্ণ ফেরত দিয়ে দিতে হবে। এর পাশাপাশি ২০১৯ সালের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য স্কুল সার্ভিস কমিশনকে তুলে দিতে হবে আদালতের কাছে। আদালতের নির্দেশের আগে এবং পরে কমিশন নির্দেশ পালন করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে মামলার পরবর্তী শুনানি আগামী দুই সপ্তাহ পর। 

বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে বৃহস্পতিবার উঠে আসে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, 'এমন একটি গোপনীয় নথিতে কে স্বাক্ষর করতে পারে। ডিজিটাল স্বাক্ষর! তার পাসওয়ার্ড থাকে। আমরা জানি কি ভাবে স্বাক্ষর করতে হয়। এটা খুব গোপনীয়। আপনি বলছেন এটা করেন নি।

হলফনামা যাই দিন, তথ্য মিথ্যা হয়ে যাবে না।

এমন অপব্যবহার হয় কি করে।আমাদের এখনও সন্দেহ আছে কমিশন আইন মত কাজ করছে কিনা!' 

প্রসঙ্গত, এর আগে এসএসসি গ্রুপ ডি-তে ভুয়ো নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ৫৭৩টি ভুয়ো নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গ্রুপ ডি-র নিয়োগ অনিয়ম, দুর্নীতিতে ভরা বলেও এ দিন ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি, এই ৫৭৩ জন বেতন বাবদ যে টাকা এতদিন নিয়েছেন, তাও পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।কারণ জনগণের দেওয়া করের টাকাতেই ভুয়ো নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রত্যেকের বেতন হয়েছে বলেও মন্তব্য করেন ক্ষুব্ধ বিচারপতি। কীভাবে টাকা পুনরুদ্ধার হবে, তা প্রতিটি জেলার স্কুল পরিদর্শকরাই ঠিক করবেন বলে জানিয়েছে হাইকোর্ট।মামলাকারীদের অভিযোগ ছিল, ২০১৯ সালের মে মাসে এসএসসি গ্রুপ ডি-র মেধা তালিকার মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ পেরনোর পরেও রাজ্যের বিভিন্ন স্কুলে অসংখ্য নিয়োগ হয়েছে বলে অভিযোগ। এই সংক্রান্ত প্রায় এক হাজার অভিযোগ শুধুমাত্র কলকাতা হাইকোর্টেই দায়ের হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আনিস কাণ্ডে নয়া মোড়; আমতা থানার ওসিকে তলব ভবানী ভবনে

 ২:১৪ PM     kolkata     No comments   

 

আনিস কাণ্ডে ফের নয়া মোড়। এবার আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে তলব করা হল ভবানী ভবনে। এদিন ভবানী ভবনে হাজিরা দেবেন তিনি। সূত্রের খবর, ধৃত হোমগার্ডকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে তলব করা হল ওসিকে। এদিকে বৃহস্পতিবারই আনিস কাণ্ডে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার শুনানি রয়েছে হাই কোর্টে।  

আনিস কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য।

গ্রেফতা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। এরপরই লাগাতার জেরা করা হয় ওই হোমগার্ডকে।  সেখানেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভবানীভবনে তলব করা হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। এর পাশাপাশি আরও কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর। এদিকে মৃত ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার শুনানি রয়েছে হাই কোর্টে। সেখানে এদিন রাজ্যের তরফে জানানো হবে পরিবারের অসহযোগিতার বিষয়টি। পাশাপাশি রাজ্যের তরফে এখনও পর্যন্ত যা যা পদক্ষেপ করা হয়েছে, তা জানান হবে আদালতে বলে সূত্রের খবর। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পড়ুয়াদের জন্য বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর; ৫০ হাজারের বেশি পড়ুয়াকে ঋণ দিচ্ছে সরকার

 ১২:২৪ PM     kolkata     No comments   

 

নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ পড়ুয়াদের হাতে 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' তুলে দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী ঋণের জন্য আবেদন করেছে।

যার মধ্যে ৫০ শতাংশ ছাত্রছাত্রীকেই ঋণ দিচ্ছে  রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঋণ দেওয়ার জন্য ইতিমধ্যে নতুন ৩টি ব্যাঙ্ক রাজি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ব্যাঙ্কগুলোর সঙ্গে বৈঠক করেন।  তারপরই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে যে তারা ছাত্রছাত্রীদের ঋণ দেবে। এর ফলে মোট ১০টি ব্যাঙ্ক থেকে ঋণ পাবে ছাত্রছাত্রীরা। এখনও পর্যন্ত যে ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী ঋণের জন্য আবেদন করেছে, তার মধ্যে ১৪ হাজার পড়ুয়া ক্রেডিট কার্ড পেয়ে গিয়েছে। আরও ১৪ হাজার পড়ুয়ারও  ১০০ শতাংশ নথিপত্র তৈরি করেছে সরকার। তারাও খুব শিগগিরই কার্ড পেয়ে যাবে। তাদের টাকা অনুমোদন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব মণীশ জৈন। আরও ১০ হাজার জনের আবেদন প্রভিশনাল অ্যাপ্রুভাল পেয়েছে। ২২ হাজার ৫০০ জনের আবেদনও গ্রাহ্য করা হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

CBSE-সহ সব বোর্ডের দশম-দ্বাদশের অফলাইন পরীক্ষা বাতিল? যা জানাল সুপ্রিম কোর্ট

 ১১:৫৭ AM     India     No comments   

 


কোনও বোর্ডের দশম ও দ্বাদশের অফলাইন পরীক্ষা বাতিল হচ্ছে না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বরং অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে যে মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। কড়া ভাষায় শীর্ষ আদালত বলেছে, 'এই ধরনের মামলা বিভ্রান্তিকর।
পড়ুয়াদের বৃথা আশা দেখায়।' বুধবার শুনানিতে গত বছর সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেন মামলাকারী অনুভা শ্রীবাস্তব সহায়ের আইনজীবী প্রশান্ত পদ্মানাভন। যে রায়ে করোনাভাইরাস পরিস্থিতিতে বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ার কথা বলা হয়েছিল। যদিও সেই সওয়ালে চিঁড়ে ভেজেনি এদিন। বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সিটি রবি কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, অতীতে কী হয়েছে, তার ভিত্তিতে বর্তমানে ছাড় মিলবে না। গত বছর করোনাভাইরাস মহামারীর বিশেষ পরিস্থিতির (করোনার দ্বিতীয় ঢেউ) বিষয়টি বিবেচনা করে রায় দেওয়া হয়েছিল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates