Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং!

 ৫:৪১ PM     kolkata     No comments   

প্রায় ১ বছর আগে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছিল। তার পর থেকে তাঁকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল পাহাড়ে। পঞ্চায়েত ভোটের সময়েও কখনও হামরো পার্টি, কখনও বিজেপি, আবার কখনও বিমলের দল গোর্খা জনমুক্তি মোর্চার কাছাকাছি আসতে দেখা গিয়েছিল তাঁকে। এ বার সকলকে চমকে দিয়ে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। রবিবার কালিম্পঙের টাউন হলে কংগ্রেসের যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই কংগ্রেসে যোগ দেন বিনয়।

যোগদানের পর বিনয় জানান, তিনি যখন তৃণমূলে ছিলেন, তাঁর হাত-পা বাঁধা ছিল। কাজ করতে পারছিলেন না ঠিক ভাবে। পাহাড়বাসীর উন্নয়নের স্বার্থেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। বিনয় আরও বলেন, "পাহাড় থেকে তিন বার বিজেপিকে জিতিয়েছিলাম। বিজেপি কোনও কাজ করেনি। তাই এ বার কংগ্রেসে যোগ দিলাম। আশা করি, কংগ্রেস আমাকে পাহাড়বাসীর জন্য কাজ করার যথেষ্ট সুযোগ দেবে।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

ফিরহাদের মন্তব্যে নয়া জল্পনা!

 ৯:১৫ PM     kolkata     No comments   

দলের বিধায়কদের নিয়মানুবর্তিতায় বাঁধতে বিধানসভায় কড়া নিয়ম চালু করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এ দিন থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশনে উপস্থিত তৃণমূল বিধায়কদের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে রাখা হাজিরা খাতায় সই করতে হচ্ছে।

বিধানসভা ছাড়ার সময়েও একই ভাবে সময় উল্লেখ করে সই করতে হচ্ছে শাসক দলের বিধায়কদের। এমন কি, এই নির্দেশ থেকে ছাড় নেই মন্ত্রীদেরও। বিধায়কদের খাতায় সই করে বিধানসভায় হাজিরা দেওয়ার দলের নির্দেশের সঙ্গে অবশ্য সহমত নন রাজ্যের পুরনমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে এ দিন অবশ্য দলের নির্দেশ মেনে শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে খাতায় সই করেছেন তিনি। তার পরেই তাৎপর্যপূর্ণ ভাবে তিনি মন্তব্য করেন, 'আমরা কি স্কুলে পড়ি নাকি? দলের নির্দেশ, আমি সই করেছি। কিন্তু এটার সঙ্গে আমি সহমত নই।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ; নিয়োগ প্রক্রিয়াতেই বড় অঘটন

 ৮:৫৭ PM     kolkata     No comments   


সুপ্রিম কোর্টে কাভিয়েট দাখিল করল স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে এসএসসি। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একতরফা শুনানি আটকাতে এই কাভিয়েট দাখিল বলেই দাবি কমিশনের। 

বুধবারই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর।

বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। সেই কাউন্সেলিং প্রক্রিয়ায় যাতে স্থগিতাদেশ না দেয় সুপ্রিম কোর্ট বা একতরফা মামলা হয়ে যাতে শুনানি না হয়ে যায় তার জন্য সতর্ক এসএসসি। 

এদিকে, শিক্ষক নিয়োগের কাউন্সেলিং-এর প্রক্রিয়ায় ক্রমশই বাড়ছে অনুপস্থিতির সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত ১০০ জনের বেশি অনুপস্থিত থাকলেও বুধবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭৩ জন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর বুধবারে প্রায় ৭০ জন অনুপস্থিত ছিলেন কাউন্সেলিং প্রক্রিয়ায়। যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের অন্দরে। দীর্ঘ আট বছরেরও বেশি সময়সীমা পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আশার আলো দেখতে শুরু করেছে। কিন্তু এবার সেই নিয়োগ প্রক্রিয়াতেই বড় অঘটন উদ্বেগ বাড়াচ্ছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

ভোট পরবর্তী হিংসা;মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনতে ৫ বিচারপতির বেঞ্চ

 ৬:২৮ AM     kolkata     No comments   

রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত আদালত অবমাননার মামলায় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাই কোর্ট। রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল আগেই।

ওই মামলা শুনবে নতুন বৃহত্তর বেঞ্চ। এই বেঞ্চে হাই কোর্টের দুই প্রবীণ বিচারপতিকে যুক্ত করা হয়েছে। আদালতের আগেকার নির্দেশ কার্যকর করা হয়নি এই অভিযোগ তুলে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। মামলাটি করা হয় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে। বৃহত্তর বেঞ্চে সেই মামলাটির শুনানি করবে। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে হাই কোর্টের তরফে পাঁচ জন বিচারপতির নাম জানানো হয়। বৃহত্তর বেঞ্চে থাকবেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি চিত্তরঞ্জন দাশ, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তী। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রকাশ্যেই পুলিশকে হুমকি; বিতর্কে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

 ৬:২১ AM     kolkata     No comments   

প্রকাশ্য মঞ্চ থেকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। গতকাল ফুটবল ম্যাচের শেষে বাজি ফাটানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ভাঙড় কলেজ মাঠে। সেই সময় পুলিশ কর্তারা বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করলে বিধায়ক মাইক্রোফোন হাতে পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বলে অভিযোগ। 

এমন কি, তিনি পুলিশ কর্তাদের বিজেপির দালাল, আইএসএফের দালাল বলেও তোপ দাগেন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাঙড় কলেজ মাঠে। এই গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কোনও পুলিশের পক্ষ থেকে কেউ মুখ খোলেনি। 

স্থানীয় সূত্রে খবর, ফি বছর বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে জীবনতলায় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা হয়। এবছর সেই খেলার আসর বসেছিল ভাঙড়ে।

শনিবার সন্ধ্যায় ভাঙড় কলেজ মাঠে এই উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হয়। অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠান নপ-টায় শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হতে বেশ খানিকটা রাত হয়ে যায়। আর অনুষ্ঠানের শেষে বেশ কিছু স্বেচ্ছাসেবক কলেজের একটি বিল্ডিংয়ের ছাদে উঠে শব্দ বাজি ফাটাতে শুরু করেন। শব্দ দূষণের তোয়াক্কা না করে একের পর এক শেল, শর্টস ফাটতে থাকে কলেজ মাঠ চত্বরে। তাতে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় মঞ্চে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের তোড়জোড় চলে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবর্ধন ঝা, ভাঙড়ের ডিএসপি (ক্রাইম) অভিষেক বলিয়ার এবং ভাঙড় থানার আইসি সৈয়দ রেজাউল কবির। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি অনুষ্ঠানের উদ্যোক্তাদের শব্দবাজি ফাটানো বন্ধ করতে বলেন।

অভিযোগ, পুলিশ কর্তার এই আবেদনে উদ্যোক্তারা সাড়া না দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার তাঁর টিম নিয়ে ছাদে উঠে বাজি ফাটানো বন্ধ করতে যান। সেই সময় পুলিশের তাড়া খেয়ে অনেকেই পালাতে থাকেন। বিষয়টি মঞ্চে থাকা শওকতের কানে গেলে তিনি মাইক্রোফোন হাতে উল্টে পুলিশকেই ধমকাতে শুরু করেন বলে অভিযোগ। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে শওকত চিৎকার করে বলছেন, 'আমরা তো বলেছি বাজি ফাটবে না। কোন পুলিশ অ্যারেস্ট করবে? ইয়ার্কি হচ্ছে? মগের মুল্লুক পেয়েছেন নাকি? একবার অ্যারেস্ট করে দেখান।' মাইক্রোফোন হাতে উত্তেজিত ভাবে কথা বলতে বলতে বিধায়ক মঞ্চের নীচে নেমে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে তর্কাতর্কিও জুড়ে দেন শওকত। সূত্রের খবর, ওই পুলিশ কর্তা দমে না গিয়ে পাল্টা বিধায়ককে বলেন, 'আপনি ঘোষণা করলেও ছেলেরা শুনছে না, বাজি ফাটানো বন্ধ করছে না।' সেই সময় শওকত ঘনিষ্ঠ সাদেক মল্লিককে আবার মাইক্রোফোন হাতে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'আপনারা শান্ত থাকুন, অযথা হুজ্জোতি করবেন না।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের অভিষেকের চোখে নতুন করে সংক্রমণ! উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

 ৬:০৪ AM     kolkata     No comments   


দীর্ঘক্ষণ কন্ট‌্যাক্ট লেন্স পরে থাকার জন‌্য মারাত্মক চোখের সংক্রমণের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। অ‌্যাপোলো হাসপাতালে চিকিৎসার পর এখন তিনি বাড়িতেই আছেন।

কিন্তু সম্পূর্ণ সুস্থ নন। বুধবার বাণিজ‌্য সম্মেলনের শেষদিনে ধন‌ধান‌্য অডিটোরিয়ামে সারাদিনই ছিলেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। অভিষেকের অসুস্থতা নিয়ে দৃশ‌্যতই তিনি ছিলেন উদ্বিগ্ন। টেলিফোনে কয়েকবার কথা বলার পর সন্ধ‌্যায় অভিষেকের বাড়িতে যান মুখ‌্যমন্ত্রী। এর মধ্যেই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে রয়েছে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন। বিধানসভা ক্ষেত্রগুলি জুড়ে বিজয়া সম্মিলনীর পর এটি কেন্দ্রীয় কর্মসূচি। অভিষেকেরই সব দেখাশোনা করার কথা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে সেই কর্মসূচি হবে তা নিয়ে এদিন তাঁর সঙ্গে কথা বলে নেন মমতা। তৈরি হয় বক্তার তালিকা। দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে সব দেখে নিতে বলেন মমতা। অধিবেশন পরিচালনা করবেন রাজ‌্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সি। বস্তুত কয়েক বছর আগে জাতীয় সড়কে পথদুর্ঘটনায় বাম চোখে আঘাত পাওয়ার পর নানা সমস‌্যায় ভুগছেন অভিষেক। একাধিকবার দেশ-বিদেশে অপারেশনও হয়েছে। কিছুদিন আগে চিকিৎসার জন‌্য গিয়েছিলন আমেরিকাতে। এইসব কারণেই তাঁকে কন্ট‌্যাক্ট লেন্স ব‌্যবহার করতে হয়। সূত্রের খবর, সময়মতো সেই লেন্স না খোলাতেই চোখের শিরা ফুলে রক্ত জমে যায়।  এতটাই বাড়াবাড়ি হয় যে, তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

দেশে কর্মসংস্থান কমেছে ৪০শতাংশ, আর বাংলায় বেড়েছে ৪২ শতাংশ : মুখ্যমন্ত্রী

 ৬:০০ PM     kolkata     No comments   

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন মঞ্চ থেকে রাজ্যের কর্মসংস্থানে উন্নয়নের দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 'বেঙ্গলে ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে, যখন দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে।'

এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, 'বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে বিজেপি।' 

এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'ছোট চায়ের দোকান মানে ছোট ব্যাপার নয়। বড় বড় হোটেলের ধার থেকে রাস্তার ধারে থাকা ছোট ছোট হোটেলগুলোও গুরত্বপূর্ণ। পর্যটনে আমরা অনেক হোম স্টে তৈরি করেছি। ক্ষুদ্র শিল্পদের বলব আপনারা আপনাদের ব্র্যান্ডকে ব্যবহার করুন। আপনারা ভাববেন না যে আপনারা ছোট। ৫০ কোটি থেকেও আপনারা ১০০০ কোটি টাকা আয় করতে পারেন।' 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • বিশ্বকাপ সেমিফাইনালে নামার আগে ফের অস্ট্রেলিয়ার কাছে বিরাট ধাক্কা ভারতের!
    টি-২০ বিশ্বকাপে বেশ ভাল ছন্দে টিম ইন্ডিয়া। টানা ৭ ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয়...
  • টি২০ ক্রিকেটকে বিদাইয়ের পরেই রোহিতের কথায় ফের জল্পনা!
      বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার নিতে উঠে মঞ্চেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। এর কয়েক ঘন্টা পরেই অবসর ঘোষণা করলেন রোহিত। সেই সঙ্গ...
  • বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন? কী বলছে নিয়ম
    লড়াই শেষে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল। ২৯ জুন শনিবার ফাইনালে মুখোমুখি হবে রোহিত শর্মা ও এডেন মার্করামে...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates