জুলাইয়ের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন দাপট দেখা যাবে না। বরং ভাসা মেঘেই দক্ষিণে বৃষ্টি হবে তবে তাও বিক্ষিপ্তভাবে। অন্যদিকে উত্তরবঙ্গে জুনেই অতিরিক্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের খবর, দক্ষিণবঙ্গে দেরিতে ঢুকেছে বর্ষা।
জুলাইয়ের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন দাপট দেখা যাবে না। বরং ভাসা মেঘেই দক্ষিণে বৃষ্টি হবে তবে তাও বিক্ষিপ্তভাবে। অন্যদিকে উত্তরবঙ্গে জুনেই অতিরিক্ত বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের খবর, দক্ষিণবঙ্গে দেরিতে ঢুকেছে বর্ষা।
এবার ঘরে আসছে নতুন সদস্য। নব দম্পতি থেকে এবার মা-বাবা হওয়া সময়ের অপেক্ষা। বিয়ের ২ মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দিলেন তারকা জুটি। মা হতে চলেছেন আলিয়া ভাট। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই শেয়ার করেন সে খবর। একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে আলিয়ার ইউএসজি চলছে।
ফের করোনা আতঙ্ক গোটা দেশে। প্রায় প্রতিদিন বাড়ছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। সপ্তাহের প্রথম দিন কোভিড গ্রাফ নতুন করে চিন্তা বাড়াল চিকিৎসকদের। বেশ কয়েকদিনের ঊর্ধ্বমুখী সংক্রমণের হার খানিকটা নিম্নমুখী হয়েছিল রবিবার। কিন্তু সোমবার আবারও বাড়ল আক্রান্তের সংখ্যা। দেশের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ ১৭ হাজার ৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে মহামারীতে আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন। যদিও রবিবার কারও মৃত্যুর খবর নেই। তবে তার আগে ২ জনের মৃত্যুতে চিন্তা বেড়েছিল অনেকটাই। কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনা আতঙ্ক। চার থেকে বেড়ে ১০জন পড়ুয়ার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার কোভিডে আক্রান্ত ছিলেন ৪ জন। আজ সেটা বেড়ে ১০ হয়েছে। কয়েকজন ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। বাকি পড়ুয়ারা হস্টেলে আইসোলেশনে রয়েছেন।
অন্যদিকে আগামিকাল থেকে শুরু হচ্ছে এমবিবিএস-এর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। সব করোনা আক্রান্ত পড়ুয়া পরীক্ষা দেবে আলাদা একটি ঘরে। বাকি পড়ুয়ারা পরীক্ষা দেবে অন্য ঘরে। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, সব পরীক্ষার্থী র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে হলে প্রবেশের অনুমতি পাবেন। যে সকল পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসবে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে অন্য ঘরে। যে ১০ জন পড়ুয়া আক্রান্ত হয়েছেন তাঁরা ছাড়াও বেশ কয়েকজনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তাঁদেরও অবিলম্বে কোভিড পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।
এক বছর আগে নির্বাচনী প্রচারে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ৬৮ লক্ষ কৃষকের হাতে বছরে দু’বার পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা ভাতা তুলে দেবেন।
ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। সপ্তাহের প্রথম দিন কোভিড গ্রাফ নতুন করে চিন্তা বাড়াল চিকিৎসকদের। বেশ কয়েকদিনের ঊর্ধ্বমুখী সংক্রমণের হার খানিকটা নিম্নমুখী হয়েছিল রবিবার। কিন্তু সোমবার আবারও বাড়ল আক্রান্তের সংখ্যা। দেশের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ ১৭ হাজার ৭৩ জন।
বেকারত্ব, অসহিষ্ণুতা, মূল্যবৃদ্ধি, অগ্নিবীরের মতো হাজারো ইস্যু বিরোধীরা সেভাবে কাজে লাগাতে পারল না। নির্বাচনে ফের বড় জয় পেল গেরুয়া শিবির। দেশের মোট ১০ আসনের উপনির্বাচনের মধ্যে ৫টিই গেল বিজেপির দখলে। ২টি আসনে জিতল কংগ্রেস। একটি করে আসন জিতল আম আদমি পার্টি, শিরোমণি অকালি দল (অমৃতসর) এবং ওয়াইএসআর কংগ্রেস।
ত্রিপুরার ৪ বিধানসভার মধ্যে ৩টিতেই জিতেছে বিজেপি। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে এই প্রথমবার নির্বাচনে লড়েছেন ত্রিপুরার সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী মাণিক সাহা। কংগ্রেসের আশিস সাহাকে ৬ হাজারের বেশি ভোটের ব্যধানে হারিয়েছেন তিনি। ৩০ বছরে প্রথমবার যুবরাজনগরে হারল সিপিএম। এই কেন্দ্রটিতেও জয় পেয়েছে বিজেপি। বামেরা নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। সুরমা কেন্দ্রটিতেও বড় ব্যবধানে জিতেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে দ্বিতীয় হয়েছেন কংগ্রেস এবং তিপ্রা মথা সমর্থিত নির্দল প্রার্থী। তবে তিন আসনে জিতলেও বিজেপির জন্য অস্বস্তির কাঁটা হয়ে থাকল আগরতলা কেন্দ্রটি। ওই কেন্দ্রে বিজেপির হাত থেকে জয় ছিনিয়ে এনেছেন কংগ্রেসের সুদীপ রায়বর্মণ।
মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক শিক্ষাগুরু—মুখ্যমন্ত্রীকে আচার্যপদে বসানোর পক্ষে এই মন্তব্য করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রশাসক হিসেবে তাঁর শিক্ষাই কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে দাবি করে আচার্যপদে তিনিই যোগ্য বলে দাবি করেছেন।