নয়া উদ্যোগ নিল ইউজিসি। এবার থেকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়াদেরও এ বার বাধ্যতামূলক ভাবে গবেষকদের ভূমিকায় দেখতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইতিমধ্যে একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন উচ্চশিক্ষা নিয়ামক সংস্থার তরফে।
বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
বুধবার, ১১ মে, ২০২২
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা; চাকরি বাতিল শুরু কমিশনের
আদালত নয়, এবার চাকরি বাতিল করল স্কুল সার্ভিস কমিশন। সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই কড়া পদক্ষেপ কমিশনের। মেধাতালিকার বাইরে থাকা ২ জন চাকরিরত সহকারী শিক্ষকের চাকরি বাতিল করল কমিশন। প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় একাধিক প্রার্থীর চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, ২০১৬ সালে এসএলএসটি-র মাধ্যমে বাংলার সরকারি শিক্ষক নিয়োগ হয়। এর পর ওই নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ ওঠে। মামলাকারী বর্ণালী সাহা বাংলার সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা করেন।
শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় উদ্যোগ স্কুলশিক্ষা দফতরের!
স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ইনক্রিমেন্ট আছে। যদিও এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষকরা। এবার তা চালু হচ্ছে। প্রতি দশ বছরে অন্তত একবার ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি হবে স্কুলের প্রধান শিক্ষকদের। মঙ্গলবার স্কুলশিক্ষা দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে।
স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মুখ্যমন্ত্রী
কোনও বেসরকারি হাসপাতালও স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এর আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই একই সুরে ফের একবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে রাফ অ্যান্ড টাফ হবে রাজ্য।" জানালেন, যারা এই কার্ড ফেরাবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে রাজ্য। এমনকী, বাতিল হতে পারে বেসরকারি হাসপাতালের লাইসেন্সও।
আপার প্রাইমারি হবু শিক্ষকদের বিক্ষোভ!
নিয়োগ ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। বার বার নিয়োগের দাবিতে আন্দোলনে নামতে দেখা গিয়েছে এই রাজ্যের চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। এবার ফের চাকরির দাবিতে রাস্তায় নামলেন হবু শিক্ষকরা।
নিয়োগ প্রক্রিয়া শুরু করল কমিশন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
ফের বড় উদ্যোগ নিল কমিশন। এখনও যে সব কলেজে অধ্যক্ষ পদ শূন্য সেখানে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করল কলেজ সার্ভিস কমিশন। মঙ্গলবার থেকে আবেদনপত্র নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন। কমিশন জানিয়েছে, ১০ জুন পর্যন্ত আবেদন করা যাবে। গতবছর এই প্রক্রিয়া শুরু হয়। ১১১টি কলেজের অধ্যক্ষ পদ শূন্য ছিল। তাতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। আবেদন জমা পড়েছিল ১৫০ টি। ৮৮ জনকে নিয়োগের যোগ্য প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়।
মঙ্গলবার, ১০ মে, ২০২২
বাংলার কান ঘেঁষে চলে যাবে 'অশনি'!
বঙ্গে 'অশনি'-প্রভাব তেমন পড়বে না। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। এ ব্যাপারে উপকূলবর্তী এলাকাগুলিকে আশ্বস্ত করে হাওয়া অফিস মঙ্গলবার জানিয়েছে, 'অশনি'তে এ রাজ্যের উপকূলে বড় কোনও ক্ষয়ক্ষতি বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হবে গোটা বাংলা জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায়।
মঙ্গলবার দুপুরে বিশাখাপত্তনম সৈকত থেকে ৩০০ কিলোমিটার দূরে ছিল ঘূর্ণিঝড় 'অশনি'। আলিপুর জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেই এগবে 'অশনি'।






