ভারতে বিশাল বিনিয়োগ করতে চলেছেন সংযুক্ত আরব আমিরশাহীর সংস্থা লুলু গ্রুপ। দেশের নানা প্রান্তে শপিং মল খুলতে চলেছে এই সংস্থা। আগামী কয়েক বছরের মধ্যেই দেশে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে সংস্থাটি। তার ফলে অন্তত ৫০ হাজার নিয়োগ হবে বলেই আশাবাদী আরবের সংস্থাটি। হায়দরাবাদে ডেস্টিনেশন মল তৈরি থেকে শুরু করে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে।
মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ শতাব্দী রায়!
আবারও পঞ্চায়েত ভোট প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল হেভি-ওয়েট সাংসদ শতাব্দী রায়। দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের মানুষের অভিযোগ, তাঁরা পানীয় জল-সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন সাংসদ। তাতেও ক্ষোভ মেটানো যায়নি। সাংবাদিকদের প্রশ্নের মুখে বিরক্ত শতাব্দী। বললেন, "একই প্রশ্নের উত্তর বারবার দিতে ভাল লাগছে না।" মঙ্গলবার সকালে দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের মন্দিরে পুজো দেন শতাব্দী রায়। সেখান থেকে বেরিয়ে হেঁটে সভাস্থলের দিকে যাচ্ছিলেন তিনি। সেইসময় তাঁকে ঘিরে ধরে গ্রামবাসীরা অভাব-অভিযোগ জানাতে থাকেন।
সোমবার, ২৬ জুন, ২০২৩
পঞ্চায়েত ভোটের আগে 'কর্মসংস্থান' নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর!
পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার থেকে প্রচারের শুরুর দিতেই কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে জয়ের আগে গোটা বাংলাজুড়েই একটা বুকধুকপুক শোনা গিয়েছিল। একের পর এক বটবৃক্ষদের তৃণমূল ত্যাগে ভরাডুবির ভবিষ্যতবাণীও করেছিলেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। যদিও ভোটের ফলাফল তার ধারেকাছ দিয়েও ঘেষেনি। বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল।
ভাঙড়ে ফের মনোনয়নের সুযোগ দিতে হবে; নির্দেশ আদালতের
আইএসএফের মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আদালত এদিন স্পষ্ট বলেছে, আইএসএফের যে ৮২ জন মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়ন দেওয়ার বন্দোবস্ত করতে হবে।
মনোনয়ন পর্বের শেষ দিন অর্থাৎ ১৫ জুন আদালত নির্দেশ দিয়েছিল, ভাঙড়ের আইএসএফ প্রার্থীদের পুলিশি এসকর্ট করে বিডিও অফিসে পৌঁছে দিতে হবে। সেদিনই বিডিও অফিসের অদূরে তিনটি খুনের ঘটনা ঘটেছিল। আইএসএফ আদালতে দ্বারস্থ হয়ে জানায়, আদালত নির্দেশ দিয়েছিল তাদের প্রার্থীদের পুলিশি নিরাপত্তা দিয়ে মনোনয়ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার। অনেকে পৌঁছেছিলেন, অনেকে বাধার কারণে পারেননি। যাঁরা পৌঁছেছিলেন, তাঁদের অনেকের মনোনয়ন বাতিল করা হয়। এরপর স্ক্রুটিনি ও প্রত্যাহার পর্ব মিটে যাওয়ার পর দেখা যায় ১০টি আসনে তৃণমূল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে। এদিন বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, গণতন্ত্রে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জেতা কখনও নজির হতে পারে না।
এখন দেখার, কমিশন কী উদ্যোগ নেয়। তারা কি আদৌ মনোনয়নের বন্দোবস্ত করবে, নাকি সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবে।
এখনই বন্ধ হোক পঞ্চায়েত ভোট, জারি হোক জরুরি অবস্থা
এবারের পঞ্চায়েত নির্বাচন বন্ধ করা হোক। রাজ্যে জারি হোক জরুরি অবস্থা। এই আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হল মামলা। মামলা করলেন এক আইনজীবী। আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। মনোনয়ন পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলেছে। প্রচার প্রক্রিয়ায় সেই অশান্তি অব্যাহত। ইতিমধ্যে প্রাণ গিয়েছে ১০ জনের।
পঞ্চায়েতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ!
উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও-র বিরুদ্ধে দুই প্রার্থীর মনোনয়ন পত্রে কারচুপির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দুই সিপিএম প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এ দিন সেই নির্দেশের উপরেই স্থগিতাদেশ জারি করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
ওই দুই সিপিএম প্রার্থী ওমজা বিবি এবং কাশ্মীরা বিবি হাইকোর্টে মামলা করে অভিযোগ করেছিলেন, যথাযথ ভাবে মনোনয়ন পত্র জমা দেওয়াক পরেও ইচ্ছাকৃত ভাবে তাঁদের মনোনয়ন পত্র বাতিল করে দেন উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও বা রিটার্নিং অফিসার।
এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার৷ রাজ্যের সেই আবেদনে সাড়া দিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সিবিআই তদন্তের পরিবর্তে এ দিন এক সদস্যের কমিশন গড়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে-র কমিশনের নজরদারিতেই উলুবেড়িয়া-১ ব্লকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে রাজ্য পুলিশ। তিন সপ্তাহের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার কাছেই রিপোর্ট পেশ করবে প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে-র কমিশন।
যদিও তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশে আপত্তি জানান দুই সিপিএম প্রার্থীর আইনজীবী। তবে সেই আবেদনে সাড়া দেয়নি জিভিশন বেঞ্চ।
কলকাতা সহ ছয় জেলায় বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা!
এতদিন বর্ষার জন্য অপেক্ষা করছিলেন বঙ্গবাসী। কিন্তু বাংলায় বর্ষার আগমন হলেও গত কয়েকদিনে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলছিল না। যদিও এ দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি।