Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২২ জুলাই, ২০২৪

দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা!

 ১১:২৭ AM     kolkata     No comments   

জুলাইয়ের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কার খবর পাওয়া গিয়েছে। সোম থেকে বুধবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। সমুদ্রেও প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। তাই ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অসম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে উত্তরবঙ্গ ঘূর্ণাবর্ত জোন এবং নতুন করে অক্ষরেখা তৈরি হবে দক্ষিণবঙ্গে।

যদিও বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ওড়িশাতে। মৌসুমী অক্ষরেখা আজমির থেকে গুনা সাগর মান্ডালা হয়ে ছত্তিশগড়, ওড়িশার উপর দিয়ে চাঁদবালির কাছাকাছি সমুদ্রে প্রবেশ করেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। তার জেরে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

ডায়মন্ড হারবারের ভোট বাতিলের দাবি; হাইকোর্টে মামলা দায়ের ববির

 ১:০০ PM     kolkata     No comments   

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা। পুনরায় নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল বৃহস্পতিবার। মামলা দায়ের করেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি)।

ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি। আদালতে বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস ববি এদিন জানান, বহু জায়গায় ইভিএম-এ বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল। সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। সিসিটিভির ফরেনসিক পরীক্ষারও দাবি জানানো হয়েছে মামলায়। এর পাশাপাশি মামলাকারীর বক্তব্য, ভোটারদের ভয় দেখানো হয়েছে। দেওয়া হয়েছে হুমকিও। গণনাকেন্দ্রে ঢুকে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগও করেছেন তিনি। 

ভোটের দিন নানা জায়গায় এই ববিকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। ডায়মন্ড হারবারের ৪৭০টি বুথে পুনর্নির্বাচনের আবেদন করেছিলেন বিজেপি প্রার্থী। প্রচুর ছাপ্পা হয়েছে বলে অভিযোগ করেছিলেন ববি। তবে নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোট শান্তিপূর্ণই হয়েছে এই লোকসভা কেন্দ্রে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বোর্ডের কাছে কার্যত মুচলেকা দিতে হল বিরাট কোহলিকে!

 ১২:৪৯ PM     Sports     No comments   

গৌতম গম্ভীরকে কোচ করতে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে যে দশ বার ভাবতে হয়েছে, তা এখন বেশ পরিষ্কার হচ্ছে। কারণ একটাই। দলে বিরাট কোহলির উপস্থিতি। এখন জানা যাচ্ছে, বিরাটকে প্রায় মুচলেকা দেওয়ার মতো জানাতে হয়েছে যে, গম্ভীর সাজঘরে থাকলেও তাঁর কোনও সমস্যা হবে না। ভবিষ্যতে দু'জনের মধ্যে কোনও ঝামেলা হবে না। 

এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিরাট বোর্ডকে জানিয়েছেন যে, তাঁর সঙ্গে গম্ভীরের কোনও সমস্যা নেই। বোর্ডের এক কর্তা বলেন, "বিরাট জানিয়েছেন, গম্ভীরের সঙ্গে আগে যে সব ঝামেলা হয়েছিল, সেগুলো তাঁদের সম্পর্কে এখন কোনও প্রভাব ফেলবে না। ড্রেসিংরুমে কোনও সমস্যা হবে না।" নতুন কোচ দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে দলের একজন সিনিয়র মহাতারকা কার্যত হলফনামা দেওয়ার মতো করে জানাচ্ছেন, তিনি দলে ভাল ছেলের মতো থাকবেন। তাঁকে নিয়ে কোনও সমস্যা হবে না। ভারতীয় ক্রিকেটে এরকম ঘটনার নজির হয়তো আর নেই।

ভারতীয় দলের কোচ হিসাবে গম্ভীরের দায়িত্ব দেওয়ার সময় একটাই প্রশ্ন ছিল। বিরাটের সঙ্গে তাঁর সমস্যা হবে না তো? আইপিএলে বিরাট এবং গম্ভীরের মধ্যে একাধিক বার কথা কাটাকাটি হয়েছে। ২০২৩ সালে যা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এমন দু-জনকে একই দলে রাখলে সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের দলে রাখা হয়েছে বিরাটকে। অর্থাৎ তখনই সময় প্রথম বার কোচ গম্ভীরের সঙ্গে দেখা হবে ক্রিকেটার বিরাটের। তাঁদের সম্পর্কের উপর নির্ভর করবে দলের অন্দরের পরিবেশও। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট। তাই এই সফরে শুধু এক দিনের দলেই দেখা যাবে তাঁকে। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

যিশুর পদবি মুছলেন নীলাঞ্জনা; যিশু-নীলাঞ্জনার ২০ বছরের বিয়ে ভাঙছে?

 ১২:৩৫ PM     Entertainment     No comments   

এই বছরের গোড়াতেই দাম্পত্য জীবনের ২০ বছর একসঙ্গে কাটানোর উদযাপনে মেতেছিলেন যিশু-নীলাঞ্জনা। নায়কের অভিনয় কেরিয়ার যখন উর্ধ্বমুখী তখনই তাঁর ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা! চর্চা, যিশু-নীলাঞ্জনার সুখের সংসারে নাকি বড়সড় চিড় ধরেছে!

সেই চিড় এতটাই বড় যে সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে 'সেনগুপ্ত' পদবী মুছে ফেললেন নীলাঞ্জনা। 

টলিপাড়ার অন্দরে কান পাতলেও শোনা যাচ্ছে তৃতীয় ব্যক্তির আগমনেই সংসারে ভাঙন। স্বভাবত যিশু-নীলাঞ্জনার সংসারে নিত্য অশান্তি। কিন্তু এই ফাটল মানতে পারছেন না ভক্তরা। তাঁরা চাইছেন দূরত্ব মিটিয়ে আবার একসঙ্গে ধরা দিক এই জুটি।

ইনস্টাগ্রামে নীলাঞ্জনা লিখেছেন, 'এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।' 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

চমক কোচ গম্ভীরের, টি-২০তে অধিনায়ক সূর্যকুমার যাদব, ওয়ানডেতে রোহিতই

 ১১:৩০ PM     Sports     No comments   

কোচ হিসাবে দায়িত্ব নিয়েই দল নির্বাচনে চমক দিলেন গৌতম গম্ভীর। যাবতীয় জল্পনাকে সত্যি করে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব।

তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসাবে একাধিক নাম নিয়ে আলোচনা হলেও শ্রীলঙ্কা সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। এই সিরিজে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকেও। 

কোচ হওয়ার পর বুধবারই নির্বাচকদের সঙ্গে কথা বলেন গম্ভীর। তিনিই বলেন শ্রীলঙ্কা সফরে রোহিতকে দলে ফেরাতে হবে। আসলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এর মধ্যে প্রথম তিনটি শ্রীলঙ্কার বিরুদ্ধে। গম্ভীর চাইছেন এই ছটি ম্যাচেই সেরা একাদশ নামাতে। অধিনায়ক রোহিতের সঙ্গে তাঁর রসায়ন তৈরি হতেও খানিকটা সময় লাগবে। সেটাও মাথায় রাখছেন কোচ। এই একই কথা মাথায় রেখেই ফেরানো হয়েছে বিরাটকে

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ, জানিয়ে দিলেন নাতাশা, পুত্রকে নিয়ে কী সিদ্ধান্ত?

 ১০:৫০ PM     kolkata     No comments   

হার্দিক পাণ্ড্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন নাতাশা স্তানকোভিচ। ইনস্টাগ্রামে পোস্ট করে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন তিনি। একই পোস্ট করেছেন হার্দিকও। পুত্র অগস্ত্যকে একসঙ্গে বড় করবেন তাঁরা। বেশ কিছু দিন ধরেই হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার নাতাশা সেই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন যে, তাঁদের চার বছরের সম্পর্কে ইতি টানছেন।

বৃহস্পতিবার নাতাশা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন,'চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম।'


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবশষে সাদ্দামকে গ্রেফতার করল পুলিশ!

 ১:৫১ PM     kolkata     No comments   

তাকে পাকড়াও করতে গেলে পুলিশের উপরে চালানো হয়েছিল গুলি। তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে খাটের নীচে থাকা সুড়ঙ্গপথ দিয়ে পালিয়েছিল সে।  কুলতলি প্রতারণা কাণ্ডের সেই সাদ্দাম সর্দারকে গত বুধবার রাত ১টা বেজে ১৫ মিনিটে একটি ভেড়ির আলাঘর থেকে গ্রেফতার করল পুলিশ। সাদ্দামের পাশাপাশি, ওই ভেড়ির মালিক মান্নান খানকেও পাশের একটি আলাঘর থেকে গ্রেফতার করা হয়।

এই নিয়ে কুলতলি কাণ্ডে মোট ৪ জনকে গ্রেফতার করা হল বলে পুলিশ সূত্রের খবর। 

মূলত, আসল সোনার মূর্তির ছবি দেখিয়ে ব্যবসায়ীদের কাছে টোপ ফেলে নকল সোনার মূর্তি বিক্রির অভিযোগ ছিল এই সাদ্দামের বিরুদ্ধে। শুধু তাই নয়, সাদ্দামের বাড়িতে নাকি রমরমিয়ে চলত নকল সোনার ব্যবসা। পুলিশ সূত্রের খবর, সাদ্দামের বাড়ি থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ধাতু গলানোর যন্ত্র এবং রাসায়নিক। তদন্তে জানা গিয়েছে, বিগত ১৫ বছর ধরে এই প্রতারণার কারবার চালাত সাদ্দাম। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates