Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

হাই কোর্টে জয় রাজ্যের, খারিজ দিঘার জগন্নাথধাম নিয়ে করা মামলা

 ২:১১ PM     kolkata     No comments   

 


হাই কোর্টে বড় জয় রাজ্যের। দিঘার জগন্নাথধাম নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। একাধিকবার মামলাকারীর আবেদনে শুনানি পিছনো হয়েছে। কিন্তু আর তা সম্ভব নয় বলে জানিয়ে মামলা খারিজ করল আদালত।দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে 'ধাম' কেন যুক্ত করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ।

তাঁদের যুক্তি ছিল, ধাম পৃথিবীতে চারটি। যা হিন্দুদের কাছে আবেগ। চাইলেই হঠাৎ করে কোনও মন্দিরকে ধাম বলা যায় না, দাবি করেন তাঁরা। তাই আদালতে তাঁদের আর্জি ছিল যে, 'ধাম' শব্দটি বাদ দেওয়া হোক। দীর্ঘদিন ধরেই চলছিল এই মামলার শুনানি। মঙ্গলবার দিঘার জগন্নাথ 'ধাম' নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, এর আগে একাধিকবার মামলাকারীর অনুরোধে শুনানি পিছানো হয়েছে। অতিরিক্ত নথি দাখিল করার সুযোগ দেওয়া হয়েছে। আর তা সম্ভব নয়। আদালতের যুক্তি, বারবার সুযোগ দেওয়া 'শেষ সুযোগ' শব্দটি তার মানে হারাবে। মামলাকারী চাইলে সম্পূর্ণ নথি দিয়ে নতুন করে মামলা দাখিল করতে পারে বলেই জানিয়েছে আদালত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মহিলাদের অ্যাকাউন্টে ৩০ হাজার; প্রচারের শেষ লগ্নে বড় ঘোষণা তেজস্বীর

 ২:০২ PM     India     No comments   

 


রাজ্যের ক্ষমতায় এলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। এমনটাই দাবি করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার বিহারে বিধনসভা নির্বাচনের প্রথম পর্ব। প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার। প্রচারের শেষ লগ্নে এভাবেই চমক দিলেন রাঘোপুর বিধানসভা আসনের আরজেডি প্রার্থী তেজস্বী যাদব। এর পাশাপাশি কৃষকদেরও একাধিক সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করলেন লালু-পুত্র।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী বলেন, "এবার রাজ্যের ক্ষমতায় এলে মকর সক্রান্তির পূর্ণ লগ্নে আগামী ১৪ জানুযারি মা ও বোনেদের বিশেষ সম্মান দিতে তৈরি একটি প্রকল্পের আওতায় রাজ্যের সকল মহিলাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ৩০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি সরকারি কর্মচারীদের তাঁদের বাড়ির ৭০ কিলোমিটারের মধ্যে বদলি করার চেষ্টাও করবে আমাদের নতুন সরকার।" শেষ লগ্নে তেজস্বীর এই ঘোষণা রাজ্যের মহিলা ভোটারদের প্রভাবিত ও উৎসাহিত করেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল; দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই

 ১:৪৪ PM     kolkata     No comments   

 

'মন্থা'-র প্রভাব কাটতে না-কাটতে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপর। এই নিম্নচাপ অঞ্চলের তেমন কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপর। উত্তর ও দক্ষিণে মোটের উপর এখন আবহাওয়া থাকবে শুকনো।

তবে বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার সামান্য ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পঙের দু'একটি এলাকা। আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

সাত বছর পর তৃণমূলে শোভন!

 ২:০৮ PM     kolkata     No comments   

অক্টোবরে প্রশাসনে প্রত্যাবর্তন হয়েছিল। নভেম্বর পড়তে না পড়তেই সরাসরি তৃণমূলে ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শোভন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরতে চলেছেন। সঙ্গে থাকবেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। ২০১৮ সালে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন। তার পর ২০২১ সালের আগে দিল্লি গিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছিলেন বিজেপি-তেও।

কিন্তু পদ্মশিবিরে বেশি দিন থাকতে পারেননি শোভন। মাঝে বেশ কয়েক বার তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হলেও তা জমাট বাঁধেনি। অবশেষে তৃণমূলে ফিরছেন তিনি। গত সেপ্টেম্বরে তৃণমূলের সর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল শোভন-বৈশাখীর। সেই সময় থেকেই শোভনের তৃণমূলে ফেরার জল্পনা নতুন করে জল-বাতাস পেতে শুরু করে। তা আরও গাঢ় হয় গত মাসে। উত্তরবঙ্গে ত্রাণ ও পুনর্গঠনের কাজ পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন শোভন-বৈশাখীও। তখনই দার্জিলিঙের রিচমন্ড হিলে মমতার সঙ্গে বৈঠক হয়েছিল শোভনের। ঘটনাচক্রে, তার পরের দিনই শোভনকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের (এনকেডিএ) চেয়ারম্যান হিসাবে নিয়োগ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বাকি ছিল দলে ফেরা। সোমবার সেটাও হতে চলেছে। শোভনের ঘনিষ্ঠদের বক্তব্য, বেলা ৩টের মধ্যে বাইপাসের ধারে নতুন তৃণমূল ভবনে পৌঁছে যাবেন শোভন। সঙ্গে থাকবেন বৈশাখীও।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কেমন আছেন ধর্মেন্দ্র? কী বললেন হেমা মালিনী

 ১:৪৪ PM     Entertainment     No comments   

 

কেমন আছেন ধর্মেন্দ্র, তা নিয়ে অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। সোমবার সকালে উদ্বেগ দূর করলেন ধর্মেন্দ্র ঘরনি হেমা। স্বামীর শারীরিক অবস্থা নিয়ে এবার মুখ খুললেন তিনি। সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় হেমাকে।

পরনে গোলাপি এবং সাদা ফুলছাপ সালোয়ার। পাপ্পারাজ্জিদের কাছে মিষ্টি হাসিমুখে ধরা দেন 'ড্রিমগার্ল'। তাঁকে প্রশ্ন করা হয় কেমন আছেন ধর্মেন্দ্র? তিনি বলেন, ভালোই আছে অভিনেতা। উত্তর দিয়ে সকলকে প্রণাম জানিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান হেমা। বলিউড মাধ্যম সূত্রে খবর, "শ্বাসকষ্টজনিত কারণেই শুক্রবার হাসপাতালে ভর্তি হতে হয় ধর্মেন্দ্রকে। আইসিইউতে রয়েছেন প্রবীণ অভিনেতা।" যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি, তবে তাঁর আইসিইউতে থাকার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জাল পাসপোর্টকাণ্ডে নদিয়ার কাঠমিস্ত্রির বাড়িতে ইডি!পাক যোগের সম্ভাবনা

 ১২:০৫ PM     kolkata     No comments   

 


ভুয়ো পাসপোর্ট মামলায় সক্রিয় ইডি। সোমবার সকালে নদিয়া জেলার চাকদার এক ব্যক্তি ও তার ভাইয়ের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্ত ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে ভুয়ো পাসপোর্ট তৈরির সঙ্গে ছিল বলে অভিযোগ ইডির। 

এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক বলেন, "অভিযুক্তের তৈরি বহু পাসপোর্ট বিদেশেও পাঠানো হয়েছে ।

আমরা তদন্ত করছি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে।" বিগত কয়েক মাস ধরে ভুয়ো পাসপোর্ট তৈরির জাল খুঁজে বের করতে একের এক তদন্ত অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। প্রস্তুতকারীদের খুঁজে বের করতে চলছে তল্লাশিও। অক্টোবর মাসেই চাকদা থেকে ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযোগে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তদন্তে জানা যায়, বাংলাদেশি নাগরিকদের ভুয়ো পাসপোর্ট পাইয়ের দেওয়ার জন্য পাকিস্তানের নাগরিকদের সাহায্য করে সে। ধৃত ইন্দুভূষণকে জিজ্ঞাসাবাদ করেই কাঠমিস্ত্রির বিষয়ে জানতে পারে ইডি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিজের বাড়ির সামনে হামলার মুখে জ্যোতিপ্রিয় মল্লিক!

 ৮:৩৪ AM     kolkata     No comments   


সল্টলেকে নিজের বাড়ির সামনে হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাবড়ার তৃণমূল বিধায়কের উপর হামলা চালিয়েছেন। মুখে ঘুষি মেরে তাঁকে রাস্তায় ফেলে দিয়েছেন বলেন অভিযোগ। এই ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, রবিবার হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে এসেছেন বালু। সল্টলেকের বাড়িতে তাঁর একটি অফিসও রয়েছে।

অভিযোগ, ওই অফিসে প্রবেশ করার সময় তাঁর উপর হামলা হয়। আচমকা এক যুবক এসে তাঁর মুখে ঘুষি মারেন। তাতেই ছিটকে রাস্তায় পড়ে যান বালু। চিৎকার করতে থাকেন। সেই সময় তাঁর দফতরে থাকা কয়েক জন তৃণমূলকর্মী ছুটে এসে যুবককে আটকান। বালুকে ধরাধরি করে রাস্তা থেকে তোলা হয়। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করার পর তাঁর ব্যাপারে খোঁজখবর নিয়েছেন বালু। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অভিষেক দাস। বালুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তৃণমূল বিধায়ক অভিযুক্তকে চেনেন না। কখনও দেখেনওনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates