বেসরকারি স্কুলে অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। এই ঘটনার জল গড়িয়েছে আদালতে। মঙ্গলবার ফি বৃদ্ধি সংক্রান্ত মামলায় কড়া মন্তব্য করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, "ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না।
মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
TMC কাউন্সিলরের স্বামীকে দিল্লিতে হাজিরার নির্দেশ!
আরও চাপে রাজ্যের শাসক দল তৃণমূল। রুজিরা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটকের পর ইডির নজরে তৃণমূল কাউন্সিলরের স্বামী। কয়লা পাচার মামলায় আগামী সপ্তাহে মলয় ঘটকের 'ডান হাত' শঙ্কর চক্রবর্তীকে হাজিরা দিতে বলা হয়েছে। গত নভেম্বর মাসেও তাঁকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তী। তাঁর স্বামী শঙ্কর চক্রবর্তীকে এবার ডাকল ইডি। জানা গিয়েছে, রাজ্য়ের আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত শঙ্কর। মলয়ের প্রথম জীবনের আপ্তসহায়ক ছিলেন তিনি। এবার কয়লা পাচার মামলায় সেই শঙ্করকে তলব করায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও কয়লা পাচার মামলায় তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সেই সময় তিনি হাজিরা দেননি। সূত্রের খবর, তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি। পরিবারের দাবি, চিকিৎসার জন্য তিনি বাইরে রয়েছেন।
সোমবার, ৫ জুন, ২০২৩
নতুন নিয়োগের উদ্যোগ!
পঞ্চায়েত নির্বাচনের আগে বড় উদ্যোগ রাজ্যের। রাজ্য জুড়ে ১ লক্ষ ২৫ হাজার নতুন নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷। পঞ্চায়েত নির্বাচনের বিপুল এই কর্মসংস্থানের ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই লক্ষাধিক নিয়োগের মধ্যে স্কুলে শিক্ষক, শিক্ষিকা, রাজ্য সরকারের গ্রুপ ডি সহ বিভিন্ন দফতরে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কোন সরকারি দফতরে কত নিয়োগ হবে:-
১। প্রাথমিক শিক্ষায় ১১ হাজার শিক্ষক নিয়োগ।
২। উচ্চ প্রাথমিকে ১৪ শিক্ষক নিয়োগ।
৩। পুলিশ বাহিনীতে ২০ হাজার নিয়োগ।
৪। আবগারি দফতরে কনস্টেবল পদে ২০ হাজার নিয়োগ।
৫। গ্রুপ সি পদে ৩ হাজার চাকরি।
৬। রাজ্য সরকারের গ্রুপ ডি পদে ১২ হাজার চাকরি।
৭। রাজ্য সরকারের অন্যান্য বিভিন্ন চাকরিতে ১৭ হাজার নিয়োগ।
৮। স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স নিয়োগ।
৯। ৯ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ।
১০। অঙ্গনওয়াড়ি সহায়ক পদে ১৩ হাজারের বেশি নিয়োগ।
১১। ৭ হাজার আশা কর্মী নিয়োগ।
১২। ২ হাজার কমিউনিটি হেলথ কর্মী নিয়োগ।
রুজিরা প্রসঙ্গে চড়া সুর মুখ্যমন্ত্রীর!
বিদেশে যাওয়ার পথে বিমানবন্দরে আটক! কেন? কয়লা পাচার মামলায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপের নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, "অমানবিক জিনিস চলছে"। রুজিরা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন চড়া সুর শোনা যায় মমতার গলায়। তিনি বলেন, 'রুজিরাকে আটকানো অমানবিক। মৃত্যু মিছিলের মধ্যে দানবীয় কাজ।' বস্তুত এদিন একের পর এক ধাক্কার মুখে পড়েন অভিষেক জায়া।
রুজিরার পর মলয় ঘটক; কয়লা পাচার কাণ্ডে আইন মন্ত্রীকে তলব ইডির
কয়লা পাচার কাণ্ডে এবার রাজ্যের আইনমন্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ১৯ জুন দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে হবে মলয় ঘটককে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইমেল করে তৃণমূল বিধায়কের সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু পরপর দু-বার তিনি ইমেলের জবাব দেননি বলে সূত্রের খবর।
কয়লা পাচার মামলায় অভিষেক ব্যানার্জির স্ত্রীকে ইডির তলব!
৮ই জুন রুজিরাকে তলব ইডির। আজ অর্থাৎ সোমবার সকালেই কলকাতা বিমানবন্দর মারফত দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিবাসন দফতর তাঁকে আটকে দেয়।
বিমানবন্দরে আটকানো হল রুজিরাকে!
বিদেশ যাওয়ার পথে দমদম বিমানবন্দরে আটকানো হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সন্তানদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বিদেশ যাচ্ছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁর দুবাই যাওয়ার কথা ছিল। সেইসময়ই বিমানবন্দরে তাঁকে আটকানো হয়। শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন বলে সূত্রের খবর।
কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হয়েছে বলে অভিযোগ। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে, এই মর্মে অভিষেক আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন বলে সূত্রের খবর।