Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মেসির পেনাল্টি মিস;ত্রাতা সেই মার্টিনেজ;কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা

 ১২:২০ PM     Sports     No comments   

চোট সারিয়ে ফিরলেন মেসি। কিন্তু পেনাল্টি মিস করলেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে এমি মার্টিনেজের দুরন্ত গোলকিপিংয়ে শুক্রবার ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল গতবারের চ্যাম্পিয়নরা। টাইব্রেকার পর্যন্ত দুরন্ত লড়াই করেও কোপা আমেরিকা থেকে ছিটকে গেল ইকুয়েডর। চিলি ম‌্যাচে ডান পায়ের উরুর পেশিতে চোট পেয়েছিলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার চোট পাওয়া নিয়ে রীতিমতো দুশ্চিন্তা সৃষ্টি হয়েছিল।

আর্জেন্টিনার সংবাদমাধ‌্যম জানিয়েছিল, পেরু ম‌্যাচ তো বটেই, কোয়ার্টার ফাইনালেও মেসিকে খেলানো ঝুঁকির হয়ে যাবে! পেরুর বিরুদ্ধে আর্জেন্টিনা টিম ম‌্যানেজমেন্ট মেসিকে ছাড়াই দল নামিয়েছিল। তবে ইকুয়েডর ম্যাচের আগে মেসি দলের সঙ্গে প্র‌্যাকটিসে যোগ দেন। শেষ আটের পুরো ম্যাচেই খেলতে দেখা গেল মেসিকে। কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মধ্যে। বল দখলের লড়াই বা গোল লক্ষ্য করে শট- দুই ক্ষেত্রেই সেয়ানে সেয়ানে টক্কর হয়েছে। প্রথমার্ধের ৩৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লিসেন্দ্রো মার্টিনেজ। দীর্ঘক্ষণ সেই লিড ধরে রাখে আর্জেন্টিনা। মেসি এদিন মাঠে নেমে গোলে শট করলেও গোল করতে পারেননি। ইনজুরি টাইমের শুরুতেই গোল শোধ করে দেন ইকুয়েডরের কেভিন রড্রিগেজ।  

নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ ফলে। ম্যাচ টাইব্রেকারে গড়াতে প্রথম শট নিতে আসেন এলএমটেন। কিন্তু তাঁর পেনাল্টি আটকে দেন ইকুয়েডরের গোলকিপার এ ডমিনগেজ। শট বাঁচিয়ে দেওয়ার পরে মেসিকে এসে জড়িয়েও ধরেন তিনি। কিন্তু মেসির ব্যর্থতার দিনে নায়ক হয়ে উঠলেন সেই এমি মার্টিনেজ। ইকুয়েডরের প্রথম দুটি পেনাল্টি আটকে দেন। অন্যদিকে, মেসির মিসের পরে গোল করে দেন আর্জেন্টিনার চার তারকা। ৪-২ ফলে জিতে কোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুম্বইয়ে জনস্রোতে ভাসল টিম ইন্ডিয়া!

 ১২:০৮ AM     Sports     No comments   

টি-২০ বিশ্বকাপে জিতে দেশা ফেরার প্রায় ১৩ ঘণ্টা পর শুরু হয় টিম ইন্ডিয়ার হুড খোলা বাসে পরিক্রমা। নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে শুরু হয় এদিনের র‍্যালি। তবে প্রিয় তারকাদের বিশ্বকাপ ট্রফি হাতে ঐতিহাসিক র‍্যালির সাক্ষী হতে ফ্যানেদের উৎসাহ-উন্মাদনা-উদ্দীপনার কোনও খামতি ছিল না। মুম্বইয়ে আরব সীগরের তীরে নামে ফ্যানেদের জনসুনামি।

ভারতীয় ক্রিকেটারদের বিমান বৃহস্পকিবার বিকেলে মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হল ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু-টি ইঞ্জিন বিমানের দু-দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ভারতীয় দলকে। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বজয়ীদের বরণ করার জন্য মুম্বই বিমান বন্দরে ছিল বিশেষ ব্যবস্থা। তবে বৃষ্টিতে র‍্যালি শুরু করতে কিছুটা দেরি হয়। তার সঙ্গে আরব সাগরের তীরে ফ্যানেদের জনপ্লাবনের কারণে মাঝে আটকে যায় রোহিত-বিরাটদের বিজয় রথ।মুম্বই বিমানবন্দর থেকে বাসে নরিম্যান পয়েন্টে যান রোহিত, বিরাটেরা। সেখান থেকে হুড খোলা বাসে চেপে প্রায় ২ কিমি পথ পরিক্রমা করে ভরতীয় দল। বৃষ্টিতে ভিজে গেলেও, দীর্ঘ সময় অপেক্ষার ক্লান্তি থাকলেও আরব সাগরের তীরে ফ্যানেদের জনসমুদ্রে এতটুকু ভাঁটা পড়েনি। সকলেই বিশ্বজয়ী ভারতীয় টিমকে একবার চোখের দেখা দেখতে চাইছে। ভারতীয় ক্রিকেটাররাও নিরাশ করলেন না ফ্যানেদের। নেচে-গেয়ে ফ্যানেদের সঙ্গে গা ভাসালেন ক্রিকেটাররা। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

'আমি-রোহিত অঝোরে কেঁদেছি...'; আজ ওয়াংখেড়ে বিরাট কোহলি

 ১১:৫৬ PM     Sports     No comments   

ভারতে পা রাখার পর থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা এক দণ্ড দম ফেলার সময় পাননি। দেশে পা রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  বাসভবনে যাওয়া থেকে আরম্ভ করে বিকেল-সন্ধে ধরে, মেরিন ড্রাইভে হুড খোলা বাসে চেপে ট্রফি ট্য়ুর। তবে এখানেই শেষ নয়। রোহিতদের সংবর্ধনার শেষ পর্বের অনুষ্ঠান ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। 

প্রায় ৩৩ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন ওয়াংখেড়েতে।

বৃহস্পতি একটি আসনও ফাঁকা ছিল না আরবসাগরের তীরবর্তী আইকনিক স্টেডিয়ামে। দেখে মনে হচ্ছিল যে, আইসিসি-র ইভেন্টের কোনও মহারণে ভারতীয় দল। এদিন রোহিত-বিরাটরা ওয়াংখেড়েতে ঢুকে শুধুই ভাংড়া নাচেননি। তাঁরা কাঁদিয়েছেন হাজার হাজার মানুষকে। জাতীয় সংগীতের পর মঞ্চে বক্তব্য রাখতে উঠেছিলেন বিরাট-রোহিতর। মাঠে বসে পুরো দল। বিসিসিআই-এর শীর্ষকর্তারা। বিরাট মাইক্রোফোন হাতে নিতেই 'চিকু...চিকু...' গগণভেদী আওয়াজ উঠতে শুরু করে। বিরাট বলেন, 'জানেন আমি আর রোহিত দীর্ঘদিন ধরে এই ট্রফির জন্য চেষ্টা করেছি। আমরা সবসময় বিশ্বকাপ জিততে চেয়েছি। ওয়াংখেড়েতে ট্রফি আনা ভীষণই স্পেশাল। বার্বাডোজে, আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন কাঁদছিলাম। আমি আর রোহিত অঝোরে কেঁদেছি। এই মুহূর্ত কখনও ভুলতে পারব না।' বিরাট এদিন এও বলেছেন যে, ভারত ভাগ্যবান যে, জসপ্রীত বুমরা এই দলে খেল। তাঁর মতে এরকম বোলার প্রজন্মে একটাই হয়। রোহিত মঞ্চে উঠে বলেন, 'মুম্বই কখনও হতাশ করে না। এখানে দারুণ রিসেপশন পেয়েছি। দলের হয়ে সকল ফ্যানদের ধন্যবাদ। আমি অত্য়ন্ত খুশি, খুবই তৃপ্ত লাগছে।' রোহিত এর পরে বলেন হার্দিকের কথা, ভারতের ফাইনালের নায়ককে তিনি বলেন, 'হার্দিক সেই গুরুত্বপূর্ণ শেষ ওভার বল করেছে। ওকে হ্যাটস অফ। সে যত রানই দরকার থাকুক না কেন, শেষ ওভারে বল করা খুবই চাপের।' হার্দিকের নামেও জয়ধ্বনি দিতে থাকে ওয়াংখেড়ে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্য সরকারি কর্মীরা অবসরের সময়ে পাবেন এককালীন ৫ লক্ষ টাকা! কারা পাবেন?

 ১১:৪৩ PM     kolkata     No comments   

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ভাল খবর। প‍্যারা টিচার, অ‍্যাকাডেমিক সুপারভাইজার এবং চুক্তিভিত্তিক কর্মীদের এককালীন অবসর ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ‍্য সরকার। ভাতার পরিমান বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। এক্স হ‍্যান্ডেলে শেয়ার করে নিজেই এখবর জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু।

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী জানালেন, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১ এপ্রিল থেকে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা এই বর্ধিত ভাতা পাবেন।

এই সুবিধে প‍্যারা টিচার, অ‍্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ‍্যমিক শিক্ষক এবং এস.এস.কে, এম.এস.কে-র শিক্ষাকর্মীরাও পাবেন। এর ফলে উপকৃত হবেন রাজ‍্যের কয়েক হাজার প‍্যারা টিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা।  সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মে মাস থেকে বাড়ার কথা থাকলেও পরে বর্ধিত ডিএ এপ্রিল মাস থেকেই সরকারী কর্মীদের দেওয়ার কথা ঘোষণা করে নবান্ন। এবার অবসরকালীন ভাতা সংক্রান্ত বড় সুখবর পেলেন প‍্যারা টিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুকুলের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক!

 ৭:২৬ PM     kolkata     No comments   

মুকুল রায়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল সূত্রে তেমনটাই জানা গেল। হাসপাতাল সূত্রে পাওয়া খবর, মুকুলের মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। এখনও আইসিইউতে রয়েছেন তিনি। নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে।

অনেক দিন ধরেই অসুস্থ মুকুল। রাজনীতি থেকেও এখন অনেকটাই দূরে। বুধবার আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবার সূত্রে খবর, রাত সাড়ে ৯টা নাগাদ কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়ে চোট পান মুকুল। সংজ্ঞাও হারান। এর পর রাত ১১টা নাগাদ কলকাতার ফুলবাগানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

হাসপাতালে সূত্রে খবর, রাতে সিটি স্ক্যান করানো হয়। প্রবীণ নেতার চিকিৎসার জন্য গঠন করা হয় একটি মেডিক্যাল বোর্ডও। কাঁচরাপাড়ায় যুগল ভবনের দোতলায় থাকেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল। ২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবিটিসে ভুগছেন। পাশাপাশি, ডিমেনশিয়াও রয়েছে তাঁর। এই বছরের এপ্রিল মাসেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতেও। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'২০২৬ সালে আমি মরে যাব'; আদালতে কেঁদেই ভাসালেন মানিক ভট্টাচার্য

 ৭:১৩ PM     kolkata     No comments   

বারবার আদালতে জামিনের আর্জি জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এবার হাইকোর্টে কেঁদে ফেললেন তিনি। স্ত্রী ও পুত্র জামিন পেলেও নিয়োগ দুর্নীতি মামলা থেকে কোনওভাবেই অব্যাহতি পাচ্ছেন না তৃণমূল বিধায়ক মানিক। এবার আদালতে মৃত্যু আশঙ্কা প্রকাশ করে জামিনের আর্জি জানালেন। বৃহস্পতিবার মানিক ভট্টাচার্য আদালতে জানান, চিকিৎসকরা তাঁকে বলে দিয়েছেন যে তাঁর আর বেশিদিন আয়ু নেই। তিনি বলেন, "২০১৬ সালে অস্ত্রোপচার করানো হয়েছিল। সেই সময় চিকিৎসকরা বলেছিলেন, আমি আর ১০ বছর বাঁচব। ওই চিকিৎসা সংক্রান্ত নথি আমার কাছে রয়েছে। অর্থাৎ, ২০২৬ সালে আমি মারা যাব। এর মধ্যে প্রায় দু-বছর জেলে খেটে ফেললাম। এ বার আমাকে জামিন দেওয়া হোক।" 

এ দিন আদালতে মামলার শুনানিতে জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে বার বার কেঁদে ফেলেন মানিক।

তাঁকে ছেড়ে দেওয়া হোক বলে আর্জি করেন তিনি। কেন মানিককে এখনও আটকে রাখা হয়েছে, তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে তা জানতে চেয়েছে আদালত। আগামী শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওই বিষয়ে সওয়াল করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধুমাত্র হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টেও জামিনের আর্জি জানিয়েছিলেন মানিক। সেখান থেকে মামলা ফেরে কলকাতা হাইকোর্টে। মানিক-পুত্র সৌভিক ভট্টাচার্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েই জামিন পান। আর মানিকের স্ত্রী হাইকোর্টের নির্দেশেই জামিন পেয়েছিলেন। অনেক যুক্তি, পাল্টা যুক্তি দেখিয়েও জেল-মুক্তি হয়নি মানিকের। ২০২২ সালের অক্টোবর মাসে ইডি দফতরে রাতভর জেরা করার পর গ্রেফতার করা হয়েছিল মানিককে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৩ জুলাই, ২০২৪

লাহোরে ম্যাচ; চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি পাকিস্তানের; কবে মহারণ?

 ৯:১০ PM     Sports     No comments   


আগামী ১ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ রাখল পকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির বোর্ডের এক সদস্য জানিয়েছেন যে লাহোরে সেই ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও পাকিস্তান বোর্ডের মনোবাঞ্চা আদৌও পূরণ হবে কিনা, তা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) উপরে পুরোপুরি নির্ভর করছে। আইসিসির ওই কর্তা জানিয়েছেন যে আপাতত পাকিস্তান বোর্ডের প্রস্তাবিত সূচিতে সায় দেয়নি ভারতীয় বোর্ড। পরবর্তীতে সেই বিষয়ে বিসিসিআই জানাবে বলে দাবি করেছেন আইসিসির ওই কর্তা। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, আইসিসির কাছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি জমা দিয়েছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

সুরক্ষাজনিত কারণে ভারতের সব ম্যাচগুলি রাখা হয়েছে লাহোরে। আইসিসির ওই কর্তা বলেছেন, '১৫টি ম্যাচের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি খসড়া সূচি জমা দিয়েছে পিসিবি।' তিনি আরও বলেছেন, 'সাতটি ম্যাচ রাখা হয়েছে লাহোরে। করাচিতে রাখা হয়েছে তিনটি ম্যাচ। রাওয়ালপিণ্ডিতে পাঁচটি ম্যাচ রাখা হয়েছে। উদ্বোধনী ম্যাচ রাখা হয়েছে করাচিতে। একটি সেমিফাইনাল হবে করাচিতে। রাওয়ালপিণ্ডিতে অপর সেমিফাইনাল দেওয়া হয়েছে। ফাইনাল দেওয়া হয়েছে লাহোরকে। ভারত সব ম্যাচ লাহোরে খেলবে। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলেও সেই ম্যাচটি লাহোরে খেলা হবে।'প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। অর্থাৎ সেদিন ফাইনাল হবে। আর ফাইনালের জন্য 'রিজার্ভ ডে' রাখা হয়েছে। আর আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হচ্ছে।১) গ্রুপ 'এ': ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।২) গ্রুপ 'বি': অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates