শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রের তদন্তকারী সংস্থা। সোমবার শুনানিতে এই মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যে কোনও সময়ে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই। সেইসঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ ছিল হাই কোর্টের, তা বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। তবে প্রয়োজনে কলকাতা হাই কোর্টে নতুন করে আবেদন করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার, ১০ জুলাই, ২০২৩
শনিবার, ৮ জুলাই, ২০২৩
কমিশনের গেটে তালা! আদালতে যাচ্ছে বঙ্গ বিজেপি
পঞ্চায়েত ভোটে ফের হিংসা, মৃত্যুমিছিল। রাজ্য নির্বাচন কমিশনের মেন গেটে তালা ঝুলিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'মঙ্গলবার মহামান্য উচ্চ আদালতে এই নির্বাচনকে নিয়ে আমাদের যে অভিযোগ, সেগুলি জানাব'।
তাহলে? শুভেন্দু জানান, 'মহামান্য উচ্চ আদালতের নির্দেশ ছিল, সিসিটিভি মনিটরিং-এ পুরো নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। হলফনামা দিয়ে সচিব, নির্বাচন কমিশন, নীলাঞ্জন শাণ্ডিল্য, মহামান্য আদালতে আশ্বস্ত করেছিলেন লিখিত। তাতে বসেছিল, আমরা ৯৫ শতাংশ বুথে সিসিটিভি লাগিয়ে দিয়েছি। এবং ৫ শতাংশ বুথে আমরা সিসিটিভি লাগাতে পারিনি। ওখানে ভিডিয়োগ্রাফি করেছি। আমরা দাবি করেছি, কালকে দুপুরে মধ্যে সিসিটিভি, ভিডিয়োগ্রাফি দুটোই বিশেষজ্ঞ টিমকে দিয়ে, যদি non-Functioning থেকে থাকে, আর যদি সিসিটিভিতে দেখা যায়, ছাপ্পা হয়েছে, বাইরের লোক ঢুকেছে, সেই নির্বাচন কেন্দ্রগুলিতে নির্বাচন বাতিল করে, আগামী পরশুদিন বা দরকার হলে গণনার দিন পিছিয়ে, মঙ্গলবার নির্বাচন করতে হবে এবং সেখানে এক সেকশান করে CRPF রাখতে হবে'।
শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
কুলপিতে কংগ্রেসের বুথ সভাপতি খুন; গ্রেফতার তৃণমূল প্রার্থীর ২ ছেলে
ভোটের একদিন আগে প্রাণ গিয়েছে কংগ্রেস নেতার। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে কংগ্রেস। সেই মৃত্যুর ঘটনায় এবার তৃণমূল প্রার্থীর ২ ছেলে সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে খুনের মামলা রুজু করা হয়েছে।
ধৃতেরা হল খাসমুর হালদার(২৫), মনোয়ার হোসেন হালদার (২১), আমাদুল্লা হালদার(২১), আমিরুল হালদার (২৯) । এদের মধ্যে দৌলতপুর থেকে রাতে গ্রেফতার করা হয় দক্ষিণ গাজিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী নুর উদ্দিন হালদারের ২ ছেলে খাসমুর ও মনোয়ারকে। তার আগে গ্রেফতার করা হয় বাকিদের।
গাজিপুর পঞ্চায়েতের দৌলতপুরের কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন আলফাজউদ্দিন হালদার। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গাজি পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথের নির্দল প্রার্থী গৌতম বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করছিলেন। তখন তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে বচসা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বাঁশ, রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় আলফাজউদ্দিনকে।
সঙ্কটজনক অবস্থায় কুলপি, ডায়মন্ডহারবার থেকে একবালপুরের নার্সিংহোম ও শেষে ভর্তি করা হয় পার্ক সার্কাসের নার্সিংহোমে। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার বিকেলেই ৪ তৃণমূল কর্মী-সমর্থককে গ্রেফতার করে। ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল।
৩২০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট!
পঞ্চায়েত নির্বাচনের আগে বড় জয় পেল রাজ্যের শাসক দল। ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা খারিজ করল সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের একাংশের করা মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
নিয়োগ দুর্নীতির মামলায় প্রথমে এক ধাক্কায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে সংখ্যা বদলে হয় ৩২ হাজার। চার মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছিল পর্ষদকে। বিচারপতি জানিয়েছিলেন, চাকরিচ্যুতরা এই চার মাস স্কুলে যেতে পারবেন। তবে তাঁদের বেতন দেওয়া হবে পার্শ্বশিক্ষকদের বেতনকাঠামো অনুযায়ী। বিচারপতি এ-ও জানিয়েছিলেন, পর্ষদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় এই চাকরিচ্যুতরা অংশ নিতে পারবেন। নতুন ইন্টারভিউতে পাশ করলে চাকরিচ্যুতরা চাকরি ফিরে পাবেন।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কিছুটা পরিবর্তন করে। তারা জানায়, ওই ৩২ হাজার প্রাথমিক শিক্ষককে পার্শ্বশিক্ষক হিসাবে কাজ করতে হবে না। তাঁরা যেমন ছিলেন, তেমনই থাকবেন। তবে পর্ষদকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। সেই নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে হবে এই ৩২ হাজার শিক্ষককেও। সেখানে তাঁরা ব্যর্থ হলে চাকরি হারাবেন।
এর পর হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান এই প্রাথমিক শিক্ষকদের একাংশ এবং পর্ষদ কর্তৃপক্ষ। শীর্ষ আদালতে বিচারপতি জে কে মহেশ্বরী এবং কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুক্রবার ডিভিশন বেঞ্চ হাই কোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে। অর্থাৎ, ৩২ হাজার প্রাথমিক শিক্ষককে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে না।
প্রাথমিকের মূল মামলার মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। এ ছাড়া, ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের আইনজীবী হিসাবে মামলাটি লড়েছেন মুকুল রোহতগি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং পার্থ দেব বর্মণ।
বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
পঞ্চায়েতের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে বাহিনী, নির্দেশ আদালতের
পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসা রুখতে এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ, ফলপ্রকাশের পর ১০ দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, যাতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে তদন্ত করতে সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
উডবার্ন ব্লকে মুখ্যমন্ত্রী; আজই হতে পারে অস্ত্রোপচার
এসএসএকেএম-র উডবার্ন ব্লকে এদিন এলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন এসএসকেএম এর ডিরেক্টর মনীময় বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে পাওয়া খবর, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে। সেই জল বার করতেই বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হবেন তিনি। এই অস্ত্রোপচার হওয়ার পরে তাঁকে প্রায় ২৪ ঘন্টা পা সোজা রাখতে হবে। তারজন্য তিনি ওই হাসপাতালেই থাকতে পারেন। মুখ্যমন্ত্রী আসার জন্য আগেই চলেছে কড়া নিরাপত্তার ব্যবস্থার প্রস্তুতি।
সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে তিনি ভর্তি হবেন। ওই কেবিনের চারপাশ সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হয়েছে।
২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারে জরুরি অবতরণের জেরে কোমরে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আসেন এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে আসার পর তাঁকে এম আর আই করতে নিয়ে যাওয়া হয়েছিল।
বুধবার, ৫ জুলাই, ২০২৩
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ নস্যাৎ করলেন নওশাদ সিদ্দিকি!
তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করলেন নওশাদ সিদ্দিকি। তিনি সাফ জানিয়ে দিলেন, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। আর এসবের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তিনি। বুধবার দুপুরেই ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নওশাদের বিরুদ্ধে সহবাসের অভিযোগ এনেছেন এক তরুণী। এমনকী শারীরিক নিগ্রহের অভিযোগও করা হয়েছে। এই অভিযোগের পিছনে রাজনৈতিক চক্রান্ত দেখছেন নওশাদ সিদ্দিকি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভাঙড়ের বিধায়ক বলেন, আমার বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ এনেছিল। গ্রেপ্তারও করেছিল।
অভিযোগকারী মহিলা সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে সহবাস করেছেন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। তবে আইএসএফ বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় কবে, কীভাবে ঘনিষ্ঠতা তা নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি।