বেশ কয়েক বছর ধরে নিয়োগকে কেন্দ্র করে একাধিক বিতর্ক। কখনও গ্রুপ সি, গ্রুপ ডি আবার কখনও নবম-দশম শ্রেণি শিক্ষক নিয়োগ কে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। বার বার কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন চাকরিপ্রার্থীদের বড় অংশ। হাইকোর্ট একাধিকবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতি হয়েছে, একাধিকবার সেই অভিযোগ উঠেছে। তার জেরেই এবার স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে সাজাতে চাইছে রাজ্য সরকার।
বুধবার, ৯ মার্চ, ২০২২
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নয়া মোড়; এক চিকিৎসককে তলব
সময় যত যাচ্ছে জটিল হচ্ছে নবম-দশম শ্রেণি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার অসুস্থ, মেডিক্যাল সার্টিফিকেট লিখে দেওয়ায় এবার বেশ বিপাকে চিকিৎসক। এবার তাঁকেই তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টার আদালতে হাজিরার কথা ছিল। তিনি অসুস্থ আছেন। তাই আসতে পারছেন না আদালতে জানান তাঁর আইনজীবী।
বড় উদ্যোগ; সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ
মহিলাদের জন্য বড়সড় উদ্যোগ নিল সরকার। এবার মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ। ত্রিপুরাবাসীর জন্য এমন প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে ত্রিপুরায় ২০০ কোটি ব্যয়ে একটি জাতীয় ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে ত্রিপুরার মেয়ে-মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। একইসঙ্গে এদিন আগরতলায় অমিত শাহ আরও বলেন যে, ৪ বছরে ত্রিপুরাবাসীর মাথা পিছু আয় ১৩ শতাংশ বেড়েছে। শাহ আরও দাবি করেন যে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আগরতলা রেলপথে জুড়েছে। ৫৪২ কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হয়েছে।
রাজ্যপালের বাজেট ভাষণ ঘিরে ধুন্ধুমার, সাসপেন্ড দুই বিজেপি বিধায়ক
চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড দুই বিজেপি বিধায়ক। রাজ্যপালের ভাষণের দিন বারবার ব্যাঘাত ঘটানোর জন্য সাসপেন্ড করা হয়েছে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীকে।
শিক্ষকদের জন্য ভাল খবর; বেতন অনেকটা বাড়বে; পদন্নতি নিয়ে বড় উদ্যোগ
স্টেট এডেড কলেজ টিচার্স বা স্যাক্টদের পদোন্নতির বিষয়ে উদ্যোগ নিল রাজ্য সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ক বেশকিছুপ্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে রাজ্যে। কলেজগুলি কীভাবে স্যাক্টদের তথ্য উচ্চশিক্ষা দফতরে জমা দেবে, সেই সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হচ্ছে।। স্যাক্টরা এই মুহূর্তে দু'টি ভাগে বিভক্ত। যাঁদের ইউজিসি নির্ধারিত যোগ্যতা রয়েছে, তাঁরা স্যাক্ট-১ শ্রেণিভুক্ত।
মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
মুক্ত মীনাক্ষি মুখোপাধ্যায়;উচ্ছ্বসিত বাম নেতা-কর্মীরা
টানা ১০ দিন জেলে থাকার পর, জেল থেকে মুক্তি পেলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা। জেল থেকে বেরিয়ে আত্মপ্রত্যয়ী মীনাক্ষির বার্তা, "বামপন্থীরা আন্দোলনে নামলেই তাঁদের জেলে ভরা হয়। এটাই ঐতিহ্য।"
এসএসকেএমে মদন মিত্র; হতে পারে অস্ত্রোপচার
হাসপাতালে ভরতি তৃণমূলের দাপুটে নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। গলায় টিউমার রয়েছে। কথা বলতে অসুবিধা হচ্ছে। পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে সেই টিউমারের অস্ত্রোপচার হবে। ভোকাল কর্ড নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক।
মঙ্গলবার রাত সাড়ে ন-টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মদন মিত্রকে। উডবার্ন ওয়ার্ডে ভরতি হয়েছেন তিনি।
মদন মিত্র বলেন, "আমার গলায় সমস্যা হচ্ছে। চিৎকার করতে গেলে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে। কষ্ট হচ্ছে।" তিনি আরও বলেন, "সন্ধেবেলা চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত আমাকে ফোন করেছিলেন। বললেন, গলায় একটা টিউমার রয়েছে। সেটা ছড়িয়েও গিয়েছে। বোধহয় ভোকাল কর্ডে সমস্যা হয়েছে।" জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার সকালে হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসবে। তার পর পরীক্ষা-নিরীক্ষা হবে মদন মিত্রের। পরশু সকালে হতে পারে অস্ত্রোপচার।