মে মাস শেষ হতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। কয়েক মাস অপেক্ষার পর কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতার তথ্য সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তবে এপ্রিলে আসা AICPI সূচকের ভিত্তিতে স্পষ্ট হয়ে গিয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের এই বার কতটা ডিএ বাড়ানো হবে? এপ্রিলে আসা AICPI সূচকের ভিত্তিতে পরিসংখ্যানে একটি ভাল বৃদ্ধি দেখা গিয়েছে।
শুক্রবার, ২ জুন, ২০২৩
বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
ফের কিছুটা কমল রান্নার গ্যাসের দাম!
ফের কিছুটা কমল রান্নার গ্যাসের দাম। তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডার নয়, বানিজ্যিক গ্যাসের দাম কমেছে। ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে ১ জুন একটি পোস্ট করে জানানো ভারতে এলপিজি সিলিন্ডারের মাসিক মূল্য সংশোধন করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৩.৫ টাকা কমানো হয়েছে।
উল্লেখ্য, প্রতি মাসের শুরুতেই সাধারণত পেট্রলিয়াম কোম্পানিগুলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে থাকে। মাসের শুরু থেকেই কার্যকর হয় সেই দাম। আজকের আপটেড অনুযায়ী, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৭৭৩ টাকায় নেমে এসেছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন ১৮৭৫.৫০ টাকা।
তাপপ্রবাহে পুড়তে পারে বাংলা; একাধিক জেলায় সতর্কবার্তা জারি
১ থেকে ৭ জুন পর্যন্ত রাজ্যে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলার বেশকিছু জেলা। এখনও পর্যন্ত আলিপুর ৩৮ . ৪ ও মালদা ৪০ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে। ৭ জুন পর্যন্ত এই গরম দাপট চলবে। কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম-সহ বাকি জেলায় আজ ঘেমে নেয়ে একশা হয়েছে জনগণ। সতর্কতা না থাকলেও কার্যত তাপপ্রবাহের অনুভূতি।
৩ ও ৪ জুন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ডিএলএড-এ ভর্তিতে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ!
'এত তাড়া কীসের'? রাজ্যে ডিএলএডে ভর্তিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। মেয়াদ কতদিনের? ৯ জুন পর্যন্ত। ৬ জুন মামলার শুনানি হবে রেগুলার বেঞ্চে।
ডিএলএড কোর্সটি ২ বছরের। প্রশিক্ষণ শেষ করার জন্য অবশ্য সর্বোচ্চ ৩ বছর সময় দেওয়া হয় পড়ুয়াদের। যাঁরা টেটে বসতে চান, তাঁদের জন্য ডিএলএড বাধ্যতামূলক। রাজ্যে ৬০০ টি বেসরকারি কলেজে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
ঘটনাটি ঠিক কী? ৩০ জুন ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে উল্লেখ, ২০২১-২০২৩ শিক্ষাবর্ষের জন্য ৩ জুন মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। কেন? হাইকোর্টের মামলা করেছেন পড়ুয়াদের একাংশই। তাঁদের প্রশ্ন, 'ক্লাস না করিয়েই কেন দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে পর্ষদ'? এদিন মামলার শুনানি হয় হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে।
এর আগে, ক্লাস শুরুর ৪-৫ মাস আগে অনেক বেসরকারি ডিএলএড কলেজে নাকি অফলাইনেও ভর্তির অভিযোগ উঠে। এরপর পর্ষদের তরফে যখন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, অফলাইনে যাঁরা ভর্তি হয়েছেন নাম নথিভু্ক্ত করার জন্য তাঁদের ৩ হাজার টাকা করে দিতে হবে, তখন মামলা গড়ায় হাইকোর্টে। শেষপর্যন্ত শর্তসাপেক্ষে প্রাথমিক শিক্ষা পর্ষদের পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার অনুমতি দেয় আদালত।
এবার নয়া শিক্ষানীতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী!
অবশেষে জাতীয় শিক্ষানীতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩'র কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "পাস কোর্সে গ্র্যাজুয়েশন করবে, তাদের তিন বছর লাগবে। কিন্তু অনার্স যাঁরা করবেন, তাঁদের চার বছর লাগবে। ইউজিসি থেকে একটা নিয়ম করেছে। এর একটা সুবিধা আছে মাস্টার্সে একবছর লাগবে। এটা একটা অ্যাডভান্টেজও আছে।
তিনি আরও বলেন, "ব্রাত্যকে বলব শিক্ষা দফতরে একটা লেটার বক্স কর, যাঁরা টাকার অভাবে পড়াশোনা করতে পারছেন না, ওই বক্সটায় গিয়ে আবেদন পত্র জমা দিয়ে দেবেন। তোমরা দেখে ব্যবস্থা নেবে। গরমের যে তাপ, সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৫ তারিখে আবার স্কুল খুলবে।
প্রসঙ্গত, কলেজে জাতীয় শিক্ষানীতিতে শিলমোহর দিয়েছে রাজ্য। চলতি শিক্ষা বর্ষ থেকেই চার বছরের স্নাতক প্রক্রিয়া শুরু হবে। সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে এই নীতি কার্যকর হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম।
চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই; বিস্ফোরক দাবি ইডি-র
ফের বিস্ফোরক কিছু তথ্য সামনে এল। চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই। নিজের কাজ করানোর জন্য সেখানে তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
ইডি-র দাবি, জেরায় তাপস মণ্ডল জানিয়েছেন, ২০১৪-র টেটের জন্য ৩২৫ জন চাকরিপ্রার্থীর তালিকা সুজয় ভদ্রর হাত দিয়ে মানিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি, এই ৩২৫ জনকে চাকরি পাইয়ে দিতে ৩ কোটি ২৫ লক্ষ টাকা তাপস মণ্ডলের কাছ থেকে নিয়েছিলেন কুন্তল ঘোষ। রিমান্ড লেটারে এমনই দাবি করেছে ইডি। সুজয়কৃষ্ণ-মানিক-কুন্তল, এই ত্র্যহস্পর্শ যোগে কোটি কোটি টাকায় চাকরি-বিক্রি হয়েছে বলে ইডি-র দাবি।
'খোকাবাবুর বাড়ি' নিয়ে ফের বিস্ফোরক অধীর!
দুর্নীতিকে হাতিয়ার করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে বাম-কংগ্রেস। সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনের জয়কে তারই ফসল বলে মনে করছে নেতৃত্ব। তবে এই সাফল্যের পিছনে আইনজীবীদেরই সব চাইতে বড় ভুমিকা রয়েছে বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার কলকাতায় দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, "রাজ্যের মানুষ লক্ষ্য করছেন সরকারের দুর্নীতি। একটার পর একটা চক্রান্ত ফাঁস হলে অবাক হচ্ছেন। স্বাধীনতার পর থেকে এরকম না দেখেছি না শুনেছি। এর পরিমান কোথায় শেষ হবে? আর টাকার মূল্য কোথায় যাবে তা ভেবে অবাক হচ্ছি। একটার পর আরেকটা আসছে। তদন্ত হচ্ছে বিচার ব্যবস্থার মাধ্যমে। আদালত পর্যবেক্ষণ করছে। পর্দা ফাঁস করছে।"
প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, "কোর্টকে অবহিত করেছে যারা, বঞ্চিত সমাজের হতাসা যারা তুলে ধরেছে, যারা তদন্তের দাবি করেছে, তারা বাম ও কংগ্রেসের আইনজীবী। তাঁদের অভিননন্দন।
অধীর আরও বলেন, "ইডি সিবিআইয়ের তৎপরতায় আরও গতি আনতে হবে। না হলে দিদি মোদির জন্য অন্তরায় হতে পারে। আইনজীবীদের বলব বিচার ব্যবস্থাকে বলতে ইডি সিবিআইয়ের তৎপরতায় গতি আনার কথা। খোকাবাবুদের বাড়িতে তল্লাশি হতে পারে। তাই টাকা বিদেশে পাঠাতে পারে। কাকাবাবু দের মতো লোকেদের কাছে গচ্ছিত আছে সব। দুর্নীতির জালের বিস্তৃতি মানুষ জানবেন। আশা করবো পুর দুর্নীতির জন্য সহযোগিতা করবেন মুখ্যমন্ত্রী।" একই সঙ্গে ১৫ জুন শহীদ মিনার ময়দানে দলের তরফে সভা করার কথা ঘোষণা করেন তিনি।