মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকার কি সঙ্কটে? সেই সম্ভাবনাই একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ মহারাষ্ট্রের নগরোন্নায়ন মন্ত্রী একনাথ শিন্ডে ছাড়াও এগারো জন শিবসেনা বিধায়কের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর।
মঙ্গলবার, ২১ জুন, ২০২২
আরও চাপে মানিক ভট্টাচার্য; আজই হাজিরা দিতে হবে; পর্ষদের আবেদন খারিজ করে নির্দেশ বিচারপতির
তাঁকে অপসারণ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল মানিক ভট্টাচার্য। কিন্তু আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি। মঙ্গলবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হাজির হতে হবে পর্ষদ সভাপতিকে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ফলে প্রশাসনিক অসুবিধা হবে। এই যুক্তিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল পর্ষদ সভাপতি।
সুব্রত তালুকদারের বেঞ্চে মামলা গ্রহণের আর্জি জানান হয়েছিল।
গতকাল প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পর্ষদ সভাপতি আবার তৃণমূল বিধায়কও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁকে সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। পাশাপাশি মঙ্গলবার তাঁকে সশরীরে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন না নতুন সভাপতি নিয়োগ হচ্ছে ততদিন পর্ষদের দায়িত্বে থাকবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচী।
রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা; ছাড়লেন TMC
তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা ছাড়লেন তৃণমূল কংগ্রেস। টুইট করে জানালেন নিজের সিদ্ধান্ত। একইসঙ্গে তিনি জানিয়েছেন, 'বৃহত্তর জাতীয় স্বার্থ ও শক্তিশালী বিরোধী ঐক্যের লক্ষ্যে ' দল থেকে সরে দাঁড়ানোর তাঁর এই সিদ্ধান্ত।
বিশ্বজুড়ে শান্তি আনবে; যোগ দিবসে নয়া বার্তা প্রধানমন্ত্রীর
আমাদের বিশ্বে শান্তি এনে দিয়েছে যোগ। আন্তর্জাতিক যোগ দিবসে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ঐতিহ্যবাহী মাইসুরু প্যালেসে যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন তিনি।
সাতসকালে শুটআউট দমদমে, অল্পের জন্য রক্ষা পেলেন দমকল কর্মী
সাতসকালে শুটআউট দমদমে। দমদম ফায়ার স্টেশনে কর্মীকে লক্ষ করে গুলি। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণরক্ষা কর্মী স্নেহাশিস রায়ের। মঙ্গলবার সকাল ৮.৩০ নাগাদ দমদম ফায়ার স্টেশনের দমকল কর্মী স্নেহাসিশ রায়কে লক্ষ করে গুলি চালায় এক যুবক।
আনিস খান হত্যামামলা; তদন্তে SIT-এর উপরই আস্থা রাখল আদালত
ছাত্রনেতা আনিস খান হত্যামামলার তদন্তে সিবিআই নয়, রাজ্য পুলিশের সিটেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার চূড়ান্ত রায়ে বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দিলেন, সিট যেমন তদন্ত করছিল, তেমনই করবে। তবে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশ করবে বিশেষ তদন্তকারী দল। তবে আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় আছে বলে জানা গিয়েছে।
মাস চারেক আগে হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য বাড়িতে যাওয়ার পর মৃত্যু হয় আনিসের। তাতে পুলিশের বিরুদ্ধেই খুনের অভিযোগ উঠেছিল। সঙ্গে সঙ্গে কনস্টেবল, এসআই-সহ আমতা থানার ৩ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। রাজ্য পুলিশের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু হয়। যদিও গোড়া থেকেই সিটের তদন্তে আস্থা ছিল না আনিসের পরিবারের। তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই হত্যারহস্যের জট খুলতে আগ্রহী ছিলেন। সেই মর্মে কলকাতা হাই কোর্টে মামলাও হয়। তার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আজ রায় ঘোষণা করলেন।
সোমবার, ২০ জুন, ২০২২
অগ্নিপথ প্রকল্প; নিয়োগ প্রক্রিয়া নিয়ে নোটিশ; জুলাই থেকেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া
অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজোড়া বিক্ষোভ চলছে। এমন আবহে এই প্রকল্পে নিয়োগের বিষয়ে নোটিশ প্রকাশ করল ভারতীয় সেনা। সেনার তরফ থেকে বলা হয়েছে, আগামী জুলাই মাস থেকে রেজিস্ট্রেশন শুরু করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে শারীরিক পরীক্ষা করা হবে, তারপর শারীরিক মাপের কাজ হবে, তারপর স্বাস্থ্য পরীক্ষা হবে, তার পর একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা হবে। স্থানীয় এআরও-তে এই বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে যোগাযোগ করা যাবে।






