মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুলে বেড়েছে গ্রীষ্মের ছুটি। স্কুলে গ্রীষ্মের ছুটির মেয়াদ নিয়ে এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা আছে বলেই আদালত সূত্রে জানা গিয়েছে। দিনকয়েক আগে বাংলার একাধিক জেলার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়।
সোমবার, ২ মে, ২০২২
আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে!
শনিবারের পর রবিবারও সন্ধ্যার পর কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঝড়বৃষ্টির সাক্ষী থেকেছে। রবিবার মহানগরে ঘণ্টায় ৬৯ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। কলকাতার পাশাপাশি জেলাতেও ঝড়বৃষ্টির দাপট দেখা গিয়েছে।
কোভিড টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না: সুপ্রিম কোর্ট
এবার ভ্যাকসিন নিতে কাউকে জোর নয়। সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। করোনার আবহ এখনও পর্যন্ত রয়েছে এবং ফের বাড়ছে এই মারণ সংক্রমণ। যদিও বিগত দুদিনের তুলনায় সোমবার একটু সংক্রমণের হার। কিন্তু এখনও সংক্রমণের সংখ্যা তিন হাজারের উপরেই রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেশ তাৎপর্যপূর্ণ। এর আগেও আদালতে অবজারভেশন ছিল ভ্যাকসিন নিতে কাউকে জোর করা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে সমস্যার জায়গা ছিল যে একাধিক সংস্থা এবং ইন্সিটিউট যেমন শপিং মল এবং কর্মক্ষেত্র প্রবেশের জন্য মানুষের ভ্যাকসিন আবশ্যক করে দিয়েছিল।
সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকার প্রয়োজনে এই বিষয়ে পলিসি তৈরি করতে পারে। কিন্তু ভ্যাক্সিনেশনের বিষয়টি কম্পালসারি করা যেতে পারে না।
ফের চিন্তা বাড়াচ্ছে দেশের দৈনিক সংক্রমণ!
কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ। এদিন, সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা সংক্রামিত হয়েছেন ৩ হাজার ১৫৭ জন । বলে রাখা ভাল, এর আগের দিন ছিল ৩ হাজার ৩২৪ জন।
সরাসরি রাজনীতিতে ভোটকুশলী প্রশান্ত কিশোর, ঘোষণা করলেন নিজের দলের নাম
জল্পনার অবসান। ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার রাজনীতির ময়দানে। পূর্ব ইঙ্গিত মতো সোমবারই নির্ধারিত সময়ে সোশ্যাল মিডিয়ায় নিজের দলের নাম ঘোষণা করলেন তিনি। দলের নাম রেখেছেন – 'জনসুরজ'। তিনি জানিয়েছেন, বিহার থেকেই শুরু করবেন 'জনসুরজে'র কাজ। রাজনীতিতে তিনি বরাবরই চমক দেখিয়েছেন। ভোটকুশলী হিসেবে কাজ করার সময় এটাই তাঁর সাফল্যের ইউএসপি।
রবিবার, ১ মে, ২০২২
অক্ষয় তৃতীয়ার দিন দলের গুরুত্বপূর্ণ বৈঠক; উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী
অক্ষয় তৃতীয়ার দিন দলের গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ মে অক্ষয় তৃতীয়া। ওই দিন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারেরও বর্ষপূর্তি।
শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
রাজ্যের শিক্ষানীতির নীল নকশা তৈরি করতে বৈঠক; সিলেবাস কমিটিতে রদবদল
স্কুলশিক্ষা সংক্রান্ত সিলেবাস কমিটিতে বেশকিছু রদবদল করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কমিটির পুরনো সদস্যদের মধ্যে বেশ কয়েকজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।
কমিটিতে এবার নতুন করে যুক্ত করা হয়েছে বেশ কয়েকজনকে। নিয়ে আসা হচ্ছে মেন্টরদেরও। প্রতিটি বিষয়ের জন্য থাকবেন একজন করে মেন্টর এবং দুই থেকে তিনজন করে সদস্য।






