Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ৬ জুলাই, ২০২৪

শুভ্রাংশু ডাকলেও সাড়া দিলেন না মুকুল রায়!

 ৫:২৩ PM     kolkata     No comments   

রাজ্য রাজনীতির চর্চিত রাজনৈতিক চরিত্র হলেন মুকুল রায়। গত বুধবার রাত থেকে তিনি কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। পড়ে গিয়ে তার মাথায় গুরুতর চোট লাগে।

মস্তিস্কে রক্তক্ষরণ হয়। তড়িঘড়ি অপারেশন করা হলেও, এখনও আইসিইউ'তেই ভর্তি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। 

মুকুল রায়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি ফিরে সোশাল মিডিয়া পোস্টে পরিস্থিতির কথা জানিয়েছেন। দলের বর্ষীয়ান সতীর্থকে হাসপাতালের বিছানায় দেখে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন কুণালবাবু, তা তাঁর পোস্টেই স্পষ্ট। ট্যুইটারে তিনি লিখেছেন, 'মুকুল রায়কে দেখে এলাম। অ্যাপোলো আইসিইউ-তে। খারাপ লাগল। আজ ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। শুভ্রাংশু ডাকল। সাড়া দিল না। ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা। সক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক। মত পার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়। মুকুলদা সাড়া দিক। সেরে উঠুক।' 

হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। তার জন্য অস্ত্রোপচারও করা হয়েছে। অপারেশনের পর তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও তাঁর আচ্ছন্ন ভাব কাটেনি। আইসিইউ-তেই রয়েছেন মুকুল রায়। ছেলে শুভ্রাংশু হাসপাতালে বাবার সর্বক্ষণের সঙ্গী। এছাড়া বেশ কয়েকজনকে দেখা গিয়েছে যারা প্রতিদিন হাজির থাকছেন মুকুল রায়ের জন্য। 







Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET-UG-র কাউন্সেলিং!

 ৫:০৬ PM     India     No comments   

বেশকিছি বিষয়ে বিতর্ক চললছিল। এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া। শনিবার থেকেই কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, সেব্যাপারে আপাতত কেন্দ্রের তরফ থেকে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, নিট ইউজি সংক্রান্ত বেশ কিছু পিটিশন জমা পড়েছে ইতিমধ্যেই। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামী ৮ জুলাই সেই মামলাগুলির শুনানি রয়েছে। সেই পিটিশনগুলির রয়েছে পেপার লিকের অভিযোগ, সম্পূর্ণ পরীক্ষা বাতিলের আর্জি, এনটিএর পরীক্ষা গ্রহণ পরিচালনার পুরো প্রক্রিয়া সম্পর্কিত তদন্তের আহ্বান ইত্যাদি। 

উল্লেখ্য, সম্প্রতি ইউজিসি নিট, নেট, নিট পিজি-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর আশ্বাস, "যারাই আমাদের দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন, তাঁদের সবাইকে কড়া শাস্তি পেতে হবে।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শোভন নিয়ে ফের বিস্ফোরক রত্না!

 ৪:৫২ PM     kolkata     No comments   

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনা বেশ তুঙ্গে। এমন আবহে এই নিয়ে মুখ খুললেন শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়। শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তাই খাতায় কলমে এখনও তাঁরা স্বামী স্ত্রী। ২১ জুলাইয়ের আগে শোভনের 'ঘরওয়াপসি' জল্পনা যখন জোরাল, বেহালা পূর্বের বিধায়ক তথা কলকাতার ১৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্নার বক্তব্য, "ওনাকে কেউ রাজনীতি ছেড়ে যেতে বাধ্য করেনি।

উনি নিজের ইচ্ছায় গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সৎমা বানিয়েছেন, অভিষেককে সোনার গোপাল বানিয়েছেন বিজেপিতে যাওয়ার পর। তারপর আবার যদি ওনার মনে হয় তৃণমূল ওনার নিজের পরিবার, সৎ মা আবার মা হয়ে গিয়েছে, সোনার গোপাল অভিষেক এখন আবার ম্যাচিওর হয়ে গিয়েছেন রাজনীতি করবেন।" সম্প্রতি কুণাল ঘোষ ও অরূপ বিশ্বাস শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বলে খবর সামনে আসে। এরপর থেকে জল্পনা শুরু হয়, তবে কি আবারও শোভন শিকড়ের টান অনুভব করছেন? শোভন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সিদ্ধান্ত নিলে, নির্দেশ দিলে, তা অমান্য করার ক্ষমতা তাঁর নেই। এমনও বলেন, ২১ জুলাইয়ের জন্য তাঁর মন কাঁদে। পরিস্থিতি তেমন হলে চলেও যেতে পারেন সেখানে। 

তবে রত্না চট্টোপাধ্যায়ের কথায়, শোভনের ঘরওয়াপসি নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। শোভন চলে যাওয়াতেই তাঁকে সক্রিয় রাজনীতিতেও আসতে হয় বলে জানান রত্না। তবে একইসঙ্গে পুরনো কথাও তুলে আনেন শোভন-পত্নী। তাঁর কথায়, এক সময় শোভন-বৈশাখী বলেছিলেন রত্নার সঙ্গে এক মঞ্চে রাজনীতি করবেন না। রত্নার কথায়, "এখন যদি মনে হয় রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এর মঞ্চ শেয়ার করা যায়, তাহলে আসবেন। রাজনীতি আমি তো ছাড়ছি না। বৈশাখীদেবীকে নিয়ে বিজেপিতে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের কী হাল হয়েছিল, উনি খুব ভাল করে জানেন।" রত্নার পরামর্শ, তৃণমূল করতে শোভন যদি একা আসেন, তবেই শোভনের রাজনীতিটা করা হবে। রত্নার সংযোজন, "যদিও শোভনবাবু যেখানে যাবেন বৈশাখীদেবী পিছনে গিয়ে বসে পড়বেন। আমি তো মানব না। আমার পক্ষে মানা সম্ভব নয়। উনি রাজনীতির র বোঝেন না। রাজনীতিতে ওনার কোনও অবদানও নেই।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

ব্রিটেনে লালঝড়; ১৪ বছর পরে ক্ষমতায় লেবার পার্টি

 ৩:০১ PM     International     No comments   

প্রায় ১৪ বছর পরে ব্রিটেনে পরিবর্তনের হাওয়া। কনসার্ভেটিভ পার্টির সরকারের পতন ঘটল দীর্ঘ ১৪ বছর পরে। সেই সঙ্গে প্রধানমন্ত্রিত্ব হারাতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ তথা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনকের। 

২০১০ সালে ডেভিড ক্যামেরনের হাত ধরে ব্রিটেনে শুরু হয় কনসার্ভেটিভ পার্টির শাসনের।

তার পরে একে একে ক্ষমতায় বসেন থেরেসা মে, বরিস জনশন, লিজ ট্রাস এবং সব শেষে ২০২২ সালের ২৫ অক্টোবর ঋষি সুনক ক্ষমতায় বসেন। সুনকের ২ বছর পরে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে ব্রিটেনের বামপন্থী মনোভাবাপন্ন দল লেবার পার্টি। শেষ পাওয়া খবর অনুযায়ী ৪১১টি আসনে এগিয়ে রয়েছে লেবার পার্টি। এর পাশাপাশি মাত্র ১১৯টি আসনে এগিয়ে সুনকের কনসার্ভেটিভ পার্টি। এর ফলে ১৪ বছর পরে পতন হতে চলেছে কনসার্ভেটিভ পার্টির। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জসপ্রীত বুমরাও অবসরের পথে?

 ১:২৮ PM     Sports     No comments   

বিশ্বকাপ জিতেই টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজারা। দেশে ফিরে সেই পথেই কি হাঁটার কথা ভাবছেন জসপ্রীত বুমরাও? মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বজয়ীদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ভারতের তারকা পেসার মুখ খুলেছেন বেশকিছু বিষয় নিয়ে। এখনই কি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে অবসর জানাতে চলেছেন জসপ্রীত বুমরা ? কী বললেন বিশ্বমানের বোলার?বৃহস্পতিবার দেশে ফিরেছেন ভারতের বিশ্বজয়ী ক্রিকেটাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তাঁরা। তারপর মেরিন ড্রাইভ থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম অবধি ভিকট্রি প্যারেডে যোগ দেন ভারতীয় ক্রিকেটাররা।

এরপর ওয়াংখেড়েতে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। সেখানে বুমরাকে অবসর নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে তিনি দিলেন বড় বার্তা। জসপ্রীত বুমরাকে মঞ্চে ডাকার পর প্রথমেই বো ডাউন করে শুভেচ্ছা জানান সঞ্চালক গৌরব কাপুর। এরপর ওয়াংখেড়ের হাউসফুল গ্যালারিও একই ভাবে তাঁকে সম্মান জানান। এরপর জসপ্রীত বুমরা বলেন, 'দারুণ লাগছে। এই মাঠটা আমার জীবনে খুব স্পেশাল। যখন তরুণ ছিলাম, অনূর্ধ্ব-১৯ টিমের হয়ে খেলতে এখানে এসেছিলাম। আর এখন যখন এই স্টেডিয়ামে এলাম, সেই অনুভূতিটা একেবারেই আলাদা।' এ বারের টি-২০ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হয়েছিলেন জসপ্রীত বুমরা। এই ফর্ম্যাট থেকে তিনি কি এখনই অবসর নেবেন? সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে বুমরা বলেন, 'আমি এখনই ওই পথে (অবসর) হাঁটছি না। এই তো সবে শুরু। আশা করি আরও অনেকটা পথ বাকি রয়েছে।' জসপ্রীত বুমরার এই বার্তা তাঁর অনুরাগীদের মন ভালো করে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রাথমিকের ওএমআর-তথ্য প্রকাশ্যে আনতে কড়া নির্দেশ বিচারপতির!

 ১২:৪৪ PM     kolkata     No comments   

নিয়োগ ঘিরে বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে। এই বিতর্ক যে কবে থামবে তা বলা বেশ কঠিন। প্রাথমিকে নিয়োগের মামলায় ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য প্রকাশ্যে আনতে অন্য সংস্থাকে দায়িত্ব দিতে বলল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, তদন্তকারী সংস্থা সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এ বার তারা অন্য সংস্থা নিয়োগ করুক। আগামী ছ-সপ্তাহ পরে এই মামলার শুনানি।

একই সঙ্গে বিচারপতি মান্থা জানিয়েছেন, প্রয়োজনে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নিক সিবিআই। সেগুলি উইপ্রো কিংবা টিসিএস-এর মতো সংস্থাও হতে পারে বলে জানান বিচারপতি। এমনকি বিশেষ প্রয়োজনে ওই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনও সংস্থাকে নিয়োগ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, এই মামলায় ওএমআর শিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তা উদ্ধার করা জরুরি। আদালত জানায়, তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে, তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজনীতিকে টা-টা বলে দেব'; সাফ জানালেন দিলীপ ঘোষ

 ১২:৩৬ PM     kolkata     No comments   

এবারের লোকসভা নির্বাচনে পরাজয়ের পরে বেশ চাপে আছেন দিলীপ ঘোষ।  দিলীপ জানিয়ে দিলেন, তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য তৈরি। তিনি বলেন, "আমি এ ভাবে থাকতে পারব না। আমার জন্য নির্দিষ্ট কাজ না থাকলে রাজনীতিকে টা-টা, বাই-বাই বলে দেব।" 

দলে পদহীন দিলীপের গুরুত্ব যে কমতে চলেছে, সেই ইঙ্গিত আগেই পেয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের পরে একটি বারের জন্যই গিয়েছিলেন দলের নতুন রাজ্য দফতরে। কোর কমিটির বৈঠকের দিন সল্টলেক অফিসে শেষ বার পা রাখার পরের দিনেই তিনি রাজ্য সফরে বেরিয়ে পড়েন। দলের কোনও নির্দেশ না থাকলেও তিনি স্বাধীন ভাবে বিভিন্ন জেলায় যান।

বিজেপির পুরনো নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। কলকাতায় ফিরে আসার পরেও তাঁর সঙ্গে রাজ্যদলের পক্ষে কেউ যোগাযোগ করেনি বলেই জানিয়েছেন দিলীপের অনুগামীরা। আর দিলীপ বলছেন, "আমি অন্য কারও মতো প্রাক্তন পরিচয় নিয়ে কাজ করতে পারব না। যত ক্ষণ দলে রয়েছি, তত ক্ষণ কাজ করে গেলেও একটা সময়ের পরে তো সিদ্ধান্ত নিতেই হবে। রাজনীতি ছাড়াও সমাজের অনেক কাজ রয়েছে।" কিন্তু সেই সিদ্ধান্ত তিনি কবে ঘোষণা করবেন? দিলীপ বলেন, "আরও কিছু দিন অপেক্ষা করব। দলের পক্ষে কিছু জানানো হয় কি না, তার অপেক্ষায় রয়েছি। তবে কাজ করে যাচ্ছি। আজও আমার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে অপেক্ষার তো একটা সীমা থাকে!" 


দিলীপ যে রাজনীতি ছেড়ে অন্য কাজে যেতে পারেন, তা ঘনিষ্ঠমহলে আগেই জানিয়েছিলেন। তবে এ বার তাঁর মূল সংগঠন আরএসএস-কেও সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। দিলীপ বলছেন, "যাঁদের বলা দরকার, তাঁদের বলে দিয়েছি। আমি এ ভাবে কাজ করতে পারব না। আমায় অন্য সংগঠনের দায়িত্ব দিলে সেখানে যেতে পারি। না হলে আমি নিজেই ঠিক করে নেব কোন ধরনের কাজ করা যায়। বসে থাকতে পারব না।" খুব তাড়াতাড়িই কি সিদ্ধান্ত ঘোষণা? দিলীপ বলেন, "সব কিছু ঘোষণা করে করতে হয় না। ভাল কাজ হলে আপনা থেকেই সবাই বুঝতে পারে। তবে এখন দলের কেন্দ্রীয় নেতৃত্বে রদবদলের সম্ভাবনা। রাজ্যেও কিছু পরিবর্তন হতে পারে। সেটা দেখার পরেই সিদ্ধান্ত।" 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates