তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর নতুন কর্মসংস্থান সৃষ্টিকে বাড়তি গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নবান্ন। রাজ্যের প্রায় দশ হাজার বেকার ছেলেমেয়েকে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের কমিউনিকেশন স্কিল, পর্যটকদের সঙ্গে আলাপ আলোচনার কৌশল বাড়ানো হবে। বিভিন্ন পর্যটন ক্ষেত্র সম্পর্কে তথ্য সরবরাহ করে গাইড হিসেবে ঘষেমেজে তৈরি করে নেওয়া হবে তাঁদের।
শুক্রবার, ১ জুলাই, ২০২২
সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ, বিস্তারিত জানুন
নবোদয় বিদ্যালয়ে প্রশিক্ষিত স্নাতক শিক্ষক (TGT), স্নাতকোত্তর শিক্ষক (PGT), সঙ্গীত, শিল্প এবং অধ্যক্ষ সহ বিভিন্ন শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুসারে, NVS নিয়োগ ২০২২-এর অধীনে মোট ১৬১৬ টি শূন্যপদ পূরণ করা হবে।
প্রিন্সিপাল- ১২টি পদ পিজিটি-বায়োলজি- ৪২টি পদকেমিস্ট্রি- ৫৫টি পদকমার্স- ২৯টি পদইকোনমিকস- ৮৩টি পদইংরেজি- ৩৭টি পদভূগোল- ৪৭টি পদহিন্দি- ২০টি পদইতিহাস- ২৩টি পদম্যাথমেটিকস- ২৬টি পদফিজিকস- ১৯টি পদকম্পিউটার সায়েন্স- ২২টি পদটিজিটি-ইংরেজি- ১৪৪টি পদহিন্দি- ১৪৭টি পদম্যাথমেটিকস- ১৬৭টি পদসায়েন্স- ১০১টি পদসোশ্যাল সায়েন্স- ১২৪টি পদটিজিটি (তৃতীয় ভাষা)- ৩৪৩টি পদসঙ্গীত শিক্ষক- ৩৩টি পদআর্ট শিক্ষক- ৪৩টি পদপিইটি পুরুষ- ২১টি পদপিইটি মহিলা- ২১টি পদলাইব্রেরিয়ান- ৫৩টি পদ
কনভয়ে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বাঁচলেন বিরোধী দলনেতা
শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা। রথযাত্রা উপলক্ষে তমলুকের ইসকন মন্দিরে যাচ্ছিলেন এই বিজেপি নেতা। সেইসময়ই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা মারে ট্রাক।
আজ রথযাত্রা। সেই উপলক্ষে তমলুকের ইসকন মন্দিরে একটি অনুষ্ঠান রয়েছে। কাঁথির বাড়ি থেকে বেরিয়ে সেখানেই যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী।
বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় শুভেন্দু অধিকারী নিজের গাড়ি। ধাক্কা মারার পরই ট্রাকটিকে ধাওয়া করতে শুরু করে পুলিশ। যদিও ট্রাক সমেত চালক পলাতক।
শীঘ্রই নিয়োগপত্র ১৫০০০ পদে, ঘোষণা কমিশনের
চাকরি প্রার্থীদের জন্য ভাল খবর। ২০২২ সালের মধ্যে ৪২ হাজার পদে নিয়োগ সম্পন্ন করার ঘোষণা স্টাফ সিলেকশন কমিশনের। এর পাশাপাশি, আগামী কয়েক মাসের মধ্যে ১৫ হাজার ২৪৭ পদের জন্য নিয়োগপত্রও জারি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। রবিবার প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র ট্যুইটার হ্যান্ডলে এই ঘোষণা করা হয়। তাতে বলা হয়, '২০২২ সালের ডিসেম্বর মাসের আগে ৪২ হাজার পদে নিয়োগ সেরে ফেলা হবে।
রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি... একটু আগে জানালে ভেবে দেখতাম: মুখ্যমন্ত্রী
"NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি। একটু আগে জানালে ভেবে দেখতাম।" কলকাতায় ইসকনে রথযাত্রার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। আগে থেকে যদি বিজেপি জানাত যে, একজন তফশিলি, আদিবাসী মহিলাকে তাঁরা প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে বিরোধী ১৬-১৭টা দল বসে সিদ্ধান্ত নিতে পারতাম। সর্বসম্মতিতে একজন প্রার্থী হলে, তা দেশের পক্ষে ভাল। এ পি জে আব্দুল কালামও আগে হয়েছেন। কিন্তু বিজেপি ফোনে কেবল আমাদের মতামত জানতে চেয়েছিল। ওদের মতামত জানায়নি। বৃহত্তর স্বার্থে, সর্বসম্মত প্রার্থী আমি সর্বদা পছন্দ করি। কিন্তু যেহেতু আমরা ১৭-১৮টা দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি, তাই সকলে না বললে আমি একা ফেরাতে পারি না। আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণ হোক।"
বিদ্যুতের খরচ কমাতে অভিনব পরিকল্পনা রাজ্যের!
বিদ্যুতের খরচ কমিয়ে সোলার পাওয়ার প্লান্ট ব্যবহারে এবার তৎপর রাজ্য সরকার। জেলাগুলিতে কোন কোন স্কুলে সোলার পাওয়ার প্লান্ট বসানো যেতে পারে, তার তালিকা ইতিমধ্যে চেয়ে পাঠিয়েছে অপ্রচলিত শক্তি উৎস দফতর। বিভিন্ন জেলার থেকে ইতিমধ্যেই সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
স্কুলের পাশাপাশি সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকাও চাইল নবান্ন।
প্রত্যেকটি জেলায় 'ডিস্ট্রিক্ট লেভেল কো-অর্ডিনেশন কমিটি' অপ্রচলিত শক্তির ব্যবহার নিয়ে করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। বিদ্যুতের বিল কমানোর পাশাপাশি পরিবেশকে সুরক্ষা করা যাবে, তার জন্যই এই উদ্যোগ বলে নবান্ন সূত্রে খবর। অপ্রচলিত শক্তি দফতরের তরফে প্রত্যেকটি জেলাকে কড়া চিঠি নবান্নের।
অবশেষে DA বৃদ্ধি! মিলবে আরও এক 'উপহার'
ভাল খবর সরকারি কর্মচারীদের জন্য। জুলাই মাসে ডিএ-র পাশাপাশি বৃদ্ধি হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরে সরকারের উপর এই দাবি নিয়ে চাপ সৃষ্টি করে আসছে।






