মাসের শুরুতেই কিছুটা দাম কমল রান্নার গ্যাসের। তবে গৃহস্থে ব্যবহৃত রান্নার গ্যাসের নয়। শুক্রবার থেকে দাম কমেছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৯৮ টাকা। এই দাম কমার ফলে দিল্লিতে প্রতিটি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ২১ টাকা।
শুক্রবার, ১ জুলাই, ২০২২
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
আট বছর ধরে শিক্ষক নেই স্কুলে, নিজেরা পড়াশোনা করে বাড়ি ফিরে যায় ছাত্রীরা
প্রায় আট বছর ধরে কোনও শিক্ষক-শিক্ষিকা নেই স্কুলে। তাও এলাকার মেয়েরা প্রত্যেক দিন নিয়ম করে নির্ধারিত সময় স্কুলে আসে। নিজেদের মতো করে তারা লেখাপড়া করে। কিছুটা সময় বিরতি নিয়ে খেলাধুলোও করে তারা।
বাড়তি ইনক্রিমেন্টের ঘোষণা মুখ্যমন্ত্রীর!
সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এর জন্য বেশকিছু নয়া সুবিধার কথা নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া প্রমোশনের সুবিধা থেকে শুরু করে মেডিকেল বেনিফিট একাধিক ক্ষেত্রে নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। এর পাশাপাশি নতুন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নিয়োগ এর কথাও এদিন নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য এক গুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন "ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এর অফিসারদের জন্য দুটো করে বাড়তি ইনক্রিমেন্ট এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএস ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অফিসারদের ডিপার্টমেন্টাল পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের বদলে এবার সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে দেওয়া যাবে।"পাশাপাশি আইএএস,আইপিএস রা যেমন স্পেশাল অ্যালাউন্স বা বিশেষ ভাতার সুবিধা পান সেই সুবিধা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসাররাও পাবেন বলে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন "বার্ষিক হেলথ চেকআপ আইএস,আইপিএসদের যেমন করা হয়েছে তেমনই ৪০ বছরের উপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসারদেরও বাধ্যতামূলকভাবে সরকারি খরচে হেলথ চেকআপ করা হবে।"এদিন ইউনিফর্ম অ্যালাউন্স ২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি এদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসার দের জন্য নতুন করে একটি ফোরাম করা হল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন "এতদিন ওয়েস্টবেঙ্গল পুলিশ সার্ভিস এর অফিসারদের কোন ফোরাম কিছু ছিল না। ওদের জন্য আমি একটি ওয়েলফেয়ার ফোরাম ঘোষণা করছি। রাজ্যে এখন ৫৫০ জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের আছে। আর ৮৫ জন ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্য থেকেও প্রমোশন পেয়ে আইপিএস হয়ে আছে। এর ফলে ওরা উপকৃত হবে। আমি আশা করি এর মাধ্যমে ওরা ওদের অভাব অভিযোগ জানাতে পারবে।"
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে 'বিদ্রোহী' একনাথ, সমর্থন বিজেপির
বহু বিতর্কের পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে।
বিস্তারিত খবর আসছে:-
সারদার থেকে টাকা নেন শুভেন্দু এবং ভাই সৌমেন্দু;বিস্ফোরক সুদিপ্ত সেন
শুভেন্দু অধিকারী বহু লক্ষ টাকা নেন। এর পাশাপাশি টাকা নেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারিও। সব কিছু বিস্তারিত জমা দেওয়া আছে সিবিআই-কে। বিস্ফোরক দাবি সুদীপ্ত সেনের। ব্যাঙ্কশাল আদালতে সুদীপ্ত সেন জানান, শুভেন্দু অধিকারী তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা নেন। তিনি আরও জানান অন্য একটি প্রজেক্টের জন্য ৯০ লক্ষ টাকা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে।
শুভেন্দু অধিকারির পাশাপাশি মুকুল রায় এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আধির চৌধুরির নামও উল্লেখ করেন সুদীপ্ত সেন। শুভেন্দু অধিকারির পাশাপাশি তাঁর ভাইরাও তার কাছ থেকে টাকা নিয়েছেন বলে দাবি করেন সুদীপ্ত সেন। সুদীপ্ত সেন জানিয়েছেন এই সবকিছুই তিনি সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আদালতকে বিশদে জানিয়েছেন বলে জানিয়েছেন।
১৬১৬ টি শিক্ষকপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনেনিন বিস্তারিত
নবোদয় বিদ্যালয়ে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT), স্নাতকোত্তর শিক্ষক (PGT), সঙ্গীত, শিল্প এবং অধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, NVS নিয়োগ ২০২২-এর অধীনে মোট ১৬১৬ টি শূন্যপদ পূরণ করা হবে।
রাজ্যে অস্থায়ী শিক্ষক নিয়োগের উদ্যোগ; বেতন নিয়ে বিতর্ক
শিক্ষকদের সাম্মানিক মাত্র ১৫০০ টাকা! আংশিক সময়ের শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাঁইথিয়া জিউই তরঙ্গিনী উচ্চবিদ্যালয়ের সভাপতি জ্যোতির্ময় মণ্ডলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দু-টি বিষয়ে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হবে বলে স্কুলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু বিতর্ক শুরু হয় শিক্ষকদের বেতনক্রম দেখে। যেখানে লেখা হয়েছে, শিক্ষকদের প্রতিদিন ৫০ টাকা করে বেতন দেওয়া হবে।
এদিকে, বুধবার রাজ্যের শুধুমাত্র প্রধান শিক্ষক শিক্ষিকাগণের সংগঠন 'অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেস' এর পক্ষ থেকে স্বচ্ছভাবে বিদ্যালয় এবং মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ সহ শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে রাজ্যের নেতৃত্বস্থানীয় শতাধিক প্রধান শিক্ষক- শিক্ষিকা বিকাশ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ করেন।






