ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক চন্দন বন্দোপাধ্যায় পরলোক গমন করলেন। আজ, বৃহস্পতিবার (২৯ জুন) বেলা ১১টায় তাঁকে ইস্টবেঙ্গল তাঁবুতে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রাজ্যে!
ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এমনকী ভারী বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার আশঙ্কাও রয়েছে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা কথাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং বাড়বে তাপমাত্রা।
বুধবার, ২৮ জুন, ২০২৩
নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে তলব ইডির!
নির্বাচনের মুখে আরও চাপে তৃণমূল। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার তাঁকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছে।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "তদন্তের মূল বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কিন্তু ভোটের আগে সময় দেখলে সন্দেহটা হয়। ডাকার উদ্দেশ্যটা কী? যখন পুরোদস্তুর ভোটের প্রক্রিয়া চলছে, সায়নী নিজেও ভোটপ্রচারে ব্যস্ত তখন তৃণমূলের ভোটটাকে বিঘ্নিত করার জন্য এই ধরনের ডাকাডাকি।"
'এক দফায় ভোট, প্রস্তুতিও সেইভাবেই নিতে হবে'
এবার পঞ্চায়েত ভোটে পোলিং অফিসারদের তথ্য ফাঁস। কীভাবে? হাইকোর্টে সমালোচনার মুখে রাজ্য নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের মন্তব্য, 'এক দফায় ভোট, তাই প্রস্তুতিও সেইভাবেই নিতে হবে। ভোটের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখা যাবে না'।
৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটে একদফাতেই। কোন জেলায় কত সিআরপিএফ, বিএসএফ ও সিআইএসএফ মোতায়েন করা হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেই তা ঠিক করতে বলেছিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত, ১১ জেলায় CRPF, ৬ জেলায় CISF ও ৯ জেলায় BSF-কে পাঠানো হবে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন থাকবে মুর্শিদাবাদে। চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনে।
এদিকে বিপদে ভোটকর্মীরা। অভিযোগ, কোন বুথের দায়িত্বে কে? পঞ্চায়েত ভোটে পোলিং অফিসারদের তালিকা ফাঁস হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপে। সঙ্গে ফোন নম্বরও! নিরাপত্তাহীনতায় ভুগছেন ভোটকর্মীদের একাংশ। মামলা গড়িয়েছে হাইকোর্টে। এদিন সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আদালতের প্রশ্ন, 'পোলিং অফিসারদের তথ্য কীভাবে ফাঁস হল'? হলফনামায় কমিশনের দাবি, 'এখন অনেক পথ আছে, কী করে আটকানো যাবে'? এরপরই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের মন্তব্য, '২০১৩ সালে পাঁচ দফায় ভোট হয়েছিল, এবার একদফায় ভোট। প্রস্তুতি সেইভাবে নিতে হবে। এত সময় নষ্ট করা যাবে না। কমিশনের যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে কেন রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে সুপ্রিম কোর্টে মামলা করল'?
মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
'প্রধানমন্ত্রীর থেকে ১০ গুণ জেদ আমার,' নদিয়ার সভা হুঙ্কার অভিষেকের
নদিয়ার সভা থেকে রাজ্যের বিরোধী দলগুলির উদ্দেশ্যে একের পর এক কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "প্রধানমন্ত্রীর থেকে ১০ গুণ জেদ আমার। দিল্লির বুক থেকে টাকা ছিনিয়ে আনব। কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বিজেপি নেতারা। মানুষের টাকা মেরে ফুলে ফেঁপে উঠেছে। বিজেপির কোনও নেতা ভোট চাইতে আসলে বলুন, শেষ চার বছরে কি কাজ করেছেন? রিপোর্ট কার্ড কোথায়? জেনে রাখুন বিজেপি আসলে উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে।
অভিষেক বলেন, "গদ্দার, মীরজাফর বিজেপিতে। বিজেপির সব আছে মানুষ নেই। আমাদের কাছে ইডি, সিবিআই নেই। কিন্তু মানুষ আছে। ধন্যবাদ জানাই হাইকোর্টকে, কেন্দ্রীয় বাহিনীর জন্য। প্রতি বুথে ৫ জন করে কেন্দ্রীয় বাহিনী দিন। এতে তৃণমূলের ভোট আরো বাড়বে, বিজেপির ভোট কমবে। পঞ্চায়েতে ১০০ শতাংশ মনোনয়ন হয়েছে এবার। আগের বার ৩৪ শতাংশ আসনে নির্বাচন হয়নি।"
স্ত্রীর মৃত্যু, অন্ত্যেষ্টি যোগ দিতে আদালতের দ্বারস্থ কালীঘাটের কাকু
স্ত্রীর অন্ত্যেষ্টি কাজে যোগ দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের কাছে জরুরি জামিনের আবেদন জানিয়েও স্বস্তি পেলেন না সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। আদালত জানিয়ে দিল, এ বিষয়ে হস্তক্ষেপ করবে না তারা। তবে জেল কর্তৃপক্ষ চাইলে নিয়ম মেনে সুজয়কৃষ্ণ ভদ্রকে প্যারোলে ছাড়তে পারে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর পাশাপাশি সুজয়কৃষ্ণ ভদ্র জরুরি জামিনের যে আবেদন করেছেন, আগামী শুক্রবার তার শুনানি হবে বলও জানিয়ে দিয়েছে আদালত। এ দিন সকালেই প্রয়াত হয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর স্ত্রী।
সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী কিশোর দত্ত আদালতের কাছে অন্তত ১৫ দিনের জামিনের আবেদন জানান। যদিও বিচারপতি তীর্থঙ্কর দত্ত জানিয়ে দেন, সেটা পরে বিবেচনা করবো। জেল যদি প্যারোল দেয় আদালতের আপত্তি নেই।
যদিও ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করতে গিয়ে পাল্টা দাবি করেন, এসকর্ট বা পুলিশি নিরাপত্তা ছাড়া সুজয়কৃষ্ণ ভদ্রকে জামিন দিলে তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কার কথা শুনে বিচারপতি জানান, জেল কর্তৃপক্ষ প্যারোলে মুক্তি দিলে এসকর্ট দিয়েই তা করতে হবে।
ফিরল ২০২১-এর স্মৃতি; পায়ে এবং কোমরে চোট মুখ্যমন্ত্রীর
সেবকে সেনা ছাউনিতে হেলিকপ্টারের জরুরি অবতরণ করতে গিয়ে চোট পাওয়ার পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হল এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, পায়ে এবং কোমরে চোট লাগে মুখ্যমন্ত্রীর। সেবকের সেনা ছাউনিতেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয় বলে জানা গিয়েছে। এর পর বাগডোগরা থেকে বিমানে কলকাতায় পৌঁছনোর পর সরাসরি মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার ভোট প্রচারে বেরিয়েই বিপত্তির মুখে পড়লেন মুখ্যমন্ত্রী। এ দিন জলপাইগুড়িতে সভার পর হেলিকপ্টারে বাগডোগরা আসছিলেন তিনি। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে মাঝ আকাশে আচমকা্ই দুর্যোগের মধ্যে পড়ে যায় মুখ্যমন্ত্রীর চপার। ঝুঁকি না নিয়ে সেবকের সেনা ছাউনিতে হেলিকপ্টার জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন দুই পাইলট। জরুরি অবতরণের সময়ই প্রবল ঝাঁকুনিতে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর।