Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৫ জুলাই, ২০২৩

মমতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ; আদালতে শুভেন্দু

 ৬:৪৩ PM     kolkata     No comments   

পঞ্চায়েত ভোটের বাকি আর কয়েকদিন। এমন সময় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে বিরোধী পক্ষ। কারণ বুধবার অধীর চৌধুরীর আবেদন খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে একদফাতেই হবে পঞ্চায়েত নির্বাচন। এবার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে 'মডেল কোড অফ কন্ডাক্ট' বা ভোটের আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে। তাঁর সরাসরি অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

বিরোধী দলনেতার অভিযোগ, একটি রাজনৈতিক দলের ব্যবহার করা প্রচারমূলক নম্বর সরকারি নম্বর হিসেবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। সেখানে 'সরাসরি মুখ্যমন্ত্রী' কর্মসূচির বিরুদ্ধে মামলা করেছেন বিরোধী দলনেতা। সেই কর্মসূচি নাকি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, এমন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু।

তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নির্বাক হয়ে রয়েছে। সে কারণেই হাইকোর্টের পদক্ষেপ চেয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। প্রথমে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা যায়, যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান। 

বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন বিরোধী দলনেতা। আদালত শুভেন্দুকে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।  বৃহস্পতিবার শুনানি হবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। এর সঙ্গেই জলপাইগুড়িতে শাসকদলের লোক টাকা বিলি করছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ডাক উপেক্ষা সায়নীর;এবার কি বড় ব্যবস্থা ইডির?

 ৬:২৯ PM     kolkata     No comments   

বুধবার ইডি দফতরে হাজিরা দিলেন না তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। তবে, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত তিনি। বুধবার বর্ধমান জেলার গলসিতে নির্বাচনী প্রচার অংশ নিতে দেখা গেল তৃণমূল যুব নেত্রীকে। যদিও পঞ্চায়েত প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে ইডি-কে ইমেল করেছেন তিনি। যদিও সায়নী ঘোষ আজকে হাজিরা না দেওয়াকে ইডি আধিকারিকরা মনে করছেন তিনি একেবারে তদন্তে অসহযোগিতা করলেন। 

তিনি একটি চিঠি পাঠিয়ে সেখানে উল্লেখ করেছেন, তিনি পঞ্চায়েত ভোটের প্রচারে রয়েছেন। সেই কারণেই ইডি অফিসে আসতে পারছেন না। যদিও যাবতীয় নথি ইডি দফতরে পাঠিয়েছেন তিনি। ইডির কাছে সায়নী আর্জি জানিয়েছেন, ভোটের পরে তাঁকে সময় দেওয়া হোক, তিনি যে কোনও দিন হাজিরা দিতে পারবেন। 

যদিও ইডি সূত্রে খবর, প্রথম দিন জিজ্ঞাসাবাদের পরেই সায়নীকে বলা হয়েছিল তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। সেই সূত্রেই শুক্রবার আসার কথা বলেছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু এরপরে সায়নী ঘোষ নিজেই ৫ জুলাই হাজিরা দেওয়ার জন্য সময় নিয়েছিলেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বুধবার নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা ছিল সায়নীকে। তদন্তকারী আধিকারিকরা বলছেন, সায়নী নিজেই ডেট নিয়েছিলেন ৫ তারিখের জন্য। কিন্তু এরপরেও তিনি আসলেন না। সেই কারণে ইতিমধ্যেই আইনি পরামর্শ নিচ্ছেন ইডি অফিসাররা।

ইডির দাবি, নিজেই তারিখ নিয়ে সেই দিন আসলেন না মানে তদন্তে অসহযোগিতা করা হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। কারণ তারা জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করতে পারলেন না। বস্তুত, বুধবার ফের তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু, এদিন তিনি হাজিরা দিলেন না। সকাল সকালই পোঁছে গেলেন পূর্ব বর্ধমানের গলসিতে৷ হুডখোলা গাড়িতে বসে দু-পাশে তৃণমূল কর্মী সমর্থক নিয়ে পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে প্রচার করতে দেখা গেল তৃণমূল যুবনেত্রীকে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

ভোটের আগেই বদলে গেল বিজেপি-র রাজ্য সভাপতি!

 ৫:৩৭ PM     India     No comments   

লোকসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের সংগঠনে অনেক বড় পরিবর্তন করেছে তাঁরা। বিভিন্ন রাজ্যের সভাপতি বদল করেছে দলটি। ঝাড়খণ্ডের সভাপতি করা হয়েছে বাবুলাল মারান্ডিকে। এর পাশাপাশি সুনীল জাখরকে পঞ্জাবের সভাপতি করা হয়েছে। এর বাইরে তেলেঙ্গানায় দলের নতুন সভাপতি করা হয়েছে জি কিষাণ রেড্ডিকে।

একই সঙ্গে, অন্ধ্রপ্রদেশে দলের সভাপতি করা হয়েছে ডি পুরন্দেশ্বরীকে। বাবুলাল মারান্ডি ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগ দেন। তাকে বিরোধীদলীয় নেতাও করা হয়। তবে এখন লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে তাঁকে। তার মানে এখন তিনিই হবেন ঝাড়খণ্ড বিজেপির নতুন সভাপতি। একইভাবে সুনীল জাখর, যিনি একসময় কংগ্রেসের বড় নেতা ছিলেন, তাকে পঞ্জাব বিজেপির সভাপতি করা হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিদেশে শ্যুট চলাকালীন আহত শাহরুখ খান!

 ৫:২১ PM     Entertainment     No comments   

লস অ্যাঞ্জেলসে শ্যুট চলাকালীন আহত শাহরুখ খান। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, নাকে চোট পেয়েছেন অভিনেতা। 'পাঠান'-এর পর আরও একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা।

সেখানেই সেটে ছোট একটি দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এর পর যদিও তিনি ভারতে ফিরে আসেন। আপাতত সুস্থ কিং খান। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, শ্যুট করতে গিয়ে নাকে চোট পান শাহরুখ। তাঁর নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। তবে খুব গুরুতর চোট লাগেনি তাঁর। একটি ছোট সার্জারির পর আপাতত সুস্থ শাহরুখ। এ বিষয়ে যদিও শাহরুখ বা তাঁর টিম এখনও কোনও মন্তব্য করেননি। তবে 'বাদশাহ'-র অসুস্থতার খবর শুনে উদ্বেগে অনুরাগীরা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রতি বুথে ৫০-৫০ অনুপাতে কেন্দ্রীয় বাহিনী; নির্দেশ আদালতের

 ৫:১৩ PM     kolkata     No comments   

কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এ বার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সময় প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য বাহিনী মিলিয়ে মিশিয়ে রাখার নির্দেশ দেওয়া হল আদালতের তরফ থেকে।

একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে এই নির্দেশ দিল হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ আইজি বিএসএ, নোডাল অফিসারদের৷ বুথে সশস্ত্র বাহিনী রাখতে হবে, এখানে ৫০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকবে, ৫০ শতাংশ রাজ্যের বাহিনী থাকবে। ভোট গণনার দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে রাখার জন্য আগে থেকেই দাবি করছিল বিরোধী দলগুলি। সেই নির্বাচন কমিশনেও একাধিক দাবি জানানো হয়েছিল। সেই নিয়ে মামলাও হয়। এ দিকে এর আগেই রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেয়, প্রতিটি বুথে সশস্ত্র বাহিনী থাকবে। আর সেই পথেই এ বার আরও নির্দিষ্ট করে নির্দেশ দিল আদালত। আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হল, বাহিনী থাকবে মানে, সেই বাহিনীতে থাকবে রাজ্যের সশস্ত্র বাহিনী ও কেন্দ্রের সশস্ত্র বাহিনী। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৩ জুলাই, ২০২৩

শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ খবর, নয়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ

 ১১:৫৬ PM     kolkata     No comments   

পঞ্চায়েত নির্বাচনের মুখে বড় সিদ্ধান্ত নিল পর্ষদ। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগপত্র পাওয়ার পর স্কুলে যোগ দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে করতে হবে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস দেখা।

তবেই স্কুলে যোগ দিতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকারা।  সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকাকে স্থগিত করে রাখা হয়েছিল। আজ থেকে এই নির্দেশিকা ফের কার্যকর করল মধ্যশিক্ষা পর্ষদ। 

এর আগে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ফিট সার্টিফিকেট ছাড়া জয়েনিংয়ে অভিযোগ সামনে এসেছে। তাই এবার থেকে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগপত্র হাতে পেলেও বাধ্যতামূলকভাবে করতে হবে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস দেখা। সেই সংক্রান্ত সার্টিফিকেট পেলে তবেই স্কুলে যোগ দিতে পারবেন শিক্ষক শিক্ষিকারা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে থেকে নযা নির্দেশিকার কথা জানানো হয়েছে রাজ্যজুড়ে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আইনি লড়াইয়ের টাকা নেই; আদালতে দাবি অনুব্রত কন্যার

 ১১:৩৪ PM     kolkata     No comments   

গোরুপাচার মামলায় এদিন ইডির যাবতীয় অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ছ-সপ্তাহের জন্য অন্তবর্তী জামিনের আবেদন করেছেন সুকন্যা মণ্ডল। এবার অনুব্রত কন্যার দাবি, নিজের আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান করার জন্যই তাঁর অবিলম্বে অন্তবর্তী জামিন দরকার। ইডি তাঁর যাবতীয় সম্পত্তি অ্যাটাচ করে নেওয়ায় তিনি কার্যত 'কপর্দকশূন্য', এর পাশাপাশি নিজের আইনজীবীদের 'ফি' দিতেও অপারগ।

কোনও নামী আইনজীবীকে নিয়োগ করতেও তাঁর হাতে পর্যাপ্ত টাকা নেই, দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে দায়ের করা আবেদনে লিখিতভাবে দাবি জানিয়েছেন সুকন্যা। রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ সিবিআই বিচারক রঘুবীর সিং সুকন্যার আবেদনের পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জবাব তলব করেছেন। ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। 

সুকন্যা পেশায় স্কুল শিক্ষিকা। অথচ তাঁরই অঙ্গুলিহেলনে না কি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হত গোরুপাচার কাণ্ড থেকে অর্জিত বিরাট অঙ্কের কালো টাকা, দেশের বিভিন্ন আদালতে এমনই অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই প্রসঙ্গে ইডির অভিযোগ ছিল, গোরুপাচার কাণ্ডের জেরে বিদেশ থেকেও সুকন্যার অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা ঢুকেছে। বীরভূমের বিভিন্ন জায়গায় সুকন্যার নামে ও বেনামে সম্পত্তির বিষয়েও অভিযোগ করেছিল ইডি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে ফের অস্ট্রেলিয়ার কাছে বিরাট ধাক্কা ভারতের!
    টি-২০ বিশ্বকাপে বেশ ভাল ছন্দে টিম ইন্ডিয়া। টানা ৭ ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয়...
  • টি২০ ক্রিকেটকে বিদাইয়ের পরেই রোহিতের কথায় ফের জল্পনা!
      বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নিতে উঠে মঞ্চেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এর কয়েক ঘন্টা পরেই অবসর ঘোষণা করলেন রোহিত। সেই সঙ্গ...
  • বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? কী বলছে নিয়ম
    লড়াই শেষে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। ২৯ জুন শনিবার ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মা ও এডেন মার্করামে...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates