শেষ পর্যন্ত আস্থা ভোটে হারলেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি থেকে সরলেন ইমরান খান। আস্থা ভোটে সব ভোট পড়েছে ইমরানের বিরুদ্ধে। পাকিস্তান পার্লামেন্টের জাতীয় পরিষদে স্পিকার আসাদ কায়সার অন্তত চারবার অধিবেশন মুলতবি করেছিলেন।
শেষ পর্যন্ত আস্থা ভোটে হারলেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি থেকে সরলেন ইমরান খান। আস্থা ভোটে সব ভোট পড়েছে ইমরানের বিরুদ্ধে। পাকিস্তান পার্লামেন্টের জাতীয় পরিষদে স্পিকার আসাদ কায়সার অন্তত চারবার অধিবেশন মুলতবি করেছিলেন।
ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশে ১,১৫০ জন নতুন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩ জন মৃত্যু হয়েছে। এর ফলে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৩০,৩৪,২১৭-য়।
শিক্ষক নিয়োগ ঘিরে জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। ব্যক্তিগত কারণ দেখিয়ে এসএসসি-র শিক্ষক নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন।
ডিভিশন বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডন সরে দাঁড়ানোয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে আবেদন জানায় রাজ্য। এর পর মামলাটি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি। সম্ভবত সেই বেঞ্চেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
একসময় মাওবাদীদের নিরাপদ ডেরা হিসেবে পরিচিত ছিল জঙ্গলমহল। ওই এলাকায় মাওবাদীদের হাতে মৃত্যু হয়েছে বহু সাধারণ মানুষের। পরে আতঙ্কের ছবিটা কিছুটা বদলালেও, আবারও ফিরছে আতঙ্ক। ওই সব এলাকায় গত কয়েকদিন ধরে যে ভাবে পোস্টার দেখা গিয়েছে তাতে মাওবাদী সংগঠন যে আবারও মাথাচাড়া দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে বৃহস্পতিবারই ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে বেলপাহাড়িতে।
কেন্দ্রের শিক্ষানীতি মেনে আর চলবে না পশ্চিমবঙ্গ সরকার। সেই কারণে নিজস্ব শিক্ষা নীতি তৈরির উদ্যোগ নিল নবান্ন। নতুন নীতি তৈরি করতে ইতিমধ্যে ১০ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাতেও এবার কেন্দ্র-রাজ্য সংঘাত প্রকাশ্যে চলে এল বলে মনে করছে শিক্ষা মহল। সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি সহ ১০ জনকে নিয়ে সেই কমিঠি তৈরি করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। ইতিমধ্যে শিক্ষানীতিতে বেশ কিছু বদলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তৈরি হয়েছে ২০২০-র নয়া শিক্ষানীতি। কিন্তু সেই নীতির বিরোধিতা করেছে অনেক রাজ্যেই।
সম্প্রতি নয়া শিক্ষানীতি এনেছে কেন্দ্র। আর সেই নীতি মেনে বিশ্ববিদ্যাল মঞ্জুরী কমিশন একের পর এক গাইডলাইন পাঠিয়ে চলেছে। সে সব গাইডলাইন মানা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল এ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। আর এবার নিজেদের শিক্ষানীতি তৈরি করতে চলেছে রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকেও ওই কমিটিতে রাখা হয়েছে। এখনও পর্যন্ত এই কমিটির কোনও বৈঠক হয়নি। জানা গিয়েছে, কেন্দ্রে গাইডলাইন খতিয়ে দেখে নিজেদের পৃথক নীতি তৈরি করা হবে বলে জানা গিয়েছে।
ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। এবার বগটুই গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের তদন্তভারও সিবিআই-এর হাতেই তুলে দিল আদালত। এতদিন হাইকোর্টের নির্দেশে শুধুমাত্র বগটুই গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করছিল সিবিআই।
মুল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করছে না। তাঁর মতে, মূল্যবৃদ্ধি কমাতে বাজারগুলিতে অভিযান চালানো উচিত কেন্দ্রের। আলু, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় সবজির দাম কমানোর পাশাপাশি, রমজানের কথা মাথায় রেখে আরও কিছু সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
সকাল ৮ টা থেকে ১১ টা ও বিকেলে ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা প্রতিটি বাজারে সুফল বাংলার গাড়ি থাকবে। সেখান থেকেই কম দামে কেনা যাবে জিনিসপত্র।
আলু- মমতা জানান, মিড ডে মিলের জন্য যে আলু লাগে, তা কৃষকদের থেকে কিনে নেবে সরকার। আর সুফল বাংলায় ২২ টাকা কেজি দরে যে আলু বিক্রি করা হচ্ছে, তা কমিয়ে ২০ টাকা করা হবে বলে প্রথমে জানান তিনি।
কলা- কাঁচা কলা, পাকা কলা সবই সরকার যাতে বেশি করে কিনে নেয়, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কলা সবার লাগে, ছোটদের লাগে, হিন্দুদের লাগে, মুসলিমদের লাগে, শিখদেরও লাগে।' মমতা জানান, বাজারে সিঙ্গাপুরি কলা ৬০-৭০ টাকা প্রতি ডজন দরে বিক্রি হচ্ছে, সেটা সুফল বাংলা থেকে ২৫ টাকা প্রতি ডজন দরে দেওয়া হবে। পাকা পেঁপে- বর্তমানে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হয় সুফল বাংলায়। সেটা ৪৫ টাকা করে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তরমুজ- সুন্দরবনের কৃষকদের থেকে তরমুজ কিনে নেওয়া হবে বলে জানান মমতা। বর্তমানে ২৯ টাকা করে এই ফল বিক্রি হচ্ছে, সেটাই কমিয়ে ২৫ টাকা করে দেওয়ার কথা বলেন মমতা।
পেঁয়াজ- ২২ টাকা কেজি দরে সুফল বাংলায় বিক্রি হয় পেঁয়াজ, আর সাধারণ বাজারে ২৫ টাকায়। সেটা কমিয়ে ২০ টাকা করে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, পেঁয়াজ দু রকমের হয়- নাসিকের ও সুখসাগর। সুখসাগর পেঁয়াজ চাষ হচ্ছে বাংলায়। সুখসাগর পেঁয়াজ ১৫ টাকা কেজি দরে বিক্রি করার কথা বলেছেন তিনি।
পাশাপাশি, আদা-রোশন, বাঁধাকপি, ফুলকপি, কাঁচা ছোলা সুফল বাংলায় অপেক্ষাকৃত কম দামে বিক্রি করার কথা বলেন মমতা। যাতে কেউ একসঙ্গে অনেক জিনিস কিনে নিয়ে না চলে যেতে পারেন, তার জন্য পরিমান বেঁধে দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।সুফল বাংলায় খেঁজুর রাখা বাধ্যতামূলক। এদিনের বৈঠক শেষে এ কথা জানিয়ে দিলেন মমতা। কারণ রমজান মাসে ইসলাম রীতি অনুযায়ী, রোজা ভাঙতে একটা খেঁজুর খেতেই হয়।