শিক্ষকদের বদলির ক্ষেত্রে 'দূরত্বই' প্রধান মাপকাঠি। এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষকের বাড়ি ও স্কুলের 'দূরত্বই' অন্যতম বিবেচিত বিষয়। দূরত্বের পর বাকি বিষয়গুলি বিবেচনায় আসতে পারে।
সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
SSKM থেকে ছাড়া পেতেই অনুব্রতকে ফের সিবিআই-এর তলব!
১৭ দিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আর এর কয়েক ঘন্টার মধ্যে ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এই নেতাকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকালই SSKM থেকে ছাড়া পেয়েছেন এই নেতা। আপাতত তাঁকে 'বেড রেস্ট'-এ থাকতে বলেছিলেন চিকিৎসকরা।
গত ৬ এপ্রিল বোলপুর থেকে কলকাতা আসার পথে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভরতি হন অনুব্রত। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করে একাধিক শারীরিক পরীক্ষানিরীক্ষা করা হয়। টানা ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। শুক্রবার সন্ধেবেলা অবশেষে হাসপাতাল থেকে ছুটি হয়েছে তাঁর।
চোখ রাঙাচ্ছে করোনা, স্কুল পড়ুয়াদের জন্য নয়া গাইডলাইন
স্বস্তি দিয়ে দেশের দৈনিক করোনা গ্রাফ নেমে গিয়েছিল হাজারের নিচে। ক্রমশ একটু একটু করে অ্যাকটিভ কেস কমতে থাকায় ফিরছিল স্বস্তি। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। দিল্লিতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর ফলে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৫২৭ জন। গতকাল যা ছিল আড়াই হাজারের কম। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ৪২ জন। তবে এর মধ্যেও খোলা স্কুল। তাই পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে জারি হয়েছে নয়া গাইডলাইন।
দিল্লিতে করোনা চোখ রাঙানোয় সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে। বর্তমানে অ্যাকটিভ কেস ১৫ হাজার ৭৯। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ০.৫৬ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৫০ শতাংশ। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৩ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানীতেই মৃত্যু হয়েছে দু-জনে। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ১৪৯।
শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ! সিবিএসই দশম, দ্বাদশের দ্বিতীয় টার্মের পরীক্ষা কি বাতিল হতে পারে?
ফের বাড়ছে করোনা সংক্রমণ। আবারও আশংকা তৈরি হচ্ছে সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা ঘিরে। আগামী সপ্তাহেই এই পরীক্ষাগুলি শুরু হওয়ার কথা।
গত কয়েক দিন ধরে দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা-সহ বেশ কিছু রাজ্যে নতুন করে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ।
তবে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় একাংশের পড়ুয়া এবং অভিভাবকরা পরীক্ষা বাতিলের আবেদন জানাচ্ছেন। এমসিকিউ প্যাটার্ন, হোম সেন্টার এবং অন্যান্য বিকল্প পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা বাতিল করার জন্য সোশ্যাল মিডিয়ায় আর্জি জানাচ্ছেন তাঁরা।
হাসপাতালে অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়!
হাসপাতালে পরান বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই তাঁর চোখের সমস্যা ভুগছেন তিনি। আর সেই কারণেই শুক্রবার সকালে শংকর নেত্রালয়ে পৌঁছেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। এদিনই তাঁর চোখে একটি ইনজেকশন পুশ করা হয়েছে।
পার্থর কথায়, "বাবার তো গ্লুকোমা রয়েছে। তাই চোখে সমস্যা হয়। সেরকম সিরিয়াস কিছু হয়নি। শুক্রবার সকালে শংকর নেত্রালয়ে নিয়ে এসেছিলাম বাবাকে। অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে একটি ইনজেকশন দেওয়া হয়েছে। বর্তমানে বাবা ভালো আছেন। আজই ওঁকে নিয়ে ফিরব।"
উল্লেখ্য, প্রীতম সরকারের নতুন ছবি 'সৎ ভূত অদ্ভুত' ছবিতে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়। ওই সিনেমায় তাঁকে ভূতের রাজার চরিত্রে দেখা গিয়েছে। এদিনই ছবির আনুষ্ঠানিক ঘোষণা ছিল। কিন্তু, এই অসুস্থতার জেরে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি পরান।
বঙ্গ বিজেপির কোন্দল থামাতে কড়াবার্তা; দিলীপকে তলব দিল্লিতে
নির্বাচনে পরাজয়ের পর থেকে বঙ্গ বিজেপিতে মধ্যে অশান্তি ক্রমশ বেড়েই চলেছে। এবার সেই অশান্তি বন্ধ করতে কড়া বার্তা এল দিল্লি থেকে। বিজেপি সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে।
এদিকে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে দু-একদিনের মধ্যে দিল্লিতে তলব করা হয়েছে। জানা গিয়েছে, গতকাল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তিনি, সেই নিয়েই কথা বলতে তাঁকে দিল্লিতে ডেকে পাঠান হয়েছে। বিষয়টি যে কেন্দ্রীয় নেতারা ভালোভাবে দেখছেন না, তা স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে গেরুয়া শিবিরের একাংশ। কিন্তু প্রশ্ন উঠছে যে বঙ্গ বিজেপিতে আচমকা কোন্দল কেন প্রকাশ্যে চলে আসছে বারবার ? জেলায় জেলায় আদি-নব্য বিজেপির মধ্যে লড়াই চলছে । অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের কেন দায়িত্ব দেওয়া দেওয়া হচ্ছে না ? তাহলে কি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর অনাস্থা তৈরি হচ্ছে দলে ? সেই কারণেই কি সুকান্ত মজুমদারের প্রতি প্রকাশ্যে অনাস্থা প্রকাশ করছেন দিলীপ ঘোষ ? প্রশ্ন অনেক। কিন্তু উত্তর নেই। কারণ, উত্তর দিতে গেলেই কোন্দলের পরিমাণ আরও বাড়বে।
জামিন পেলেন লালুপ্রসাদ যাদব!
অবশেষে ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন আরজেডি সুপ্রিমো এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারি সহ আরও পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত তিনি। শুক্রবার বেশ কিছু শর্তে তাঁকে জামিন দেয় হাইকোর্টের বিচারপতি অপরেশকুমার সিংহের বেঞ্চ। ঝাড়খণ্ড হাইকোর্টে এদিন শুনানি ছিল এই গুরুত্বপূর্ণ মামলার। শেষমেশ তাঁকে বড়োসড়ো স্বস্তি দিল আদালত।
বিচারপতি অপরেশকুমার সিংহের বেঞ্চ ডোরন্ডা ট্রেজারি থেকে বেআইনি টাকা তোলার মামলায় অভিযুক্ত লালুপ্রসাদ যাদবের জামিনের আবেদনের শুনানি করে।
আদালতের পর্যবেক্ষণে বলা হয় , লালুপ্রসাদ যাদব প্রায় ৪০ মাস জেলে কাটিয়েছেন, যা মোট সাজার অর্ধেক মাসেরও বেশি (মোট সাজা ৬০ মাস)। তবে লালুর জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। যদিও সিবিআই-এর যুক্তি, ডোরন্ডা ট্রেজারি মামলায় আদালতের দেওয়া পাঁচ বছরের সাজার অর্ধেকও খাটেননি লালু। সেই যুক্তি খারিজ করেন বিচারপতি। এখনও পর্যন্ত তাঁর কারাগারে থাকার পূর্ণাঙ্গ নথিপত্র পরীক্ষা করে আদালত। এর পর জামিনের সুবিধা দেওয়া হয়।






