বুধবার, ৭ জুন, ২০২৩
অপেক্ষার আর ৪৮ ঘণ্টা;রাজ্যে স্বস্তির বৃষ্টি নামবে কবে থেকে?
এবার বাংলায় কিছুটা দেরিতে ঢুকবে বর্ষা। ক্যালেন্ডার মানলে বুধবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঢুকে পড়ার কথা ছিল বর্ষার। কিন্তু সেই সৌভাগ্য থেকে বঞ্চিত গোটা বাংলা। কারণ, এখনও কেরলই পৌঁছয়নি বর্ষা। আরব সাগরের তীব্র ঘূর্ণিঝড় 'বিপর্যয়ের' জেরে পশ্চিম উপকূলে দুর্বল মৌসুমি বায়ু। বর্ষা আসেনি উত্তর-পূর্ব ভারতেও। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, কেরলে বর্ষা ঢুকতে আরও ৪৮ ঘণ্টা লাগতে পারে।
কবে বর্ষার অগ্রগতি হবে, তা নিয়ে একেবারেই স্পষ্ট নয়। আপাতত প্রবল গরমই সঙ্গী বঙ্গবাসীর। ১০ জুন পর্যন্ত ১৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাকি জেলায় ভ্যাপসা গরম। আরও গুমোট হবে রাত। দফারফা হবে ঘুমের।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাতে গরম একটুও কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরে সিবিআই হানা!
আজ, বুধবার সকাল থেকেই টানটান উত্তেজনা। নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে মুহুর্মুহু বেরোচ্ছেন আধিকারিকরা। এক-একটি দলের গ্রন্তব্য রাজ্যের একাধিক পুরসভায়। পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের সল্টলেকের নগরায়ন দফতরেও হাজির হয় সিবিআই এর একটি বড় দল। সেখানে পৌঁছে বেশকিছু নথি সংগ্রহ করে, নগরায়ন দফতরের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এক আধিকারিককে নিয়ে সি বি আই দল পৌঁছয়ে সল্টলেকেরই পুর প্রশাসন ভবনে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলকে জিজ্ঞেসাবাদ করে সিবিআই আধিকারিকেরা জানতে পারেন শিক্ষা দফতরেই নয়, অয়ন শীল টাকার বিনিময়ে চাকরি করিয়ে দিয়েছেন রাজ্যের একধিক পুরসভায়। এরপরই আদালতের নির্দেশে পুর দুর্নীতি সংক্রান্ত মামলার ভার যায় সিবিআই-এর হাতে। দুর্নীতির গোড়ায় পৌঁছতে একটি বড় সিবিআই দল এদিন সকালে এসে পৌঁছয় সল্টলেক নগরায়ন ভবনে। আর এখানেই পুর মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতর। এখন থেকেই বেশ কিছু নথি সংগ্রহ করে সিবিআই তদন্তকরী আধিকারিকরা। সঙ্গে নগরায়ন দফতরের একজন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা পৌঁছন সল্টলেকের পৌর প্রশাসন ভবনে।
নতুন রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা!
অবশেষে মিলল ছাড়পত্র। রাজীব সিনহার নামে সিলমোহর দিল রাজভবন। অর্থাৎ সৌরভ দাসের পর রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা। আজ, বুধবারই দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে ২৮ মে। ২৯ মে নতুন নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু ঘটনাচক্রে তা হয়নি। এদিকে পঞ্চায়েত ভোটের দায়িত্বে থাকবে নতুন নির্বাচন কমিশনারের কাঁধে। ফলে গুরুত্বপূর্ণ সময়ে রাজ্য প্রশাসনে অভিজ্ঞ রাজীব সিনহাকেই দায়িত্বে চাইছিল নবান্ন।
মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
সব আন্দোলন কি শেষ? পদকজয়ী কুস্তিগীর দিলেন উত্তর
অলিম্পিকে স্বর্ণপদক জয়ী সাক্ষী মালিক, যিনি ভারতের রেসলিং ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ করছেন, গত সোমবার আন্দোলন প্রত্যাহার করার খবর অস্বীকার করেছেন।
এর আগে দিল্লিতে রেলের অফিসেও দেখা গিয়েছিল সাক্ষী মালিককে। তার পর থেকেই গুঞ্জনে ছড়াতে শুরু করে। কুস্তিগীররা আন্দোলন ছেড়ে চাকরিতে যেতে শুরু করেছেন। এমনই খবর রটে যায়।
রেলের অফিসে আসার বিষয়টি নিয়ে সাক্ষী বলেন, "আমার অনেক দায়িত্ব রয়েছে। ধর্নায় না না থাকলে আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কারণ আমি একজন ওএসডি এবং আমি আমার অফিসে মুলতুবি থাকা কাজ ক্লিয়ার করতে এসেছি।
এদিকে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগকারী নাবালিকা মামলা প্রত্যাহার করেছেন। সেই প্রসঙ্গে সাক্ষী বলেন, "বিক্ষোভ সম্পর্কে মানুষের চোখে ভুল ধারণা তৈরি করতে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ওরা ভাবছে এতে আমাদের জনসমর্থন কমিয়ে দেবে। হতে পারে এটা একেবারেই ভুল, যতক্ষণ না আমরা ন্যায়বিচার না পাব, ততক্ষণ পর্যন্ত আমরা পিছিয়ে যাব না।
'জনসংযোগ কর্মসূচি আটকাতেই বিজেপি এমনটা করেছে'; বিস্ফোরক অভিষেক
সন্তান-সহ স্ত্রীকে বিমানবন্দরে বাধা। গতকাল থেকে এই খবর নিয়ে চর্চা চলছে গোটা রাজ্য জুড়ে। এবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে বাধা প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, জনসংযোগ কর্মসূচি আটকাতেই বিজেপি এমনটা করেছে। এর পাশাপাশি তিনি গোটা বিষয়টা নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, "আমাকে আটকাতে হবে। সেই কারণে যাত্রা বিঘ্ন করতে চাইছে ওরা।
ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ISF-TMC সংঘর্ষ!
পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনা ততই বাড়ছে। রাজনীতির হাত থেকে রেহাই নেই বালেশ্বর দুর্ঘটনায় মৃতের পরিবারেরও! তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত কাকদ্বীপ।