Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

SSC মামলায় ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ; রাজনৈতিক রং না দেখে কড়া পদক্ষেপ নেবে সিবিআই

 ১২:৪৪ PM     kolkata     No comments   

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিযুক্ত ৯৮ জনের নিয়োগ নিয়েই অভিযোগ উঠেছিল আগেই। ওই নিয়োগের ক্ষেত্রে কারা সুপারিশ করেছে, তা এখন আদালতের কাছে স্পষ্ট নয়। সেই মামলায় এবার ৯৮ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এসএসসি-র নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে ওই ৯৮ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।

এর পাশাপাশি, এই নিয়োগের সঙ্গে যুক্ত আধিকারিকদের যাতে সিবিআই জিজ্ঞাসাবাদ করে, সেই নির্দেশও দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। দুর্নীতি এসএসসি-র রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। এমন অভিযোগ সামনে আসায় শিকড় খুঁজে বের করতে তৎপর হয়েছে আদালত। আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় সংস্থা গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে। আর এবার আরও একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিল আদালত। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

একাধিক হেভি-ওয়েটের নাম জড়াতে পারে; SSC-র উপদেষ্টার বাড়িতে সিবিআই তল্লাশি

 ১২:২৭ AM     kolkata     No comments   

 


আদালতের নির্দেশের পরই সিবিআই তৎপরতা। বৃহস্পতিবার রাতেই সিবিআইয়ের একটি দল সার্ভে পার্ক থানা এলাকায় এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে হাজির হন। সেখানে তল্লাশি চালানো হয়। এদিন সকালেই তাঁকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টে বিচারপতি।  

মূলত তল্লাশির জন্যই সিবিআই এসএসসির প্রাক্তন উপদেষ্টার বাড়ি যায়।

কিন্তু তাঁকে সেখানে পাওয়া যায়নি। এই তল্লাশির নির্দেশ আজ সকালেই পায় তদন্তকারী সংস্থা। সেই মতই সিবিআইয়ের আধিকারিকরা সেখানে হাজির হন বলে জানা গিয়েছে। গ্রুপ-ডিতে ৯৮ জন কর্মী নিয়োগ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এদিনই শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের তরফ থেকে বলা হয়, আজ রাত ১২ টার মধ্যেই এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাতে হবে। তারপরই তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হল। তবে এদিন বিচারপতি জানাননি জেরার পরে তাঁকে গ্রেফতার করা যাবে কি না। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বড় খবর; কবে বেরোবে রেজাল্ট? জানাল পর্ষদ

 ১০:০১ PM     kolkata     No comments   

 

করোনা আবহেই নির্বিঘ্নে শেষ হয়েছে এ বারের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পর্ষদ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ হবে। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বলেন, "সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৯০ দিনের মধ্যে আমরা মাধ্যমিকের ফল প্রকাশ করব।"

সূত্রের খবর, ২৮ এপ্রিলের মধ্যেই প্রধান পরীক্ষকের নম্বর-সহ উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। শিক্ষক-শিক্ষিকাদের কত দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করে জমা দিতে হবে তাও ইতিমধ্যেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে একপ্রকার বলাই যায়, পর্ষদ যে সময় নির্ধারণ করেছিল, সে সময়ের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।

প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ৭ মার্চ থেকে। পরীক্ষা চলাকালীন কয়েকজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। প্রসঙ্গত, পরীক্ষা শুরুর আগেই মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছিল প্রশ্নপত্র যাতে বেরিয়ে না যায় তার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হবে নির্দিষ্ট কিছু পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায়। যদিও পরে আদালতের নির্দেশ দেয় ইন্টারনেট বন্ধ করা যাবে না। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রশান্ত কিশোরকে নিয়ে নয়া জল্পনা!

 ৯:৫১ PM     India     No comments   

 

প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা Ipac-এর ভবিষ্যৎ পরিকল্পনা কী তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে জোরকদমে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ভোটকুশলী প্রশান্ত কিশোরের একের পর এক পদক্ষেপে জোর জল্পনা জাতীয় রাজনীতিতে।

কখনও কেসি আর-এর সঙ্গে বৈঠক তো কখনও সোনিয়া-রাহুল। আবারও কোন ধমাকার পথে ভারতের সবথেকে জনপ্রিয় ভোটকুশলী PK সেই উত্তর খুঁজছে রাজনৈতিক মহলের একাংশ। জাতীয় রাজনীতিতে জোর শোরগোল প্রশান্ত কিশোরের আগামীর অভিমুখ হাতশিবির। চলতি বছরের শেষে গুজরাট বিধানসভার ভোট। পাঁচ রাজ্যের ভোটে মুখ পোড়ার পর কোণঠাসা হাত শিবির প্রশান্ত কিশোরের আঙুল ধরেই ঘুরে দাঁড়ানোর মরিয়া। এমন খবর সূত্রের। মোদী অমিত শাহের রাজ্যেই বাজিমাত করতে PK-এর ভোট স্ট্র্যাটেজিতেই ভরসা রাখছে কংগ্রেস হাইকম্যান্ড। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সলমনের ফার্মহাউজে চলত অসাধু কাজ: আদালত

 ৯:৪০ PM     Entertainment     No comments   

কেরিয়ারে শুরু থেকেই সলমন খানের নামে বহু মামলা আদালতে দায়ের হয়েছে। তবে এই খবর সলমন ও তাঁর ফার্মহাউজের বিরুদ্ধে ওঠা ভয়ঙ্কর অভিযোগ নিয়ে। যার বিরুদ্ধে মুম্বই আদালতে মানহানির মামলাও করেছিলেন সলমন খান। এবার সলমনের সেই আবেদনকেই সরাসরি খারিজ করল আদালত।

সম্প্রতি কেতন কক্কর নামে এক ব্যক্তি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলেন, সলমনের পানভেলের ফার্মহাউজে প্রকাশ্যে বেআইনি কার্যকলাপ ঘটে। এমনকী, কেতনের কথায়, সলমন নাকি এই ফার্মহাউজ থেকে শিশুপাচার করেন।

এর পাশাপাশি, কেতনের অভিযোগ এই ফার্মহাউজে নাকি বহু বলিউড অভিনেতাদের মৃতদেহ পোঁতা রয়েছে। 

কেতনের এই অভিযোগের বিরুদ্ধেই মুম্বই আদালতে মানহানির মামলা করেন সলমন খান। সলমনের আইনজীবীর কথা অনুযায়ী, কেতন অভিনেতার খামারবাড়ির পাশে জমি নেওয়ার চেষ্টা করেছিলেন। জমির লেনদেন অবৈধ হওয়ায় তা বারবার বাতিল হচ্ছিল। সেই কারণেই সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে শুরু করেন।

কেতনের আইনজীবীর কথায়, কেতন অবসরের পরে পানভেলে থাকতে চান বলেই জমি কিনেছিলেন। সেই কারণেই ১৯৯৬ সালে জমিটি নিয়েছিলেন। গত ৭-৮ বছর ধরে সলমন ও তাঁর পরিবার কেতনের জমিতে নিজেদের অধিকার দাবি করে আসছে। এমনকী, বেআইনিভাবে জবরদখল করারও চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন কেতন। 

কেতনের এসব অভিযোগের ভিত্তিতেই সলমন, কেতনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। বৃহস্পতিবার আদালত সলমনের সেই আবেদনই খারিজ করে দেয়। মুম্বই আদালত জানিয়েছে, কেতন কক্করের কাছে থাকা প্রমাণগুলি সঠিক। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

স্বস্তির খবর; আজ মধ্যরাত থেকেই উঠছে রাজ্যের সমস্ত কোভিড বিধিনিষেধ

 ৯:১৫ PM     kolkata     No comments   

 

অবশেষে স্বস্তির খবর রাজ্যে। প্রায় ২ বছর পর করোনার বিধিনিষেধ উঠছে রাজ্য থেকে। শুক্রবার মধ্য রাত থেকেই উঠে যাচ্ছে করোনার সমস্ত বিধিনিষেধ। তবে বাকি বিধি উঠে গেলেও মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার চালিয়ে যেতে হবে বলে জানান হয়েছে। বৃহস্পতিবারই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন থেকে।

সেখানে বলা হয়েছে, কোভিডের পরিস্থিতির উপর নজর রেখে সময় উপযোগী সমস্ত পদক্ষেপই করা হয়েছে। ২০০৫ অতিমারি আইন মেনে বিধিনিষেধ জারি বা তা শিথিল করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের জারি করা কোভিড বিধি বলবৎ থাকছে। ১ এপ্রিল মধ্যরাত থেকেই তা উঠে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির স্টেট এক্সিকিউটিভ কমিটি বর্তমান কোভিড পরিস্থিতির মূল্যায়ণ করেছে। তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এখনই মাস্ক বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বন্ধ করা যাবে না। যে সমস্ত জায়গায় জনসমাগম হয়, সেসব জায়গায়ও স্যানিটাইজেশনের কাজ চলবে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

উচ্চ মাধ্যমিক পরীক্ষা; একগুচ্ছ নতুন পরিকল্পনা

 ৬:৩৮ PM     kolkata     No comments   

 

আগামী ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, এই প্রথম নিজের স্কুলেই পরীক্ষা দেবেন পড়ুয়ারা। এবারের উচ্চমাধ্যমিকে ৭ লক্ষ ৪৫ হাজার পরীক্ষার্থী, ২৭ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। 

করোনার কারণে জেরে আগের বছর হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর অতিমারী পরিস্থিতিতে এবারই প্রথম নিজের স্কুল বা হোম সেন্টারে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

বৃহস্পতিবার একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করল সংসদ। শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এ বছর প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে। পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁরা। 

১। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ভেন্যু সুপার ভাইজার, সেন্টার ইনচার্জ, বিশেষ পর্যবেক্ষক ছাড়া কেউ মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। 

২। পরীক্ষার হলে দু-জন করে পরিদর্শক নিয়োগ করা হবে।  

৩। সংসদ জানিয়েছে, যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ওই বিষয়ের শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব দেওয়া যাবে না। 

৪। পুলিশের উপস্থিতিতে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। 

৫। টোকাটুকির খবর এলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংসদ। 

এর পাশাপাশি সংসদ জানিয়েছে, সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিডিও রেকর্ডিংয়ের কথাও মাথায় রাখা হচ্ছে। এ দিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এবার প্রথম হোম সেন্টারে হচ্ছে। মোবাইল নিয়ে ঢোকা যাবে না। পেপার লিকের বিষয়ে সতর্ক থাকতে হবে স্কুল গুলিকে। 

প্রসঙ্গত, এ বছর ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক। এই পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। পরীক্ষায় বসতে চলেছেন বেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসবেন। সকাল ১০ থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করেছে সংসদ। সেই নম্বরটি হল-০৩৩২৩৩৭০৭৯২ 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates