দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, হত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, হত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন।
মহারাষ্ট্রে ফের ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। এরই মধ্যে জল্পনা বাড়াল সঞ্জয় রাউতের করা ট্যুইট। আজই ইস্তফা দিতে পারেন উদ্ধব ঠাকরে, খবর সূত্রের। বিধানসভা ভাঙার ইঙ্গিত শিবসেনা সঞ্জয় রাউতের।
বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাত থেকে আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে চলে গেলেন শিবসেনা বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। এদিন সকালেই দলবল নিয়ে গুয়াহাটি পৌঁছোন একনাথ শিন্ডে। গুয়াহাটি বিমানবন্দরে নেমে শিন্ডে দাবি করেছেন, তাঁর সঙ্গে ৪০ জন বিধায়ক রয়েছেন। এরইমধ্যে গুয়াহাটির ওই হোটেল ঘিরে বসানো হয়েছে কড়া নিরাপত্তা বলয়।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের অবশ্য দাবি, গুয়াহাটিতে যাওয়া শিবসেনার বিধায়কদের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখছেন। এর পাশাপাশি কথা হয়েছে একনাথ শিন্ডের সঙ্গেও। তাঁর দাবি, তাড়াতাড়িই গুয়াহাটি থেকে শিবসেনার বিধায়করা মুম্বই ফিরে আসবেন। সূত্রের খবর, গুজরাতের হোটেলে থাকা বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডের সঙ্গে গতকাল ফোনে কথা বলেন উদ্ধব ঠাকরে। তারপরই গুজরাত থেকে রাতারাতি অসমে নিয়ে যাওয়া হয় শিবসেনার বিদ্রোহী বিধায়কদের।
একসময় বাড়ির বউ কিংবা মেয়েদের অভিনয় করা কাপুর বাড়িতে প্রায় নিষেধ ছিল। ঠিক যেকারণে বিয়ের পর অভিনয় জগতে আর পা রাখেন নি জানিয়েছিলেন ববিতা কাপুর, নীতু সিং'রা। তবে কালের নিয়মে কাপুর পরিবারে বদলেছে নিয়ম। কাপুর বাড়ির মেয়ে হয়েও বলিউডে কেরিয়ার গড়েছেন করিশ্মা-করিনা। এমনকি ঋষি কাপুরের মৃত্যুর পর ফের ফিল্মি কেরিয়ারে ফিরেছেন নীতু কাপুর। খুব শীঘ্রই 'যুগ যুগ জিও' ছবিতে দেখা যাবে তাঁকে।
হ্যাঁ, ঠিকই শুনছেন। আলিয়া এই মুহূর্তে হলিউডের ছবি 'হার্টস অফ স্টোনস'-এর শুটিংয়ে লন্ডনে রয়েছেন। এদিকে বৌমা আলিয়ার হলিউডে কাজ করা নিয়ে সম্প্রতি প্রশ্নের মুখে পড়তে হয় শাশুড়িমা নীতু কাপুরকে। হলিউডের ছবিতে সই করার আগে আলিয়া কি তাঁর পরামর্শ নিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে নীতুর সোজাসুজি জবাব, ''আজকাল ছেলেমেয়েরা কাউকে জিজ্ঞাসা করে কিছু করে না। আর আলিয়া তো আমাদের পরিবারে নতুন। হলিউড হোক কিংবা বলিউড ও যেখানে খুশি কাজ করতে পারে। দুই ফিল্ম ইন্ডাস্ট্রিই আলিয়াকে পেয়ে খুশিই হবে।''
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির হাত থেকে আজ সাময়িক বিরতি। কাল থেকে আবার শুরু হবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী এবং সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাব বাড়বে বলে জানানো হয়েছে।
আজ, বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন কয়েক পশলা বৃষ্টি হতে পারে শহরে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা যথাক্রমে ৩৪ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার সর্বাধিক এভিব সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৮৮ এবং ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে ০০০.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন শুধু কলকাতার পাশাপাশি সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চলতি সপ্তাহে আর হয়তো কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। মঙ্গলবার পঞ্চম দফা তলবে রাহুলকে ১২ ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক লেনদেন নিয়ে বেশকিছু অভিযোগ ছিল রাহুল গান্ধির বিরুদ্ধে। এবার সেই ইস্যুতে গত ১৩ জুন প্রথমবার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন রাহুল। সেখানে লাগাতার তিনদিন প্রায় ২৭ ঘণ্টা রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর মাঝে বেশ কিছু দিনের বিরতির পর ২০ জুন আবারও রাহুল গান্ধিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি।
করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলী। মলদ্বীপে ঘুরতে গিয়ে করোনা হয়েছিল তাঁর।
আগামী ১ জুলাই থেকে পাঁচদিনের ক্রিকেটে ইংল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে খেলার জন্য ইতিমধ্য়েই প্রস্তুতি শুরু করে দিয়েছে গোটা দল। নেটে ঘাম ঝরাচ্ছেন কোহলিও। ফর্মে ফিরতে মরিয়া তিনি। কিন্তু এরই মধ্যে শোনা গেল, সম্প্রতি করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি।