টুইটারে নিজের গুরুত্বপূর্ণ মতামত রাখলেন এই বিজেপি নেতা। মঙ্গলবার তিনি লিখেছেন, 'আমার ব্যক্তিগত অভিমত লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সহজে পেয়েছেন। এর প্রভাব পড়েছে ভোটারদের ওপর।'
তবে এরই সঙ্গে আরও একটি টুইট করেছেন যেখানে রাজ্যের শাসক দলের ‘'সন্ত্রাসের' কথা তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘'এছাড়াও গত বছর ভোট-পরবর্তী হিংসার পরের পরিস্থিতি ভোটারদের মধ্যে ভয় তৈরি করেছে। তাঁরা পশ্চিমবঙ্গে বিরোধী দলকে ভোট দেওয়ার সাহসও দেখাতে পারছেন না।'






