প্রতিশ্রুতি মেনে গতবছর দীপাবলির আগেই ৭৫,০০০ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখনই 'রোজগার মেলা' কর্মসূচির সূচনা করেন মোদী। আবারও বহু যুবার হাতে চাকরি তুলে দিলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
অবশেষে রাজ্যে বর্ষা শুরু, আগামী ৫ দিন ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা
অবশেষে রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলায় বর্ষা প্রবেশ করেছে, ইতিমধ্যে তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষা প্রবেশ করেছে।
সোমবার, ১২ জুন, ২০২৩
মিনাখাঁয় CPIM কার্যালয় ঘিরে রেখে মনোনয়ন আটকানোর চেষ্টা তৃণমূলের, আক্রান্ত সায়নদীপ
উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় সিপিআইএম সমর্থকদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। বোমা, পিস্তল নিয়ে তাদের পার্টি অফিস ঘিরে রেখেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ সিপিএমএর।
'১৪৪ ধারা তৃণমূলই মানে না'; কটাক্ষ দিলীপের
ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছে পঞ্চায়েত ভোটে ভোট কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। সোমবার এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, তৃণমূলেন নেতা কর্মীরাই ১৪৪ ধারা মানবেন না। দিলীপ ঘোষের অভিযোগ, পুলিশ নাই সিভিক পুলিশ লাঠি হাতে গরু তাড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের গায়ে হাত বোলাচ্ছে। বোঝাই যাচ্ছে সেটিং।
এদিকে মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি নিয়েও কড়া বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি অভিষেককে কটাক্ষ করে বলেছেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সুপার সিএম মনে করছেন। সিএম তো আছেন ! তার উপরে চমকে ধমকে উনি সবাইকে ঠান্ডা করবেন সেই অধিকার ওনাকে কে দিয়েছে।'
পিছোবে এবারের পঞ্চায়েত ভোট? বাড়তি সময়ের পক্ষে হাইকোর্ট
পঞ্চায়েত ভোটে মনোনয়নের দিন না বাড়ালেও প্রতিদিন মনোনয়ন দাখিলের দু-ঘণ্টা বাড়ানোর প্রস্তাব দিল রাজ্য নির্বাচন কমিশন। এ দিন পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে এই প্রস্তাব দেন কমিশনের আইনজীবী।
আজ হাইকোর্টে সওয়াল জবাব চলাকালীন বার বারই মনোনয়ন পর্ব কম সময় নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
হাইকোর্টের কমিশনের আইনজীবী যুক্তি দেন, পঞ্চায়েত আইন অনুযায়ী মনোনয়নের সময়সীমা একদিনই বাড়ানো সম্ভব। মনোনয়নের দিন বাড়ানোর বদলে প্রতিদিন ১১ থেকে ৩টের বদলে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন দখলের সময়সীমা বাড়া্নোর প্রস্তাব দেন কমিশনের আইনজীবী।
এ দিন অবশ্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট করানো নিয়েও কমিশনের অস্বস্তি বাড়িয়েছেন প্রধান বিচারপতি৷ শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের অবস্থানের পুনর্মূল্যায়ন করা উচিত।
মালদহে তৃণমূল ছেড়ে সিপিআইএমে!
পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তির খবর আসছে বিভিন্ন জেলা থেকে। অনেক জায়গাতেই সামনে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ঠিক তখনই তৃণমূল ছেড়ে অন্য দলে নাম লেখানোর ঘটনাও সামনে আসছে। যেমন মালদার মানিকচকের ঘটনা।
মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস কর্মাধ্যক্ষ আসাউদজামান, ১৩৫ নম্বর বুথের বুথ সভাপতি রিঙ্কু আলম-সহ প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করেছেন বলে দাবি। সিপিআইএম নেতা মহম্মদ ইয়ামানুদ্দিনের হাত ধরে আসাউদজামান তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিয়েছেন। আসাউদজামান বলেন, 'তৃণমূলে দালালের রাজ চলছে। দলের ভাবমূর্তি আমার পছন্দ হল না। তাই আমি তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলাম।'
তৃণমূলের দাবি, দলবদলকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এনায়েতপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মহম্মদ তাফাজ্জাল হোসেনের দাবি, 'তৃণমূলের টিকিট না পাওয়ার কারণেই সিপিআইএমে যোগদান করেছে।'