আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এবার গরম থেকে রেহাই দিতে বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতা। সম্ভবত আগামী সপ্তাহের শুরুতেই কলকাতায় বৃষ্টি হতে পারে। আগামী ১ থেকে ৩ মে-র মধ্যে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
কংগ্রেসে নাম লেখাচ্ছেন না পিকে!
ফের আশাহত হতে হল কংগ্রেসকে। তাঁদের প্রস্তাব ফেরালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফেরালেন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে দলকে ঘুরে দাঁড়াতে প্রশান্তর দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু দলীয় সূত্রে খবর, কোনও রকম হস্তক্ষেপ ছাড়া স্বাধীন ভাবে কাজ করার শর্ত দেন প্রশান্ত। তাতে রাজি হননি দলের একটা বড় অংশ। তাতেই কংগ্রেসে যোগ দিতে রাজি হননি প্রশান্ত।
গত কয়েক সপ্তাহ ধরে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছিল প্রশান্তর।
হাঁসখালি গণধর্ষণ-কাণ্ড; সিবিআইয়ের জালে মূল অভিযুক্তের বাবা
হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডে জড়িত সন্দেহে সিবিআইয়ের জালে আরও এক। ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাবা অর্থাৎ, পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালিকে মঙ্গলবার আটক করে নিজেদের অস্থায়ী ক্যাম্পে নিয়ে এল সিবিআই।
গ্র্যাচুইটি প্রাপ্য অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়কদের: সুপ্রিম কোর্ট
অঙ্গনওয়াড়ি কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শীর্ষ আদালতের। এই ইস্যুতে আদালত জানিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়করাও সুস্থ এবং নিরাপদ জীবনের অধিকারী। ভাল ভাবে বাঁচার অধিকার তাঁদেরও আছে।
আদালত জানিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের জন্য উন্নত কাজের পরিবেশ কাম্য। তাই তাঁদের ক্ষেত্রেও ১৯৭২ সালের পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইন প্রযোজ্য। তাঁরা যাতে সবরকম সুযোগ সুবিধা পান, তার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
স্কুল খোলা রাখা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের!
তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী। বেশি সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। রোদ মাথায় নিয়ে স্কুলে গিয়ে ও স্কুল থেকে ফিরতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এই আবহে অভিভাবকদের একাংশ গরমের ছুটি এগিয়ে নিয়ে আনার দাবি জানিয়েছেন। যদিও সেই দাবি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি স্কুল শিক্ষা দফতর।
সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু-দিন্দা!
বিজেপির অন্দরের ক্ষোভ ক্রমেই বাড়ছে। প্রকাশ্যে চলে আসছে এক নেতার সঙ্গে অন্যের মত পার্থক্য। এরই মধ্যে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা পদাধিকারীদের হোয়াটস্ অ্যাপ গ্রুপ ছাড়লেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ও জেলা বিজেপির সহ সভাপতি সাহেব দাস। এই ঘটনার মধ্যে আরও এক খবর শোরগোল ফেলেছে। বিজেপি বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন ময়নার বিধায়ক অশোক দিন্দা।
কেন তাঁরা গ্রুপ ছেড়েছেন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
ফের স্কুলের পাঠ্যক্রম সংস্কারের কাজ শুরু করল রাজ্য সরকার!
প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল পাঠ্যক্রম ফের বদল করতে উদ্যোগ নিল রাজ্য সরকার। নতুন শিক্ষানীতি গড়ার প্রথম ধাপ হিসাবে শুরু হল এই কাজ। আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে মাথায় রেখে দশ সদস্যের কমিটি গড়া হয়েছে আগেই। এই কমিটি কেন্দ্রের সমান্তরাল নতুন শিক্ষানীতি তৈরি করবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর হবে বৈঠক।
প্রথম থেকে অষ্টম পর্যন্ত প্রায় ৬০টি বই গায়ত্রীদেবীকে কুরিয়র সার্ভিসের মাধ্যমে তাঁর নিউ ইয়র্কের ঠিকানায় পাঠানো হয়েছে। উচ্চ প্রাথমিক পর্যন্ত শিশুপাঠ্যের অপ্রয়োজনীয় অংশ বিয়োজন বা নতুন কিছু সংযোজনের সুপারিশ করবেন তিনি। প্রায় এগারো বছর আগে স্কুল পড়ুয়াদের পাঠ্যক্রম বদলে হাত দিয়েছিল রাজ্য সরকার। গড়া হয়েছিল স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটি।
সম্প্রতি গড়া নয়া কমিটি এ বিষয়ে একমত। কেন্দ্রের বিকল্প শিক্ষানীতি কমিটির সদস্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, '২৭ এপ্রিল উচ্চমাধ্যমিক শেষ হলে আমরা বৈঠকে বসব। অনেকে বিদেশে আছেন। বৈঠক হবে ভারচুয়াল। ইতিমধ্যে প্রথম থেকে অষ্টমের সমস্ত বই অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে পাঠানো হয়েছে।'






