Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৮ জুলাই, ২০২২

বাংলায় একদিনে করোনা আক্রান্ত প্রায় ৩ হাজার!

 ১২:২০ AM     kolkata     No comments   

 

করোনা সংক্রমণ বাড়ছে প্রায় প্রতিদিন। এবার দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার ছুঁইছুঁই। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন কার্যত চিন্তার ভাঁজ ফেলেছে। জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে কলকাতাকেও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যের মধ্যে সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়।

কলকাতাকে ছাপিয়ে সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৮৩৪। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ২০০ জন। এছাড়াও হুগলি (১৭৫), পশ্চিম বর্ধমান (১১৫), হাওড়া (১১০), পূর্ব বর্ধমান (১০৭), পশ্চিম মেদিনীপুর (১০৩) এবং নদিয়াতেও (১০০) আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পারলে গ্রেফতার করুক; তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের

 ১২:০০ AM     kolkata     No comments   

 

বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। 

দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ইস্যু নিয়ে এবার রাজভবনের দ্বারস্থ হল তৃণমূল প্রতিনিধিদল।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে এদিন বিকেলে সেখানে যান শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়-সহ ৭ জন। রাজ্যপালের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানিয়ে তাঁকে অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছেন প্রতিনিধিরা। প্রায় ঘণ্টাখানেক ধরে রাজভবনে আলোচনা করেন তাঁরা। বেরিয়ে সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন কাকলি ঘোষ দস্তিদার, কুণাল ঘোষরা। 

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, "আমরা মর্মাহত। বিজেপির একজন সাংসদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, তার প্রতিকার দরকার। আমরা তাঁকে দেখেছি বিভিন্ন বিষয়ে টুইট করতে। আমরা বলেছি, মুখ্যমন্ত্রীর এই অপমান নিয়ে যেন তিনি প্রকাশ্যে মতামত। যেভাবে বাবা-মা টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন। আমরা তাঁর কঠিন শাস্তি দাবি করছি। নিঃশর্তে ক্ষমা চাইতে হবে তাঁকে। বিগত দিনে মা দুর্গাকে নিয়ে বলেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছেন। আমরা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছি।" 

এদিন কলকাতা বিমানবন্দরের বাইরে দিলীপ ঘোষের  বক্তব্য, রাজ্যপালকে দিনরাত অপমান করে তৃণমূল , অথচ এখন তাঁর কাছেই গিয়েছে দিলীপ ঘোষকে গ্রেফতার করানোর জন্য। চাইলে পুলিশ পাঠিয়ে গ্রেফতার করতেও পারে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

৩০ হাজার চাকরি তৈরি, চাকরি মেলা করবে রাজ্য: মুখ্যমন্ত্রী

 ৮:০১ PM     kolkata     No comments   

শিক্ষক পদে ১৭ হাজার চাকরি তৈরি থাকলেও রাজ্য দিতে পারছে না বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জানালেন, আরও ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে। কারা সেই চাকরি পাবেন তাও স্পষ্ট করেছেন তিনি। তিনি জানিয়েছেন, আইটিআই এবং পলিটেকনিক থেকে যাঁরা স্কিল ট্রেনিং নিয়েছেন, তাঁদের চাকরির ব্যবস্থা করবে রাজ্য। এর জন্য রাজ্য চাকরি মেলারও আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি।  মমতা বলেন, "আইটিআই ও পলিটেকনিকে স্কিল ট্রেনিং দিচ্ছি। জব ফেয়ার করছি আমরা। চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মিলিয়ে দিচ্ছি।

ইতিমধ্যেই ৩০ হাজার চাকরি তৈরি আছে। স্কিল ট্রেনিং যাঁরা নিয়েছেন, তাঁদের চাকরি দেওয়া হবে।" 

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' প্রদান অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় বাংলা দেশের মধ্যে প্রথম বলেও জানান মমতা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার মেধা সবচেয়ে গর্বের মেধা। বিশ্বকে আলোকিত করে। আলোকবর্তিকা নিয়ে যায় ঘরে ঘরে। উচ্চ শিক্ষায় কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম সারিতে রয়েছে। সিবিএসই, আইসিএসইর সঙ্গে আমাদের মান এখন এক।" এর পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে তাঁর আহ্বান, "আমাদের ছেলেমেয়েরা স্নাতক হল, আমেরিকা চলে গেল। একটা অনুরোধ, সবাই যদি বাইরে চলে যাও, তা হলে দেশে কে থাকবে। তোমরা বাইরে যাও। পড়াশোনা করে ফিরে এসো। মাতৃভূমি, জন্মভূমিকে ভুলো না। এই মাটিতেই আবার ফিরে এসো। এই মাটি তোমাকে যা দিতে পারে, অন্য কেউ তা দিতে পারে না।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুমন্তব্য নিয়ে রাজ্যপালকে নালিশ তৃণমূলের!

 ৬:৩৫ PM     kolkata     No comments   

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ইস্যু নিয়ে এবার রাজভবনের দ্বারস্থ হল তৃণমূল প্রতিনিধিদল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে এদিন বিকেলে সেখানে যান শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়-সহ ৭ জন। রাজ্যপালের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানিয়ে তাঁকে অবিলম্বে গ্রেফতারির দাবি তুলেছেন প্রতিনিধিরা।

প্রায় ঘণ্টাখানেক ধরে রাজভবনে আলোচনা করেন তাঁরা। বেরিয়ে সাংবাদিক বৈঠকে একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন কাকলি ঘোষ দস্তিদার, কুণাল ঘোষরা। 

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, "আমরা মর্মাহত। বিজেপির একজন সাংসদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, তার প্রতিকার দরকার। আমরা তাঁকে দেখেছি বিভিন্ন বিষয়ে টুইট করতে। আমরা বলেছি, মুখ্যমন্ত্রীর এই অপমান নিয়ে যেন তিনি প্রকাশ্যে মতামত। যেভাবে বাবা-মা টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন। আমরা তাঁর কঠিন শাস্তি দাবি করছি। নিঃশর্তে ক্ষমা চাইতে হবে তাঁকে। বিগত দিনে মা দুর্গাকে নিয়ে বলেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছেন। আমরা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছি।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

টেট দুর্নীতি মামলা;শহর জুড়ে তল্লাশি অভিযান CBI-এর;তল্লাশি মানিক ভট্টাচার্যের বাড়িতেও

 ৫:৪৭ PM     kolkata     No comments   

 

টেট দুর্নীতি মামলা। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি অভিযানে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দশ জনের একটি দল তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

মানিকের বাড়ির পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। বৃহস্পতিবার সকাল থেকেই টেট-দুর্নীতি মামলায় সিবিআইয়ের ৫০-৬০ জনের দল ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করেছে শহর জুড়ে। মানিকের দু-টি বাড়িতে তল্লাশি অভিযানের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। 

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আদালত নির্দেশে আরও জানিয়েছিল যে, প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। আদালতের সেই নির্দেশ মেনেই সিবিআই দফতরে হাজির হয়েছিলেন মানিক। তাঁকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। গত ২১ জুন টেট দুর্নীতি মামলার শুনানি চলাকালীন মানিককে দু-সপ্তাহের মধ্যে গোটা পরিবারের সম্পত্তির হিসাব দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছেন মানিক। এখন সেই মামলার শুনানি চলছে ডিভিশন বেঞ্চে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৬ জুলাই, ২০২২

শিক্ষার পর স্বাস্থ্য; মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন হাইকোর্টের

 ১১:৪১ PM     kolkata     No comments   

 


ফের নিয়োগে দুর্নীতির অভিযোগ। শিক্ষার পর এ বার স্বাস্থ্য দফতরে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠল। এই দুর্নীতির তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাসের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল আদালত।

এক মামলার প্রেক্ষিতে বিচারপতি হরিশ টন্ডন এবং শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ এই কমিটি গঠন করার নির্দেশে দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। এই তিন সদস্যের কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি জয়ন্তকুমার বিশ্বাস ছাড়াও থাকবেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের সচিব নরেন্দ্রনাথ দত্ত এবং কলকাতা হাই কোর্টের আইনজীবী অয়ন বন্দ্যোপাধ্যায়। চার সপ্তাহের মধ্যে এই কমিটি বেঞ্চের কাছে রিপোর্ট জমা দেবে। মামলায় আদালতের পর্যবেক্ষণ, এই নিয়োগে স্বজনপোষণ, পক্ষপাতিত্ব এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে। বাছাই করা ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে।  আদালতের মতে তাঁরা 'ব্লু আইড'(বিশেষ সুবিধাপ্রাপ্ত) হিসাবে পরিগণিত হয়েছেন। কোনও সংবিধানিক প্রতিষ্ঠানে কোনও ব্যক্তির এই আচারণ গ্রহণযোগ্য নয়। তাই সত্য খুঁজে বার করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করে বিচারপতি টন্ডন এবং শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কালী-বিতর্ক; টুইটারে তৃণমূলকে আনফলো মহুয়ার

 ১২:৪৮ PM     kolkata     No comments   

বিতর্কটা চলছিল কয়েকদিন ধরে। এবার টুইটারে তৃণমূল কংগ্রেসকে আনফলো করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলোর তালিকায় রেখেছেন বলে জানা গিয়েছে। কিন্তু বাদ গিয়েছে ঘাসফুল। সম্প্রতি 'কালী' তথ্যচিত্রের পোস্টার ঘিরে দেশজুড়ে চলছে বিতর্ক। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ কালী প্রসঙ্গে তাঁর যে মতামত ব্যক্ত করেছেন, তা নিয়েও দলের মধ্যে নতুন করে বিতর্ক দানা বাঁধে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, টিএমসি মা কালীকে নিয়ে দলীয় সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যকে সমর্থন করে না। মঙ্গলবার একটি বিবৃতি জারি করে একথা স্পষ্টভাবে জানিয়ে দেয় রাজ্যের শাসক দল।

বিবৃতিতে বলা হয়েছে, "তৃণমূল সংসদ যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত। তৃণমূল কংগ্রেস এই ধরণের বক্তব্যকে সমর্থন করে না। যে কোনও ধর্ম সম্পর্কে এমন কোনও বক্তব্য যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, তা তৃণমূল সমর্থন করে না। বরং তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সমানভাবে সম্মান দেওয়ার পক্ষে। এই ধরনের যেকোনও বক্তব্যের কড়া নিন্দা করছে তৃণমূল। "মহুয়া মৈত্র  একটি টুইট করে লেখেন, "সব সঙ্ঘ সদস্যকে বলছি, মিথ্যে কথা বলা আপনাদের আরও ভালো হিন্দু করে তুলবে না। আমি কখনও কোনও সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি, ধূমপান শব্দটিও ব্যবহার করিনি। আপনাদের পরামর্শ দেব, আপনারা তারাপীঠে মা কালীর মন্দিরে ঘুরে আসুন। সেখানে মা কালীকে কী ধরনের খাবার, পানীয় ভোগ হিসেবে দেওয়া হয়, দেখে আসুন। জয় মা তারা।" এরপর তিনি আরও একটি টুইট করে ভারতের 'সত্যমেব জয়তে' লেখা অশোক স্তম্ভের ছবি পোস্ট করেন। লীনা মণিমেকালাই নির্মিত কালী তথ্যচিত্রের পোস্টারে দেখা যাচ্ছে, হিন্দু দেবী কালী ধূমপান করছেন। এর প্রতিবাদ চলছে দেশজুড়ে। বিভিন্ন দল পরিচালকের বিরুদ্ধে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলেছেন। এর উলটো পথে হেঁটে মহুয়া মঙ্গলবার বলেন, "আমার কাছে মা কালী অন্যরকম। তিনি মাংস খান, সুরা পানকারী দেবী।" একটি সংবাদমাধ্যমে তিনি আরও বলেন, "যদি কেউ সিকিমে যায়, তাহলে দেখতে পাবে সেখানকার মানুষ দেবী কালীকে হুইস্কি ভোগ দেয়। কিন্তু আপনি উত্তরপ্রদেশে গিয়ে বলেন যে, মা কালীকে প্রসাদ হিসেবে হুইস্কি দেওয়া হচ্ছে৷ তাহলে সেটা অধার্মিক আচরণ হবে।"


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates