পরীক্ষা শেষ হয়েছে। ফলাফলের জন্য অপেক্ষা করছে কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী। এর মধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ঘোষণা করল, খুব তাড়াতাড়িই তারা ক্লাস টেনের বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করবে।
পরীক্ষা শেষ হয়েছে। ফলাফলের জন্য অপেক্ষা করছে কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী। এর মধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ঘোষণা করল, খুব তাড়াতাড়িই তারা ক্লাস টেনের বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করবে।
দক্ষিণে এখনও বৃষ্টির দেখা নেই। যার অপেক্ষায় এখনও চাতক গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গে সময়ের অনেক আগেই বর্ষার প্রবেশ ঘটেছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষার দেখা নেই। ১১ জুন বর্ষা ঢোকার কথা হলেও নির্ধারিত দিন পেরিয়েও এখনও বর্ষার মুখ দেখল না দক্ষিণবঙ্গ।
এদিকে পূর্ব-পশ্চিম অক্ষরেখা আর তার টানে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম বাতাসে প্রচুর জলীয় বাষ্প ইতিমধ্যেই জড়ো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। এদিকে, পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা। তিস্তা তোর্সা সহ সব নদীর জল স্তর বাড়বে বলে সতর্কতা জারি হয়েছে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কাও আছে৷ রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রাক বর্ষার বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গ জুড়েই। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মৌসুমী বায়ু বা বর্ষা এলেও আগামী চার পাঁচ দিনে ভারী বৃষ্টির কোন লক্ষণ নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বার সংক্রমণ ছড়াল কলকাতা পুলিশেও। কোভিডে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের দুই কর্মচারী।
এই দুই পুলিশ কর্মীর মধ্যে একজন বুস্টার ডোজ ইতিমধ্যেই নিয়েছেন বলে লালবাজার সূত্রের খবর। তাঁদের মধ্যে একজন কালীগঞ্জ থানার কনস্টেবল, অপরজন আলিপুর বডি লাইনের কনস্টেবল। বর্তমানে এই দুই পুলিশ কর্মী আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন লালবাজারের এক শীর্ষ কর্তা। ২০২০ সালে যখন করোনাভাইরাসের প্রকোপ মারাত্মক আকার নেয়, সেই সময় কলকাতা পুলিশের মোট ৬ হাজার ২০০ জন পুলিশ কর্মী এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একাধিক পুলিশকর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছিল।
আইসিডিএস প্রকল্পে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে চাকরি দেওয়ার নামে মোটা টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালদহ জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে। গাজোলের জনাকয়েক মহিলা আবদুর রহিম বক্সির নামে মালদহের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন।
ফের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফেব্রুয়ারি মাসের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্ত পেরিয়ে গেল ১০ হাজারের গণ্ডি। বাড়ছে আশঙ্কা। দেশে করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন? লাগাতার যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে সেই আশঙ্কাই দেখা দিয়েছে দেশ জুড়ে।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা কিনা গত প্রায় চারমাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে শুধু মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা ২২০০-র বেশি। মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। উদ্ধব প্রশাসনকে চিন্তায় রাখছে ৫০৬টি জেলা। শুধু মুম্বই নয়, আরেক জনবহুল শহর দিল্লির অবস্থাও তথৈবচ। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১০০ মানুষ।
অবশেষে সারদা কেলেঙ্কারির প্রথম গ্রেফতারের মামলা থেকে মুক্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁকে গ্রেফতার করা ঠিক হয়নি। এমনটাই জানাল আদালত। বিধান-নগরে সাংসদ ও বিধায়কদের বিশেষ আদালতের বিচারপতি মনজ্যোতি ভট্টাচার্য বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, যে কারণ দেখিয়ে কুণালকে গ্রেফতার করা হয়েছিল তা ঠিক নয়। এই রায়ের পরে খুশি কুণাল প্রচলিত বাংলা প্রবাদ আউড়ে বলেন, "খুবই ভাল লাগছে। দু-জনকে ধন্যবাদ দেব। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী এবং হরিকে।
২০১৩ সালের এপ্রিলে সারদা কেলেঙ্কারির কথা সামনে আসে। ২৩ এপ্রিল কাশ্মীর থেকে গ্রেফতার হন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন। তখন তৃণমূলের সাংসদ থাকা কুণাল সারদা পরিচালিত সংস্থায় চাকরি করতেন। ওই বছরেরই ২৩ নভেম্বর বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তাঁকে গ্রেফতার করে। সেটিই ছিল কুণালকে প্রথম গ্রেফতার। এর পরে পুলিশি হেফাজতে থাকা কুণালকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। সেই সব মামলা থেকে কুণাল এখনও মুক্তি পাননি। তবে প্রথম যে মামলাটি ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা করে, সেটি (ইসিপিএস ৩৪) থেকে মুক্তি পেলেন কুণাল।
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। ভারতীয় রেলে ১ লক্ষ ৪৮ হাজার ৪৬৩ জন কর্মী নিয়োগের ঘোষণা মোদী সরকারের। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন।