তৃণমূলের সর্ব স্তরের নেতাদের সঙ্গে আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর নভেম্বরে জাতীয় কর্মসমিতির বৈঠকেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে, সর্ব স্তরের নেতাদের নিয়ে বৈঠক করবেন। সেইমতো বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বৈঠকে বসার ডাক দিলেন নেত্রী। তৃণমূল সূত্রে খবর, দলের যে সব বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি, পদাধিকারীকে বৈঠকে ডাকা হবে, তাঁদের কাছে দলের তরফে আমন্ত্রণ পাঠানো হবে। আগামী বছর বিধানসভা ভোটকে নজরে রেখে ইতিমধ্যেই তৃণমূলে কিছু সাংগঠনিক রদবদল হয়েছে। তৃণমূলের একটি সূত্র বলছে, এই বৈঠকের পরে আরও কিছু সাংগঠনিক রদবদল হতে পারে রাজ্যে। পাশাপাশি, ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী এক বছর রাজ্য সরকারের পথ চলার একটি রূপরেখা প্রকাশ করা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেই রূপরেখা কার্যকর করার জন্য বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন দলের সর্বোচ্চ নেত্রী।
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
পান্ডিয়া আবার প্রেমে? প্রেমিকা হাজির ভারত-পাক ম্যাচে
ভারত-পাকিস্তান ম্যাচ। এমন ম্যাচে লুকিয়ে প্রেমিকাকে নিয়ে আসবেন। আর কারও নজরে পড়বে না! তা কী হয়। হার্দিক পান্ডিয়ার নতুন সম্পর্কের কথা আরও একবার সামনে চলে এল।
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার তিনি। হার্দিক পান্ডিয়ার ডিভোর্স হয়েছে, এক বছরও হয়নি। এরই মধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি! ভারত-পাকিস্তান মেগা ম্যাচে দেখা গেল হার্দিকের চর্চিত বান্ধবী জেসমিন ওয়ালিয়াকে। হার্দিকের সঙ্গে গত কয়েক মাসে বেশ কয়েকবার তাঁকে দেখা গিয়েছে। ফলে জল্পনা বাড়ছে। জেসমিনকে স্ট্যান্ডে দেখা গেল এদিন। তার পর সমর্থকদের মধ্যে হইচই পড়ে যায়। প্রশ্ন উঠেছে, হার্দিকের প্রেমের গল্প আবার শুরু হয়েছে কিনা তা নিয়ে।
প্রসঙ্গত, এর আগে হার্দিক পান্ডিয়া ৩১ মে ২০২০-তে নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন। কিন্তু তিন বছর পর দুজনের সম্পর্কের তিক্ততা নিয়ে আলোচনা শুরু হয়। নাতাশা ২০২৪ সালের T20 বিশ্বকাপ পর্যন্ত হার্দিকের থেকে নিজেকে এতটাই দূরে সরিয়ে রেখেছিলেন যে তিনি চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাঁকে অভিনন্দনও জানাননি। একটা সময় ছিল যখন নাতাশাকে স্টেডিয়ামে হার্দিককে চিয়ার করতে দেখা গিয়েছিল। কিন্তু গত বছর দুজনেই তাদের চার বছরের সম্পর্কের ইতি টানেন।
চুম্বন-কাণ্ডের মাঝেই প্রথম স্ত্রীর সঙ্গে আইনি জটিলতা উদিত নারায়ণের!
অনুষ্ঠানে প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কে জড়িয়েছেন। সেই বিতর্কের আবহে এ বার আইনি বিপাকে উদিত নারায়ণ। গায়কের বিরুদ্ধে তাঁর প্রথম স্ত্রী রঞ্জনা ঝা খোরপোশ সংক্রান্ত অভিযোগ এনেছেন। প্রাক্তন স্ত্রীর অভিযোগ, তাঁকে তাঁর অধিকার ও সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে বিহারের সুপৌল পারিবারিক আদালতে ২১ ফেব্রুয়ারি হাজিরা দিয়েছিলেন উদিত। কিন্তু তিনি এই ঘটনার মীমাংসা করতে রাজি হননি। রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন উদিত। তাঁর দাবি, রঞ্জনা নাকি তাঁর থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এর আগেও একই বিষয়ে বিপাকে পড়েছিলেন গায়ক। বিহারের মহিলা কমিশনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তখন দুই পক্ষই মীমাংসার পথে হেঁটেছিলেন।
সেই মামলার রিপোর্ট থেকে জানা যায়, আগে প্রতি মাসে রঞ্জনাকে ১৫ হাজার টাকা করে দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার টাকা। এ ছাড়াও প্রথম স্ত্রীকে চাষের জন্য একটি জমিও দিয়েছিলেন তিনি। তার সঙ্গে এক কোটি টাকার একটি বাড়িও দিয়েছিলেন। পরে বিহার মহিলা কমিশন জানতে পারে, ২৫ লক্ষ টাকার গয়নাও রঞ্জনাকে দিয়েছিলেন উদিত। সেই গয়না বিক্রি করে দেন রঞ্জনা।তবে এখানেই শেষ নয়। আইনজীবীর মাধ্যমে রঞ্জনা জানিয়েছিলেন, জীবনের বাকি দিনগুলো উদিতের সঙ্গেই কাটাতে চান তিনি। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণেই প্রাক্তন স্বামীর সঙ্গে এক ছাদের তলায় থাকার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। সংবাদমাধ্যমকে রঞ্জনা এ-ও জানান, তিনি মুম্বই গেলে তাঁর পিছনে দুষ্কতীদের পাঠানো হয়।
১৯৮৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন উদিত ও রঞ্জনা। খ্যাতি পাওয়ার পরে নাকি স্ত্রীকে ছেড়ে চলে যান উদিত। তার পর থেকে নিজের অধিকারের জন্য লড়াই করছেন বলে দাবি রঞ্জনার।
সিপিএমকে ফের গ্রামে তাকানোর বার্তা প্রকাশ করাটের!
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। একুশের নির্বাচনে খাতা খুলতে ব্যর্থ সিপিএম কতটা প্রভাব ফেলবে ওই বিধানসভা নির্বাচনে? তা নিয়ে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন। আর এই পরিস্থিতিতে সিপিএমের রাজ্য সম্মেলনে দলের নেতাদের গ্রামে গিয়ে কাজ করার বার্তা দিলেন প্রকাশ কারাট। রাজ্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি বলেন,"গ্রামে গিয়ে কাজ করুন। গরিব মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন।" শনিবার ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রকাশ কারাট বলেন,"গ্রামে না গেলে সংগঠন কিছুতেই মজবুত করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী না হলে দেশেও বাম আন্দোলন শক্তিশালী হবে না। সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে আন্দোলন করুন।" যেভাবে আরজি করের আন্দোলন হয়েছে, তার প্রশংসা করলেও কেন আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখা যাচ্ছে না, তা নিয়ে অবশ্য প্রশ্ন তোলেন পলিটব্যুরো কো-অর্ডিনেটর প্রকাশ। তবে লড়াইয়ের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল উভয়ের বিরুদ্ধে সমান গুরুত্ব দিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সপ্তাহান্তেও পিছু ছাড়বে না বৃষ্টি!
সপ্তাহান্তেও পিছু ছাড়বে না বৃষ্টি। আজ, রবিবারও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ১১ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরমধ্যে তিন জেলায় দুর্যোগের সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির ফলে আগামী দু-তিনদিনে তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। রাজ্যজুড়ে বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা।
আজ দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৪০- ৫০ কিলোমিটার বেগে বইতে পারে। তিন জেলাতেই বজ্রপাতের আশঙ্কা থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা, হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
ডিভোর্স মামলা; আদালতে রত্নার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কল্যাণের
রত্না চট্টোপাধ্যায় একজন নাটকবাজ। বছরের পর বছর ধরে নাটক করে যাচ্ছেন। কলকাতা হাইকোর্টে শোভন চট্টোপাধ্যায়ের পক্ষে সওয়াল করে এমনটাই দাবি করলেন তাঁর আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মক্কেলের হয়ে সওয়াল করতে গিয়ে নিজের দলেরই বিধায়ক রত্নার বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানালেন কল্যাণ।
শোভনের পক্ষে তিনি আদালতে সওয়াল করে বলেন, "আমরা যে সমাজে বাস করি তা আমরা জানি। ভাইয়েদের সঙ্গে ভালো সম্পর্ক যেমন থাকে, খারাপ সম্পর্কও থাকে। ওনার অবৈধ সম্পর্ক আছে।" রত্না চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলায় নিম্ন আদালতের শুনানির উপর ৩ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন।
রত্না চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, নিম্ন আদালত এই মামলায় তাঁর দেওয়া সাক্ষীদের বয়ান নেওয়া বন্ধ করে দিয়েছে। এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রত্না। সেই আবেদনের বিষয়ে শুনানির পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য। আগামী ২৮ ফেব্রুয়ারি এই বিষয়ে নির্দেশ দেবেন তিনি।
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
ডিভোর্স হয়ে গেল যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার!
ডিভোর্স হয়ে গেল যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার। সূত্রের খবর, বৃহস্পতিবার বান্দ্রার ফ্যামিলি কোর্টে হাজির ছিলেন তারকা দম্পতি। সেখানেই বিবাহবিচ্ছেদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ডিভোর্সের পর ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে চাহাল লেখেন, ঈশ্বর নানা বিপদের হাত থেকে রক্ষা করেছেন। এর পরেই ধনশ্রীর ইনস্টাগ্রামে বার্তা, ঈশ্বরে বিশ্বাস রাখলে সব ভালো হয়। উল্লেখ্য, বেশ কয়েকদিন থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা চলছিল।
সূত্রের খবর, গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন জাতীয় দলের তারকা স্পিনার চাহাল এবং নৃত্যশিল্পী। সেই কথা আদালতে জানান তাঁরা। ডিভোর্সের কারণ হিসাবে জানান, একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাঁদের ৪৫ মিনিট কথা বলতে নির্দেশ দেন। কাউন্সেলিংও হয় তাঁদের। সময়সীমা শেষ হওয়ার পরে দুজনেই জানান, ডিভোর্স চান তাঁরা। সেই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় বৃহস্পতিবারেই। বিকেল সাড়ে চারটে নাগাদ বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল-ধনশ্রীর।