Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১৭ জুন, ২০২২

জুনের শেষেই CBSE-র ফল!

 ১২:১৫ PM     kolkata     No comments   

 

পরীক্ষা শেষ হয়েছে। ফলাফলের জন্য অপেক্ষা করছে কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী। এর মধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ঘোষণা করল, খুব তাড়াতাড়িই তারা ক্লাস টেনের বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করবে।

টার্ম টু-র উত্তরপত্র মূল্যায়নের কাজ জোরকদমে চলছে। টাইমস নাওয়ে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ক্লাস টেনের খাতা দেখার কাজ শেষ হয়ে যাচ্ছে ২০ জুনের মধ্যেই। মূল্যায়ন প্রক্রিয়া শেষ হলেই, চলতি মাসের শেষের দিকে দশমের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করবে সিবিএসই। এই ফল দেখা যাবে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-এ। মূল্যায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কয়েকজন শিক্ষক জানিয়েছেন, তাঁদের খাতা দেখার কাজ এখনও শেশ হয়নি। বোর্ডকে জানানো হয়েছে, যে ২০ জুনের মধ্যে তাঁদের কাজ শেষ হয়ে যাবে। মূল্যায়ন প্রক্রিয়া আরও তাড়াতাড়ি শেষ করতে, এবছর আঞ্চলিক মূল্যায়ন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় বোর্ড। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কলকাতায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা!

 ১২:০৪ PM     kolkata     No comments   

 

দক্ষিণে এখনও বৃষ্টির দেখা নেই। যার অপেক্ষায় এখনও চাতক গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গে সময়ের অনেক আগেই বর্ষার প্রবেশ ঘটেছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই। ১১ জুন বর্ষা ঢোকার কথা হলেও নির্ধারিত দিন পেরিয়েও এখনও  বর্ষার মুখ দেখল না দক্ষিণবঙ্গ। 

এদিকে পূর্ব-পশ্চিম অক্ষরেখা আর তার টানে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম বাতাসে প্রচুর জলীয় বাষ্প ইতিমধ্যেই জড়ো হয়েছে।

এর কারণে উত্তর ছেড়ে দক্ষিণের পথে গতি কমেছে মৌসুমী বায়ুর। তাই মৌসম ভবন এর নির্ধারিত দিনে ছ-দিন পেরিয়ে গেলেও বর্ষার তেমন কোনও প্রভাব নেই দক্ষিণবঙ্গে।তবে রবিবার নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বিহার এবং ওড়িশাতে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দু'দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার এবং ওড়িশার বাকি অংশ এবং উত্তরপ্রদেশে ঢুকে পড়বে বর্ষা। 

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। এদিকে, পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা। তিস্তা তোর্সা সহ সব নদীর জল স্তর বাড়বে বলে সতর্কতা জারি হয়েছে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কাও আছে৷ রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। 

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রাক বর্ষার বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গ জুড়েই। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মৌসুমী বায়ু বা বর্ষা এলেও আগামী চার পাঁচ দিনে ভারী বৃষ্টির কোন লক্ষণ নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের কলকাতা পুলিশে করোনার থাবা, আক্রান্ত ২

 ১১:৪৯ AM     kolkata     No comments   

 

রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বার সংক্রমণ ছড়াল কলকাতা পুলিশেও। কোভিডে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের দুই কর্মচারী।

তাঁদের কোভিড রিপোর্ট পজিটিভি এসেছে বলে জানা গিয়েছে। 

এই দুই পুলিশ কর্মীর মধ্যে একজন বুস্টার ডোজ ইতিমধ্যেই নিয়েছেন বলে লালবাজার সূত্রের খবর। তাঁদের মধ্যে একজন কালীগঞ্জ থানার কনস্টেবল, অপরজন আলিপুর বডি লাইনের কনস্টেবল। বর্তমানে এই দুই পুলিশ কর্মী আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন লালবাজারের এক শীর্ষ কর্তা। ২০২০ সালে যখন করোনাভাইরাসের প্রকোপ মারাত্মক আকার নেয়, সেই সময় কলকাতা পুলিশের মোট ৬ হাজার ২০০ জন পুলিশ কর্মী এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একাধিক পুলিশকর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছিল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের কাঠগড়ায় তৃণমূল; অঙ্গনওয়াড়িতে চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগ

 ১১:৩৮ AM     kolkata     No comments   

 

আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে চাকরি দেওয়ার নামে মোটা টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালদহ জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। গাজোলের জনাকয়েক মহিলা আবদুর রহিম বক্সির নামে মালদহের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন।

এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। জোর চর্চা শুরু হয়েছে ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায়। মালদহের গাজোলের উত্তর আলিনগরের বাসিন্দা ফারিদা খাতুন-সহ মোট পাঁচজন মহিলার সই করা একটি অভিযোগপত্র মঙ্গলবার মালদহের জেলাশাসকের দফতরে জমা পড়ে। সেই অভিযোগপত্রে সরাসরি আবদুর রহিম বক্সির বিরুদ্ধে আইসিডিএস প্রকল্পে চাকরি দেওয়ার নামে মোটা টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ওই মহিলাদের অভিযোগ, আবদুর রহিম বক্সি তখন আরএসপি দলের সঙ্গে যুক্ত ছিলেন। অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি দেওয়ার কথা বলে তিনি মোটা টাকা নেন। পরবর্তীতে যে নিয়োগপত্রগুলি পাঠানো হয়েছিল, সেগুলি 'ভুয়ো' হওয়ায় তাঁরা কাজে যোগ দিতে পারেননি। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা তাঁদের নিয়োগপত্রগুলিকে ভুয়ো বলে জানিয়ে দিয়েছিলেন। এরপর ওই মহিলারা টাকা ফেরত চেয়ে রহিম বক্সির দ্বারস্থ হন। কিন্তু এযাবৎ তাঁরা টাকা ফেরত পাননি বলে অভিযোগ। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

করোনার চতুর্থ ঢেউ? দেশে চিন্তা বাড়াচ্ছে পজিটিভিটি রেট

 ৬:৪২ PM     India     No comments   

  

ফের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফেব্রুয়ারি মাসের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্ত পেরিয়ে গেল ১০ হাজারের গণ্ডি। বাড়ছে আশঙ্কা। দেশে করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন? লাগাতার যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে সেই আশঙ্কাই দেখা দিয়েছে দেশ জুড়ে।

নতুন করে দেশের প্রায় সব প্রান্তেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষ করে মুম্বই, দিল্লির মতো শহরে আক্রান্ত বাড়ছে হু হু করে। পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেট। চিন্তায় ফেলছে, অ্যাকটিভ কেস। 

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা কিনা গত প্রায় চারমাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে শুধু মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা ২২০০-র বেশি। মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। উদ্ধব প্রশাসনকে চিন্তায় রাখছে ৫০৬টি জেলা। শুধু মুম্বই নয়, আরেক জনবহুল শহর দিল্লির অবস্থাও তথৈবচ। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১০০ মানুষ। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সারদা মামলায় কুণালকে প্রথম গ্রেফতার ঠিক ছিল না: আদালত

 ৫:৫৮ PM     kolkata     No comments   

 

অবশেষে সারদা কেলেঙ্কারির প্রথম গ্রেফতারের মামলা থেকে মুক্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁকে গ্রেফতার করা ঠিক হয়নি। এমনটাই জানাল আদালত। বিধান-নগরে সাংসদ ও বিধায়কদের বিশেষ আদালতের বিচারপতি মনজ্যোতি ভট্টাচার্য বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, যে কারণ দেখিয়ে কুণালকে গ্রেফতার করা হয়েছিল তা ঠিক নয়। এই রায়ের পরে খুশি কুণাল প্রচলিত বাংলা প্রবাদ আউড়ে বলেন, "খুবই ভাল লাগছে। দু-জনকে ধন্যবাদ দেব। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী এবং হরিকে।

রাখে হরি মারে কে!" 

২০১৩ সালের এপ্রিলে সারদা কেলেঙ্কারির কথা সামনে আসে। ২৩ এপ্রিল কাশ্মীর থেকে গ্রেফতার হন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন। তখন তৃণমূলের সাংসদ থাকা কুণাল সারদা পরিচালিত সংস্থায় চাকরি করতেন। ওই বছরেরই ২৩ নভেম্বর বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তাঁকে গ্রেফতার করে। সেটিই ছিল কুণালকে প্রথম গ্রেফতার।  এর পরে পুলিশি হেফাজতে থাকা কুণালকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই সব মামলা থেকে কুণাল এখনও মুক্তি পাননি। তবে প্রথম যে মামলাটি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা করে, সেটি (ইসিপিএস ৩৪) থেকে মুক্তি পেলেন কুণাল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চাকরি প্রার্থীদের জন্য বড় খবর; রেলে প্রায় দেড় লাখ কর্মী নিয়োগের ঘোষণা

 ৫:৩২ PM     India     No comments   

 

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। ভারতীয় রেলে ১ লক্ষ ৪৮ হাজার ৪৬৩ জন কর্মী নিয়োগের ঘোষণা মোদী সরকারের। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন।

'মিশন মোড' নামে এই কর্মসংস্থান প্রকল্পের আওতায় ১০ লক্ষ চাকরির নিশ্চয়তা প্রদানের পাশাপাশি আরও একাধিক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। রেল মন্ত্রকের তরফে এই নিয়োগ প্রসঙ্গে জানানো হয়েছে যে, ২০১৪-১৫ সাল থেকে ২০২১-২২ আর্থিক বছর পর্যন্ত মোট কর্মী নিয়োগের সংখ্যা ছিল ৩ লক্ষ ৪৯ হাজার ৪২২ জন অর্থাৎ প্রতি বছরের গড় হিসাবে যা দাঁড়ায় ৪৩ হাজার ৬৭৮ জন। সেখানে ২০২২-২৩ আর্থিক বছরে এই সংখ্যা বাড়িয়ে মোট ১ লক্ষ ৪৮ হাজার ৪৬৩ জনকে নিয়োগ করানো হবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates