Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বর্ষশেষে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত; বড়দিনে উধাও শীত

 ৩:৫৫ PM     kolkata     No comments   

বর্ষশেষে বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘুর্নাবর্ত। সপ্তাহান্তে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। শনি ও রবিবার রাজ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শীতের লম্বা স্পেল শেষের পথে। আগামী ২৪ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে রাতের তাপমাত্রা।

আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা। সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৩ শতাংশ। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ!

 ৩:২৬ PM     kolkata     No comments   

 

হাজরা মোড়ে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ শুরু হতেই পুলিশ তা তুলে দিতে সক্রিয় হয়ে ওঠে। তাঁদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। অশান্তকর পরিস্থিতি তৈরি হয়। 

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ আজ ৫৫৫ দিনে পড়ল।

ইন্টারভিউতে পাশ করা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় তাঁরা এদিন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, দ্রুত ও স্বচ্ছ নিয়োগ করা হয় অবিলম্বে তাদের চাকরি দেওয়া হোক স্বচ্ছতার সঙ্গে। মেধাতালিকার উপর ভিত্তি করে দ্রুত নিয়োগ হোক। আন্দোলনকারীদের প্রশ্ন, সরকার ধাপে ধাপে সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়াচ্ছে, বিধায়কদের বেতন বাড়াচ্ছে, কিন্তু নিয়োগ কেন হচ্ছে না? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা দাবি তুলেছেন, স্বচ্ছ নিয়োগ হোক। তাঁদের যেন আর রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে না হয়। এদিন চাকরিপ্রার্থীদের হাতে ছিল মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পোস্টার। পুলিশ তাঁদের বাধা দিলে, কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে তার প্রতিবাদ করেন। প্রতিবাদীদের মধ্যে বেশিরভাগই মহিলা। পুলিশের লাঠিচার্জে জখম হয়েছেন বেশ কয়েকজন। মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ইডি দফতরে হাজির পি সি সরকার জুনিয়র!

 ৩:০৮ PM     kolkata     No comments   

শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন ম্যাজিশিয়ান পিসি সরকার। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। চিটফান্ড সংক্রান্ত একটি মামলায় নাম জড়িয়েছিল পিসি সরকার জুনিয়রের। সেই সময় সিবিআই দফতরেও হাজিরা দেন তিনি। এবার ইডি দফতরে উপস্থিত হলেন পিসি সরকার জুনিয়র। তবে, ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ইডি সূত্রে খবর, তাঁর বয়ান রেকর্ড করতেই ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। 

প্রসঙ্গত, টাওয়ার গ্রুপ সংক্রান্ত মামলায় আগেই নাম জড়িয়েছিল পিসি সরকার জুনিয়রের। এর আগে এই মামলাতেই সিবিআই তল্লাশি চালানো হয়েছিল পি সি সরকারের বাড়িতে। এবার ইডি দফতরে তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রের খবর, তাঁর বয়ান রেকর্ড করা হবে ফের। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

টেট-পরীক্ষা নিয়ে বিশেষ নির্দেশ!

 ৫:৩৩ PM     kolkata     No comments   

আগামী ২৪ ডিসেম্বর, রবিবার রাজ্যে হতে চলেছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট। এই পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনা করাই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এবারের টেট-এ আড়াই ঘণ্টা আগে থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন বলে জানা গিয়েছে। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বিভিন্ন জেলায় জেলায় পরীক্ষাকেন্দ্রগুলিকে বিশেষ নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। মূলত, দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন।

দু-দফায় নিরাপত্তা চেকিং করে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। প্রথম দফায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি হবে, দ্বিতীয় দফায় ফ্রিস্কিং করা হবে পরীক্ষার্থীদের। নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় যাচাই পর্ব শেষ হলে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে তা লিখতে হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। এর পরে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন। ফলে হাতে সময় নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র প্রত্যেক পরীক্ষার্থী পিছু থাকবে। অর্থাৎ, প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্র থাকবে। তারাই প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন। অর্থাৎ, কোনও ভাবেই পরীক্ষার্থীর আগে অন্য কেউ প্রশ্নপত্রের প্যাকেট খোলার সুযোগ পাবেন না। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন জেলাগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর!

 ৫:১৪ PM     kolkata     No comments   

আর বেশি দেরি নেই। সামনেই বড়দিন। প্রতিবারের মতো এবার পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করলেন মুখ্য়মন্ত্রী।

সঙ্গে ১ জানুয়ারি থেকে রাজ্য সরকার কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণাও। 

অ্যালেন পার্কে ক্রিশমাসের অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে বক্তৃতা করার সময় এদিন মমতা বলেন, "আজ ৪% ডিএ ঘোষণা করলাম৷ আমাকে ফেডারেশন বারবার বলেছিল। আমরা পে কমিশন দিই।" তবে এরপরেই মমতা স্পষ্ট বলে দেন, "আমাদের কাছে এটা বাধ্যতামূলক নয়, এটা অপশন। কিন্তু আমাদের কর্মীরা খুব ভাল কাজ করে। তাই ২,৪০০ কোটি টাকা লাগলেও এটা আমরা দেব। সব মিলিয়ে ১৩৫ শতাংশ ডিএ দিচ্ছি ২০১৯ সাল থেকে। প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র। এই নিয়ে গতকালও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি।" 



Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার অর্জুন সিংয়ের ভাইপো!

 ৫:০৭ PM     kolkata     No comments   

 

তৃণমূল নেতা ভিকি যাদব খুনে গ্রেপ্তার অর্জুন সিংয়ের ভাইপো। আজ,বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেপ্তার করেছে বারাকপুর কমিশনারেটের পুলিশ। গত ২১ নভেম্বর ভাটপাড়া পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডে পুরানি তালাব সংলগ্ন এলাকায় তৃণমূল (TMC) কর্মী ভিকি যাদবকে বাড়ির সামনে গুলিতে ঝাঁজরা করে দেয় দুষ্কৃতীরা। ঘটনার তিনদিনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনায় জড়িত বাকিদের ধরতে বারাকপুর কমিশনারেটের ডিডিকে তদন্ত ভার দেওয়া হয়। সেই সময় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দলীয় কর্মী খুনের এই ঘটনায় নিশানা করেন দলের নেতা বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। দাবি করেন, সাংসদের পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। এর পরে, সরাসরি পাপ্পু সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন তিনি। তার পর বেশ কিছুদিন পেরিয়েছে। একে একে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, তাঁদের জেরা করতেই উঠে আসে সঞ্জিত সিং যোগ। বৃহস্পতিবার অর্জুন সিংয়ের ভাইপোকে গ্রেপ্তার করল পুলিশ। যদিও সাংসদের দাবি সঞ্জিতকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এর পাশাপাশি তাঁর প্রশ্ন, সোমনাথ শ্যাম আগেভাগে কীভাবে জানলেন কে জ়ড়িত? পালটা অর্জুনের খোঁচা, তবে কি বিধায়কই জড়িত? গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে জগদ্দল চত্বরে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সাংসদ জীবনে ইতি টানছেন দেব?

 ৪:৫৬ PM     kolkata     No comments   

২০২৪-এ কি আপাতত রাজনৈতিক জীবনে ইতি টানছেন অভিনেতা দেব? লোকসভার নির্বাচনের কয়েক মাস আগে সেই জল্পনাই উস্কে দিলেন ঘাটালের দু-বারের তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন, ২০২৪-এর নির্বাচনে তিনি ফের লড়বেন কি না সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি।

আগামী ২২ ডিসেম্বর নতুন ছবি প্রধানের মুক্তি। সেই ছবিতে দাপুটে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যাবে দেবকে। তবে অদূর ভবিষ্যতে অভিনেতার পাশাপাশি তাঁকে সাংসদের ভূমিকাতেও দেখা যাবে কি না, তা নিয়ে যথেষ্ট জল্পনা উস্কে দিয়েছেন দেব। ২০২৪-এ তিনি ফের ভোটে লড়বেন কি না, সেই প্রশ্নের উত্তরে দেব বলেন, এবার আমি সত্যিই কিছু ভাবিনি। ২০১৯-এ জানতাম, দিদি যদি বলেন আমি না বলব না। এবারে অতটা ভাবিনি। আমি টিকিট পাব কি পাব না, সেই জায়গায় আমি এখনও যাইনি। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • ভাঙল শেহওয়াগের রেকর্ড; ইতিহাসের পাতায় ব্রুক
    ৩২২ বলে ৩১৭ রানের ঝকঝকে ইনিংস। ঝোড়ো ব্যাটিং করে হইচই ফেলে দিলেন হ্যারি ব্রুক। কেবল পাকিস্তানের বোলিং লাইন আপই নয়, ব্রুকের তাণ্ডবে ভাঙল বী...
  • বিধ্বংসী দুই স্পিনার; অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ যুব ভারতের
      বিধ্বংসী দুই স্পিনার আনমোলজিৎ সিংহ এবং মহম্মদ এনান। এই দু-জনের দাপটে চিপকে তিন দিনে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতল ভারত।...
  • নিউ জিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের; কেন নেই শামি?
      সদ্য দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে সব বিভাগে পরাজিত করেছে ভারত। এবার ঘোষিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়া...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates