Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ২৪ জুন, ২০২৩

দলের ৫৬ কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল তৃণমূল!

 ৯:৪৫ PM     kolkata     No comments   

প্রতি বারের মতন এবারের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে বিরোধীদের মনোনয়ন জমা দিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।  পাশপাশি তৃণমূল কংগ্রেসও ব্যতিব্যস্ত দলের মনোনয় নিয়ে। টিকিট না পেয়ে অনেকেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

টিকিট বিলির ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অন্যদিকে অনুগামীরা টিকিট না পাওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুল করিম চৌধুরী ও হুমায়ুন কবীরের মতো বিধায়ক। এই ইস্যুতে এবার কড়া পদক্ষেপ নিল দল। পঞ্চায়েতে ভোটে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়ে তা তুলে না নেওয়ায় ৫৬ জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। দলের তরফে আগেই বলা হয়েছিল, নির্দল হয়ে যারা মনোনয় জমা দিয়েছিলেন তা তুলে নিন। ভবিষ্যতে দল তাদের পাশে থাকবে। কিন্তু না তুললে দল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। সেটাই শেষপর্যন্ত করা হল।

শনিবার দলের মোট ৫৬ জনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে নদিয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি। সেখানে সাসপেন্ড হয়েছেন ২১ জন। উত্তর দিনাজপুরের রয়েছেন ১৭ জন এবং বাকীরা রয়েছেন অন্যান্য জেলায়। তালিকায় আরও যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, এতে দলের অস্বস্তি বাড়বে না। বরং দল যে তার সিদ্ধান্তে অনড় তা জানিয়ে দেওয়া হল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ!

 ৬:১৫ PM     kolkata     No comments   

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে কয়েকঘন্টা আগেই। অবশেষে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। রাজ্যের সমস্ত জেলাতেই আজ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিক কমলেও দক্ষিণের জেলাগুলিতে ক্রমশই বাড়বে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে শনি ও রবিবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। মৌসুমী বায়ুর প্রভাবে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই কমেছে। তার মধ্যেই ঘূর্ণাবর্ত দোসর হওয়াতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রির কাছাকাছি কমবে। 

এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। তা হলে উপকূলবর্তী জেলাগুলি সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ক্রমশ। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও রবিবার পর্যন্ত বৃষ্টি বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শনিবার থেকে একটু কমলেও হালকা বৃষ্টি দিনভরই জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ভোটের আগে শতাব্দীর মুখে অনুব্রত স্তুতি!

 ৫:৩১ PM     kolkata     No comments   

পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে আগেই। এমন সময় বীরভূমে নেই অনুব্রত। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত এখন তিহাড় জেলবন্দি। তাঁকে ছাড়াই ভোটের প্রচারে ব্যস্ত বীরভূমের তৃণমূল নেতৃত্ব। ভোটপ্রচারে বেরিয়ে সেই অনুব্রতকে স্মরণ করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শতাব্দী। সিউড়িতে ভোট প্রচারের ফাঁকে তিনি বলেন, "যে দলের জন্য এতদিন কাজ করেছে, তাঁকে মনে না রাখা অকৃতজ্ঞতা। আমি মনে করি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এখন আইনের জন্য বাইরে রয়েছেন। এতদিন যিনি কাজ করেছেন, ভবিষ্যতেও করবেন।"

গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন অনুব্রত। রাজনৈতিক মহলের মতে, তা তৃণমূল নেতৃত্বের জন্য বড়সড় ধাক্কা। তবে তা সত্ত্বেও অনুব্রতর জন্য দলীয় স্তরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গত বছর আগস্টে গ্রেপ্তারির পর প্রায় দশমাস কেটে গেলেও জেলা তৃণমূল সভাপতি পদে আসীন 'কেষ্ট'। বারবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও অনুব্রতকে নিয়ে সহানুভূতির সুর শোনা গিয়েছে। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য ফিরহাদ আবার অনুব্রতকে বাঘ বলে দাবি করেছিলেন। শতাব্দীও বারবার অনুব্রতর কথা বলেছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৩১৫ কোম্পানি বাহিনী কোথায় যাবে; তা এখনও সিদ্ধান্ত হয়নি

 ৪:৫২ PM     kolkata     No comments   

৩১৫ কোম্পানি বাহিনী কোথায় যাবে, এখনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য নির্বাচন কমিশন। ফলে এখন সেই রাজ্যগুলিতেই কেন্দ্রীয় বাহিনী আছে। দু-দিন উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সমন্বয় সাধন নিয়ে।

যদিও এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। কমিশন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। 

এদিকে বাহিনী চাইছে কোর্টের চাপে ওদিকে দায়িত্ব দেয়নি কমিশন। ফলত কমিশন এখনও বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত না জানাতে পারায় এখনও বাহিনী যেখানে থাকার সেখানেই আছে বলে জানানো হচ্ছে। তার মানে এক কথায় পঞ্চায়েতে বাহিনী নিয়ে টানাপোড়েন এখনও চলছে, আর সেই ঘটনা দীর্ঘ হতে পারে বলেও মনে করা হচ্ছে। 

অন্য দিকে, যে জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে সেই জেলাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বে বা অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যে জায়গাগুলিতে অশান্তির ঘটনা ঘটেছে, সেখানে রুটমার্চ শুরু করাতে হবে বলে জানানো হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৩ জুন, ২০২৩

২০ হাজারের বেশি মনোনয়ন প্রত্যাহার হল কেন? কমিশনের তথ্য তলব আদালতের

 ৫:৪৩ PM     kolkata     No comments   

 

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝে, আদালত অবমাননার মামলায় কমিশনের কাছে হলফনামা তলব কলকাতা হাই কোর্টের। ৪৮ ঘণ্টা পরেও কেন আদালতের নির্দেশ মানা হল না? কেন সময় নষ্ট করা হল? হলফনামার মাধ্যমে জানতে হবে আদালতকে। পঞ্চায়েত নির্বাচনে ২০ হাজার ৫৮০জন কেন মনোনয়ন প্রত্যাহার করলেন, তাও জানাতে হবে কমিশনকে। আগামী ২৭ জুন হলফনামা তলব করা হয়েছে। ২৮ জুন এই মামলার পরবর্তী শুনানি। 

এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য মজুমদার আদালতে জানান, "কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির নির্দেশের পরেও কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেনি। উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি করা হয়। অকারণে সময় নষ্ট করা হয়েছে। নির্বাচনে নিরপেক্ষতার কথা বলা হলেও কমিশন তা পালন করছে না। ২০ হাজার ৫৮০ জনের মনোনয়ন বাতিল করেছে।

এই অবস্থায় আমরা একজন প্রাক্তন বিচারপতিকে নির্বাচন পরিদর্শকের দায়িত্ব দিয়ে নির্বাচন করার আবেদন জানাচ্ছি।" 

কমিশনের আইনজীবীর সওয়াল, "আমরা আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম। আমাদের ৩১৫ কোম্পানি দেওয়া হয়েছে। আজ আবার চিঠি দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পশ্চিমবঙ্গের দক্ষ আইএএস আধিকারিকদের পর্যবেক্ষক রাখা হয়েছে। প্রয়োজনীয় ৮২২ কোম্পানি পেলেই আমরা মোতায়েন করব বাহিনী। কেন্দ্র আদালতে জানিয়েছে, বাহিনী মজুত আছে। আর চাইলাম যখন তখন প্রয়োজনের কম বাহিনী পাঠাচ্ছে। এদিকে, আদালত অবমাননার মামলা দায়ের হয়ে যাচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট করতে সবরকম ব্যবস্থা নিচ্ছে কমিশন।" সওয়াল জবাব শোনার পর প্রধান বিচারপতি বলেন, "নির্দেশ না মানলে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমার কাছে বেশ কয়েকটি মামলা এসেছিল। যেখানে দেখা যাচ্ছে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা করতেই পারেননি? এটা কাম্য নয়। খুব একটা বিশ্বাসযোগ্য নয়।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

২৪-এ বিজেপি জিতলে দেশে আর ভোটই হবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

 ৫:৩৪ PM     kolkata     No comments   

বিজেপি যদি ২০২৪-এর ভোটে জিতে ক্ষমতায় আসে তাহলে ভবিষ্যতে দেশে আর কোনও নির্বাচনই হবে না। এ দিন পটনায় বিরোধীদের বৈঠকে এমনই দাবি করলেন তৃণমূল নেত্রী তথা বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাহুল গান্ধি, নীতীশ কুমার সহ বিরোধী নেতাদের সামনেই মমতার অভিযোগ, রাজ ভবন থেকে সমান্তরাল সরকার চালানো হচ্ছে বাংলায়। এ দিন পটনায় ১৭টি বিরোধী দলের নেতারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ করতে বৈঠকে বসেন।

মমতা ছাড়াও তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং ডেরেক ও ব্রায়েন। ২০২৪-এর নির্বাচনে বিরোধীরা একজোট হয়েই লড়বেন বলে এ দিনের বৈঠকে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের রাজ্যের প্রভাবশালী মন্ত্রীর কাছে ইডির নোটিস!

 ৫:২৬ PM     kolkata     No comments   

হাজিরা এড়িয়েছেন মন্ত্রী মলয় ঘটক। গত বুধবার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু, মলয় ঘটক চিঠি দিয়ে জানান, পঞ্চায়েত নির্বাচনের জন্য ব্যস্ত তিনি রয়েছেন, তাই বর্তমানে তিনি হাজিরা দিতে অপারগ। নির্বাচন মিটে যাওয়ার পরে তিনি যেতে পারবেন বলে আইনজীবী মারফত জানিয়েছেন মলয়। কিন্তু সূত্রের খবর, ইডি মলয় ঘটকের এই সময় চাওয়ার আবেদন খারিজ করেছে। ফের মলয় ঘটককে নোটিস দিল ইডি।

এ মাসেই ২৬ জুন দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়েছে তাঁকে। এছাড়াও অনুপ মাঝি লালাকে দিল্লতে আগামী ২৯ জুন তলব করেছে ইডি। 

ইডির দাবি, মলয় ঘটকের হাজিরা না দেওয়া আদতে আদালত অবমাননার শামিল। সেই কারণে, ফের তাঁকে নোটিস পাঠানো হল। জানা গিয়েছে, আদালতেও মলয় ঘটকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনবেন ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, এর আগে তিন বার তাঁকে নোটিস দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ মেনে, তাঁর সঙ্গে কথা বলে পনেরো দিন আগে তাঁকে নোটিস পাঠানো হয়। তাহলে হঠাৎ সমস্যা হল কেন? প্রশ্ন ইডির

অন্যদিকে, মলয় ঘটকের দাবি, যখন তাঁর সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যোগাযোগ করা হয়, তখন তিনি জানতেন না কবে পঞ্চায়েত ভোট। এর মধ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে ফের অস্ট্রেলিয়ার কাছে বিরাট ধাক্কা ভারতের!
    টি-২০ বিশ্বকাপে বেশ ভাল ছন্দে টিম ইন্ডিয়া। টানা ৭ ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয়...
  • টি২০ ক্রিকেটকে বিদাইয়ের পরেই রোহিতের কথায় ফের জল্পনা!
      বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নিতে উঠে মঞ্চেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এর কয়েক ঘন্টা পরেই অবসর ঘোষণা করলেন রোহিত। সেই সঙ্গ...
  • বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? কী বলছে নিয়ম
    লড়াই শেষে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। ২৯ জুন শনিবার ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মা ও এডেন মার্করামে...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates