Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

মোদির সভা থেকে আবারও ব্রাত্য; কী বললেন দিলীপ ঘোষ

 ১:০৮ PM     kolkata     No comments   

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে ব্রাত্য হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামিকাল শুক্রবার দমদমে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা।

কিন্তু সেখানে নাম নেই বিজেপির এক সময়ের দাপুটে নেতা দিলীপ ঘোষের। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে-তাহলে কি বিজেপির রাজ্য রাজনীতিতে দিলীপ ঘোষকে এখনও একঘরে করে রাখা হচ্ছে? প্রধানমন্ত্রীর সভায় পরপর তিনবার ডাক পাননি দিলীপ ঘোষ। এর আগে গত ১৮ জুলাই দুর্গাপুরে অনুষ্ঠিত সভাতেও তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। যদিও পরে স্থানীয় কর্মীরা তাঁকে ডাকলেও, অভিমানে শেষমেশ সেই সভায় উপস্থিত হননি প্রাক্তন রাজ্য সভাপতি। প্রধানমন্ত্রীর সভাতে যাওয়া নিয়ে তিনি বলেন, "আমাকে আমন্ত্রণ করা হয়নি, তাই যেতেও পারি, নাও যেতে পারি।আমি কোথায় যাব, আমিই ঠিক করব।" দলীয় সূত্রে খবর, এর মাধ্যমে তিনি কার্যত বোঝাতে চেয়েছেন যে, আমন্ত্রণ না পেলেও দলীয় কর্মসূচিতে তাঁর উপস্থিতি তাঁর নিজের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আচমকা শ্বাসকষ্ট; হাসপাতালে বিজেপির অগ্নিমিত্রা পল

 ১২:৫৬ PM     kolkata     No comments   

আচমকা শ্বাসকষ্ট। বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হল বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলকে। বর্তমানে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে এই হেভি-ওয়েট বিজেপি নেত্রীর। বিজেপিতে যোগদানের পর থেকেই সক্রিয়ভাবে দলের কাজ করেন অগ্নিমিত্রা পল।

নিজের বিধানসভা এলাকা আসানসোল দক্ষিণে নিয়মিত যান তিনি। যোগাযোগ রাখেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। দলের যাবতীয় কর্মসূচিতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। এক পর্যায়ে পরিস্থিতি গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। রাতেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সঙ্গে সঙ্গে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুখ্যমন্ত্রীর ঘোষিত শ্রমশ্রী প্রকল্প শুরু হচ্ছে বৃহস্পতিবার!

 ১২:৪৫ PM     kolkata     No comments   

বিজেপিশাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে শ্রমশ্রী প্রকল্প শুরু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর সেই নির্দেশ কার্যকর করতে আজ বৃহস্পতিবার থেকে ময়দানে নামছে শ্রম দফতর। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, শ্রমশ্রী নামাঙ্কিত একটি পোর্টালের মাধ্যমে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের এই প্রকল্পের অধীনে আনা হবে। পোর্টাল চালু হতে এখনও দু’-একদিন বাকি থাকলেও, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বৃহস্পতিবার থেকেই এই বিষয়ে কাজ শুরু করছে শ্রম দফতর। এমনটাই জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি জানিয়েছেন, পোর্টাল চালু হলে পরিযায়ী শ্রমিকদের তাতে অন্তর্ভুক্তির কাজ শুরু হবে। কিন্তু তার আগে যে সব পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন, তাঁদের অফলাইনে এই প্রকল্পের অধীনে আনার কাজ শুরু করা হবে। সে ক্ষেত্রে শ্রম দফতর প্রতিনিধিরা জেলায় জেলায় শিবির করে প্রাথমিক ভাবে এই কাজ শুরু করবেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ভারতে এ বার নিষিদ্ধ হতে চলেছে অনলাইন গেমিং!

 ৮:১৫ PM     India     No comments   

ভারতে এ বার নিষিদ্ধ হতে চলেছে আর্থিক লেনদেনে যুক্ত সমস্ত ধরনের অনলাইন গেমিং। বুধবার এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে লোকসভায়। 'দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫' নামের ওই বিলে আর্থিক লেনদেনে যুক্ত অনলাইন গেমের প্রচারের উপরে জরিমানা বসানোর প্রস্তাব রয়েছে।

১৩০তম সংবিধান স‌ংশোধনী বিল নিয়ে বিরোধী সাংসদদের বিক্ষোভের মধ্যেই ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সংক্ষিপ্ত বক্তব্যের পরে ধ্বনিভোটে পাশ হয় অনলাইন গেমিং সংক্রান্ত বিলটি। বিজ্ঞাপন নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আর্থিক লেনদেনে যুক্ত অনলাইন গেমের জন্য তহবিল স্থানান্তর বা সহায়তাতেও বিধিনিষেধ জারির প্রস্তাব রয়েছে এই বিলে। গত কয়েক বছর ধরেই ভারতে অনলাইন গেমিং শিল্পকে একটি উদীয়মান ক্ষেত্র হিসাবে দেখা হচ্ছে। অনলাইন গেমে বাজি ধরার পিছনে প্রতি মাসে ভারতে গড়ে ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়। তাই গত কয়েক বছরে গেমিং শিল্পে ছাতার মতো গজিয়ে উঠেছে বহু ছোট-বড় সংস্থা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কাম্বুলিকে নিয়ে ফের উদ্বেগ; ঠিক মত কথা বলতে পারছেন না প্রাক্তন এই ক্রিকেটার

 ৭:১৯ PM     Sports     No comments   

বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের প্রাক্তন এই ক্রিকেটার ঠিক মতো হাঁটতে পারছেন না। কথাও ভাল ভাবে বলতে পারছেন না। কাম্বলির জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তাঁর ভাই বীরেন্দ্র। প্রাক্তন ক্রিকেটারের বর্তমানে শারীরিক অবস্থার কথা জানিয়েছেন বীরেন্দ্র।

গত বছর ২১ ডিসেম্বর অসুস্থ কাম্বলিকে ভর্তি করানো হয়েছিল ঠাণের একটা হাসপাতালে। মূত্রনালীর সংক্রমণ ধরা পড়েছিল তাঁর। কিছু দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও টানা চিকিৎসা চলছে কাম্বলির। বাড়িতেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। সমস্যা আগের থেকে কমলেও এখনও সুস্থ নন তিনি। ঠিক মতো কথাও বলতে পারেন না। বান্দ্রার বাড়িতেই চিকিৎসা চলছে কাম্বলির। এক সাক্ষাৎকারে বীরেন্দ্র জানিয়েছেন, "দাদা বর্তমানে বাড়িতে আছে। আগের থেকে অনেক স্থিতিশীল। কথা বলতে এখনও সমস্যা হয়। সম্পূর্ণ সুস্থ হতে বেশ সময় লাগবে। তবে আমার দাদা চ্যাম্পিয়ন। আবার স্বাভাবিক, সুস্থ জীবনে ফিরে আসবেই। আশা করছি, কিছু দিন পর থেকে স্বাভাবিক ভাবে হাঁটতে পারবে। হয়তো দৌড়তেও পারবে। দাদার উপর আমার বিশ্বাস রয়েছে। আমার আশা, আপনারা সবাই আবার ওকে মাঠে দেখতে পাবেন।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিতর্কিত সংবিধান সংশোধনী বিল পেশ;সংসদে হেনস্তার শিকার শতাব্দী রায় ও মিতালি বাগ

 ৬:১৭ PM     India     No comments   


বিতর্কিত সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে বিক্ষোভের মধ্যেই সংসদে হেনস্তার শিকার তৃণমূল কংগ্রেসের ২ মহিলা সাংসদ। মিতালি বাগ ও শতাব্দী রায়কে ধাক্কা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও রভনীত বিট্টুর বিরুদ্ধে। সংসদের বাইরে বিজেপি সাংসদদের বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন মিতালি।

সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি।বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা। গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনও মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষাকবচ না পান, সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। কংগ্রেস-সহ গোটা বিরোধী শিবির বিলটির বিরোধিতা করেছে। ইন্ডিয়া জোটের বক্তব্য, এটা আসলে বিরোধীদের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র। এদিন শাহের বিল পেশের সঙ্গে সঙ্গে তুমুল হট্টগোল শুরু করে বিরোধী শিবির। ওয়েলে নেমে প্রতিবাদে শুরু করেন তৃণমূল সাংসদরা। ছিঁড়ে ফেলা হয় বিলের কপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা অমিত শাহর দিকে বিলের কপি ছুড়ে দেন। বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দিতে হয়। অভিযোগ, সেই সময়ই তৃণমূল সাংসদ মিতালি বাগ ও শতাব্দীকে ধাক্কা দেওয়া হয়। কার্যত হেনস্তার মুখে পড়েন তাঁরা। মিতালি বাগের অভিযোগ,কিরেন রিজিজু ও রভনীত বিট্টুর তাঁদের ধাক্কা দেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সরকারি কোষাগারের টাকা এভাবে পুজোতে দান করা যায় না; আদালতে সওয়াল মামলাকারীর

 ৬:০৩ PM     kolkata     No comments   

দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল।এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ। সেই মামলা আদালতে ওঠে বুধবার (২০ অগস্ট)। সেখানে মামলাকারী ও রাজ্য সরকারের আইনজীবীর কথোপকথন দেখেনিন একনজরে। আজ অর্থাৎ বুধবার দুর্গাপুজোর অনুদান মামলায় রাজ্যের দাবি, প্রতি বছর দুর্গা পুজোর আগে এই একই ইস্যুতে একটা করে মামলা করা হয়।

আর পুজো মিটলে মামলাকারীদের আর জনগণের কথা মনে থাকে না। অপরদিকে, মামলাকারীর আইনজীবী জানান, "সরকারি কোষাগারের টাকা এই ভাবে পুজোর নামে দান করা যায় না। বছর বছর এই অনুদানের পরিমাণ বাড়ছে। অথচ সরকার অন্যান্য জরুরি ক্ষেত্রে প্রাপ্য মেটাতে পারছে না। এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক রায়ে পুলিশের মাধ্যমে যাবতীয় খরচার হিসেব নেওয়ার নির্দেশ দিয়েছিল। বাস্তবে অনুদান বাবদ টাকা দেওয়া হলেও তার কোনও হিসেব কার্যত রাখা হয় না। উল্টে প্রতি বছর অনুদানের পরিমাণ বাড়ছে।" আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • ভাঙল শেহওয়াগের রেকর্ড; ইতিহাসের পাতায় ব্রুক
    ৩২২ বলে ৩১৭ রানের ঝকঝকে ইনিংস। ঝোড়ো ব্যাটিং করে হইচই ফেলে দিলেন হ্যারি ব্রুক। কেবল পাকিস্তানের বোলিং লাইন আপই নয়, ব্রুকের তাণ্ডবে ভাঙল বী...
  • বিধ্বংসী দুই স্পিনার; অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ যুব ভারতের
      বিধ্বংসী দুই স্পিনার আনমোলজিৎ সিংহ এবং মহম্মদ এনান। এই দু-জনের দাপটে চিপকে তিন দিনে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতল ভারত।...
  • নিউ জিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের; কেন নেই শামি?
      সদ্য দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে সব বিভাগে পরাজিত করেছে ভারত। এবার ঘোষিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়া...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates