Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৯ মার্চ, ২০২২

নতুন করে সাজানো হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে; একাধিক আধিকারিক নিয়োগের সম্ভাবনা

 ৬:০১ PM     kolkata     No comments   

বেশ কয়েক বছর ধরে নিয়োগকে কেন্দ্র করে একাধিক বিতর্ক। কখনও গ্রুপ সি, গ্রুপ ডি আবার কখনও নবম-দশম শ্রেণি শিক্ষক নিয়োগ কে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। বার বার কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন চাকরিপ্রার্থীদের বড় অংশ। হাইকোর্ট একাধিকবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতি হয়েছে, একাধিকবার সেই অভিযোগ উঠেছে। তার জেরেই এবার স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে সাজাতে চাইছে রাজ্য সরকার।

অন্তত তেমনটাই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। স্কুল সার্ভিস কমিশনে (SSC) কাজ কীভাবে আরও স্বচ্ছ করা যায় তার জন্য এবার বেশ কয়েকজন আধিকারিককে নিয়োগ করা হতে চলেছে। ইতিমধ্যেই দু'জন আধিকারিককে কমিশনে নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে পাওয়া খবর, ইতিমধ্যেই একজন ল অফিসার ও একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়ে আধিকারিককে নিয়োগ করেছে রাজ্য। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ওএসডি পদে আরও কয়েকজন আধিকারিককে নিয়োগ করা হতে পারটো। যদিও বর্তমানে যাঁরা কাজ করছেন তাঁদের মধ্যে দু'জন আধিকারিকের মেয়াদ চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে। তাদের বদলে এই আধিকারিকদের নিয়োগ করা হচ্ছে নাকি সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু উল্লেখ করা হয় নি। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নয়া মোড়; এক চিকিৎসককে তলব

 ৫:৪৫ PM     kolkata     No comments   

 

সময় যত যাচ্ছে জটিল হচ্ছে নবম-দশম শ্রেণি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার অসুস্থ, মেডিক্যাল সার্টিফিকেট লিখে দেওয়ায় এবার বেশ বিপাকে চিকিৎসক। এবার তাঁকেই তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টার আদালতে হাজিরার কথা ছিল। তিনি অসুস্থ আছেন। তাই আসতে পারছেন না আদালতে জানান তাঁর আইনজীবী।

সেই সঙ্গে মেডিকেল সার্টিফিকেট জমা দেন। কেন এই সার্টিফিকেট? সেটা সরাসরি ওই চিকিৎসক দেবাশিস রায়ের মুখ থেকেই শুনতে চান বলে জানান বিচারপতি। এরপর দেবাশিস রায় নামে ওই চিকিৎসককেই তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন গুরুত্বপূর্ণ মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, "চিকিৎসক যদি বলেন শান্তি প্রসাদের অবস্থা খুব খারাপ, তাহলে অ্যাম্বুলেন্স পাঠিয়ে গ্রিন করিডরের ব্যবস্থা করবে আদালত।" মামলাকারীর অভিযোগ ছিল, মুর্শিদাবাদে অঙ্কের শিক্ষক হিসেবে ছয় জনকে নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি। অভিযোগ, ওই ছয়জনের নাম ছিল মেধা তালিকার অনেকটা নীচের দিকে। সেই ছয়জনের তিনজন গত সোমবার আদালতে হাজির হয়ে জানান, তাঁদের নাম সুপারিশ করা হয়েছিল। তাঁরা সেই চাকরি নেননি বলেও আদালতে জানান। কেউ প্রাথমিক, কেউ বেসরকারি কলেজে কাজ করছেন। আদালত নির্দেশ দেয়, বুধবার ওই তিনজনকে বক্তব্যের সমর্থনে প্রামাণ্য নথি জমা করতে হবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বড় উদ্যোগ; সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ

 ১:৩৮ PM     India     No comments   

 

মহিলাদের জন্য বড়সড় উদ্যোগ নিল সরকার। এবার মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ। ত্রিপুরাবাসীর জন্য এমন প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে ত্রিপুরায় ২০০ কোটি ব্যয়ে একটি জাতীয় ফরেন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

ত্রিপুরায় বিজেপি-IPFT সরকারের চতুর্থ  বর্ষপূর্তি উপলক্ষে একটি সভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন অমিত শাহ। তিনি আরও বলেন, বিপ্লব দেবের সরকারের আমলে ত্রিপুরায় রাজনৈতিক হিংসায় দাঁড়ি পড়ে গিয়েছে। 

উল্লেখ্য, আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে ত্রিপুরার মেয়ে-মহিলাদের জন্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। একইসঙ্গে এদিন আগরতলায় অমিত শাহ আরও বলেন যে, ৪ বছরে ত্রিপুরাবাসীর মাথা পিছু আয় ১৩ শতাংশ বেড়েছে। শাহ আরও দাবি করেন যে কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আগরতলা রেলপথে জুড়েছে। ৫৪২ কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্যপালের বাজেট ভাষণ ঘিরে ধুন্ধুমার, সাসপেন্ড দুই বিজেপি বিধায়ক

 ১:২২ PM     kolkata     No comments   

 

চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড দুই বিজেপি বিধায়ক। রাজ্যপালের ভাষণের দিন বারবার ব্যাঘাত ঘটানোর জন্য সাসপেন্ড করা  হয়েছে পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীকে।

এদিনের অধিবেশনে বিধানসভায় শাস্তির প্রস্তাব আনেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিধানসভায় তুলকালাম কাণ্ড ঘটে। বিধানসভায় রাজ্যপালের ভাষণ পাঠের আগেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। কার্যত ভাষণ না পাঠ করেই রাজ্যপাল বিধানসভা ছাড়েন। অভিযোগ, সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামী সেদিন একেবারে সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। এদিন বিধানসভায় সাসপেনশনের প্রস্তাব নিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায়।  তাঁর সংক্ষিপ্ত অভিযোগ ছিল, ৭ তারিখ অধিবেশন কক্ষে কাজে বিঘ্ন ঘটিয়েছিলেন সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামী। এরপরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ধ্বনি ভোটের মাধ্যমে দু'জনকে সাসপেন্ড করেন। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শিক্ষকদের জন্য ভাল খবর; বেতন অনেকটা বাড়বে; পদন্নতি নিয়ে বড় উদ্যোগ

 ১:০৫ PM     kolkata     No comments   

স্টেট এডেড কলেজ টিচার্স বা স্যাক্টদের পদোন্নতির বিষয়ে উদ্যোগ নিল রাজ্য সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ক বেশকিছুপ্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে রাজ্যে। কলেজগুলি কীভাবে স্যাক্টদের তথ্য উচ্চশিক্ষা দফতরে জমা দেবে, সেই সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হচ্ছে।। স্যাক্টরা এই মুহূর্তে দু'টি ভাগে বিভক্ত। যাঁদের ইউজিসি নির্ধারিত যোগ্যতা রয়েছে, তাঁরা স্যাক্ট-১ শ্রেণিভুক্ত।

আর যাঁদের সেই যোগ্যতা নেই, তাঁরা রয়েছেন স্যাক্ট-২ শ্রেণিতে। তবে, ইতিমধ্যে বহু স্যাক্ট-২ শ্রেণিভুক্ত শিক্ষক ইউজিসি যোগ্যতামান অর্জন করেছেন নেট বা সেটে উত্তীর্ণ হয়ে। তাঁদের স্যাক্ট-১ শ্রেণিতে উন্নীত করার কাজ শুরু হয়েছে। এতে তাঁদের বেতনও অনেকটা বাড়বে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এদিন একাধিক দাবি পেশ করে শিক্ষাসচিবকে চিঠি দিয়েছে স্যাক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সাধারণ সম্পাদক গোপালচন্দ্র ঘোষ দাবি করেছেন, এখনও জোর করে স্যাক্টদের বাড়তি খাটাচ্ছে অধিকাংশ কলেজ। তাঁদের প্রভিডেন্ট ফান্ডও চালু করার নির্দেশ হয়নি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

মুক্ত মীনাক্ষি মুখোপাধ্যায়;উচ্ছ্বসিত বাম নেতা-কর্মীরা

 ১১:২৫ PM     kolkata     No comments   

 

টানা ১০ দিন জেলে থাকার পর, জেল থেকে মুক্তি পেলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা। জেল থেকে বেরিয়ে আত্মপ্রত্যয়ী মীনাক্ষির বার্তা, "বামপন্থীরা আন্দোলনে নামলেই তাঁদের জেলে ভরা হয়। এটাই ঐতিহ্য।"

মঙ্গলবার লড়াকু বাম যুবনেত্রীর মুক্তির পর তাঁকে নিয়ে রাসবিহারীতে মিছিলের পরিকল্পনা করেছিলেন ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের সদস্যরা। আর সেই মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতায়। গত ২৬ ফেব্রুয়ারি আনিস খানের হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবিতে পথে নেমেছিল DYFI এবং SFI। হাওড়ার পাঁচলায় এসপি অফিস অভিযান করে তাঁরা। সেই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় পাঁচলায়। তার পরই মীনাক্ষি-সহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। আইনি লড়াইয়ের পর অবশেষে সোমবার তাঁদের জামিন মঞ্জুর করে হাওড়া কোর্ট। কিন্তু তার পর আর সময় ছিল না। তাই মঙ্গলবার দুপুরে আলিপুর সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেলেন মীনাক্ষি। তাঁকে নিয়ে রাসবিহারীতে মিছিলের পরিকল্পনা করেছিলেন ডিওয়াইএফআই এবং এসএফআইয়ের সদস্যরা। আর সেই মিছিল গিরে ধুন্ধুমার বেঁধে যায় রাসবিহারীর মুখে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এসএসকেএমে মদন মিত্র; হতে পারে অস্ত্রোপচার

 ১১:১৫ PM     kolkata     No comments   

 

হাসপাতালে ভরতি তৃণমূলের দাপুটে নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। গলায় টিউমার রয়েছে। কথা বলতে অসুবিধা হচ্ছে। পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে সেই টিউমারের অস্ত্রোপচার হবে। ভোকাল কর্ড নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিধায়ক।  

মঙ্গলবার রাত সাড়ে ন-টা নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় মদন মিত্রকে। উডবার্ন ওয়ার্ডে ভরতি হয়েছেন তিনি।

হাসপাতালে ঢোকার সময় বিধায়ক নিজেই নিজের অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানান। 

মদন মিত্র বলেন, "আমার গলায় সমস্যা হচ্ছে। চিৎকার করতে গেলে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে। কষ্ট হচ্ছে।" তিনি আরও বলেন, "সন্ধেবেলা চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত আমাকে ফোন করেছিলেন। বললেন, গলায় একটা টিউমার রয়েছে। সেটা ছড়িয়েও গিয়েছে। বোধহয় ভোকাল কর্ডে সমস্যা হয়েছে।" জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার সকালে হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসবে। তার পর পরীক্ষা-নিরীক্ষা হবে মদন মিত্রের। পরশু সকালে হতে পারে অস্ত্রোপচার। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates