Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নাম না-করে মিঠুনকে রোহিঙ্গা বলে আক্রমণ করলেন কুণাল!

 ১:৪৯ PM     kolkata     No comments   

বলতে শুরু করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্য প্রসঙ্গে। নিশানা করলেন মিঠুন চক্রবর্তীকে। নাম না করে মহাগুরুকে 'মাল' শব্দে রোহিঙ্গা বলে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। 

সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবারই তিনি মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৭ সালে সোশাল মিডিয়ায় রোহিঙ্গাদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। মমতাই রোহিঙ্গাদের আমন্ত্রণ করে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। 

শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে কুণালকে প্রশ্ন করতেই তিনি বলে ওঠেন, "এসব অত্যন্ত কুরুচিকর কথাবার্তা। রোহিঙ্গা সম্পর্কে ন্যূনতম ধ্যানধারণা আছে ? রোহিঙ্গা বিষয়টি মায়ানমার থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। রোহিঙ্গাদের সঙ্গে বাংলা কিংবা বাঙালির কোনও মিল নেই। এরা আপনার পাশ দিয়ে গেলে বা পাশে বসে থাকলেই বুঝতে পারবেন, এরা বাংলার বা বাঙালি নয়। এরা রোহিঙ্গা।" 

এর পাশাপাশি তিনি আরও বলেন, "আমি আবার বলছি, তাঁকে যদি রোহিঙ্গা দেখতে হয় তাহলে গরমকালে গরম টুপি পরা, মাফলার পরা, গরমকালে ফুলহাতা কালো জোব্বা পরে থাকা রহস্যজনক একটি লোক সানগ্লাস পরে নিজেকে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওর জামাকাপড় খুলে দেখুন। ওই মালটা কিন্তু রোহিঙ্গা বেরোলেও বেরোতে পারে।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গণহারে নাম বাদ গেলেই পদক্ষেপ করবে আদালত;কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

 ১২:২৮ PM     kolkata     No comments   

 

পুরোদমে চলছে বিতর্ক। তবে খসড়া তালিকাও প্রকাশ করার শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে নির্বাচন কমিশন। এবার SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দিলে পদক্ষেপ করবে আদালত। এমনটাই বললেন বিচারপতি জয়মাল্য বাগচি। গত ১ জুলাই ও ২৮ জুলাই পরপর দু-দিন এই মামলায় শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। শুনানি পর্বে যাঁরা আবেদনকারী তাঁদের তরফে স্পষ্ট জানানো হয়েছিল পুরো প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট। কিন্তু, দীর্ঘ সওয়াল জবাবের পরেও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। কবে এই মামলার পরের শুনানি হবে এদিন সুপ্রিম কোর্টের সেটাই বলার কথা ছিল। সূত্রের খবর, সেই সময়ই গণহারে নাম বাদ দেওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। কারণ ইতিমধ্যেই বিহারে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার কথা নির্বাচন কমিশনের তরফে খাতায়-কলমে জানিয়ে দেওয়া হয়েছে। আর তখনই এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে দেখা যায় বিচারপতি জয়মাল্য বাগচিকে। বিচারপতি জয়মাল্য বাগচি সাফ বলেন, "যদি গণহারে নাম বাদ যায়, যাঁরা মারা গিয়েছেন বলে জানানো হচ্ছে তাঁদের মধ্যে এক বা দু-জনকেও যদি জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করবে।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির আশঙ্কা!

 ১২:১৫ PM     kolkata     No comments   

 

একসাথে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা! যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় নামতে পারে ধস। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব আরবসাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্রিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা শ্রী গঙ্গানগর, চুরু, গোয়ালিয়ার, খাজুরাহো, সিদ্ধি, ডাল্টনগঞ্জ, পুরুলিয়া, ক্যানিং হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ পাঞ্জাব এবং উত্তর পশ্চিম উত্তর প্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। এর প্রভাবে আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু-এক জায়গায়।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মমতার বাঙালি হেনস্থার অভিযোগ; এবার মুখ খুলল দিল্লি পুলিশ

 ২:১২ PM     kolkata     No comments   

 

"ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার", মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে এই দুই শব্দে উড়িয়ে দিল দিল্লি পুলিশ। রাজধানীর বুকে বাঙালি মা ও শিশুকে হেনস্থা করার যে অভিযোগ তুলেছিলেন খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তা খারিজ করলেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া। বীরভূম থেকে ভাষা আন্দোলনের সূচনার দিনে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দেখা গিয়েছিল, তার দেড় বছরের শিশু ও স্ত্রীকে কীভাবে মেরেছে দিল্লি পুলিশ, সেই বর্ণনা দিচ্ছেন এক ব্যক্তি। সেই ভিডিয়োকে হাতিয়ার করেই বিজেপির দিকে তোপ দেগেছিলেন মমতা। লিখেছিলেন, "এই দেশে বাঙালিদের বিরুদ্ধে বিজেপির শুরু করা ভাষা সন্ত্রাসের হিংসা থেকে পরিত্রাণ পেল না একটা শিশুও। দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?" এবার মুখ্যমন্ত্রীর দাবি খারিজ করল পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া। তিনি বলেন, "স্থানীয় গোয়েন্দার মাধ্যমে সেই ভিডিয়োর ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ। নানা প্রযুক্তিগত পরীক্ষানিরিক্ষাও করা হয় এবং সেই ভিত্তিতেই একাধিক প্রমাণ জড়ো করে তদন্তকারী দল।" 

তাঁর সংযোজন, "সেই প্রমাণ নথির ভিত্তিতে আমরা ওই ভিডিয়োয় দেখানো পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তাদের জিজ্ঞাসাবাদ করি। তখনই আসল সত্যিটা সামনে আসে। আমরা জানতে পারি, ওই পরিবার ভিডিয়োটা তৈরি করেছিল তাদের এক আত্মীয়র কথায়। যাকে আবার নির্দেশ দিয়েছিল মালদহের এক নেতা। এই ভিডিয়ো সম্পূর্ণ ভাবে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার SIR মামলায় যুক্ত হতে চায় রাজ্য!

 ১:৫১ PM     kolkata     No comments   

 


সাংসদ আগেই গিয়েছেন। এবার সরাসরি রাজ্য যাচ্ছে। নির্বাচন কমিশনের বিহারে চলা বিশেষ ও নিবিড় সমীক্ষার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার সেই মামলায় যোগ দিতে চায় বাংলার সরকারও। সেই ভিত্তিতে ইতিমধ্যেই শীর্ষ আদালতে একটি আবেদন জানিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, রাজ্যের তরফে সওয়ালকারী হয়েছেন কপিল সিব্বল। ওয়াকিবহাল মনে করছে, বর্তমানে দু-টি বিষয় এই মামলায় রাজ্যকে যুক্ত হওয়ার জন্য বাড়তি 'আত্মবিশ্বাস' জোগাচ্ছে। এক বাংলায় নির্বাচন কমিশনের নিবিড় সমীক্ষা করার বাড়ন্ত সম্ভবনা। দুই, সম্প্রতি একের পর এক মামলায় শীর্ষ আদালতে স্বস্তি পেয়েছে রাজ্য। সে এসএসসি মামলাই হোক আর ওবিসি মামলা। তাই সেই ব্যাপারটাও এখন 'শরীরে বাড়তি অক্সিজেনের' মতোই কাজ করছে। এদিন আইনজীবী কপিল সিব্বল বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে রাজ্যের তরফে কমিশন মামলায় যোগদানের জন্য আবেদন জমা দেন। যার শুনানি আগামী ১২ ও ১৩ই অগস্ট হওয়ার সম্ভবনা রয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে নয়াদিল্লি তরফে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রেজাল্টের আগেই দেখা যাবে উচ্চমাধ্যমিকের নম্বর; নয়া উদ্যোগ সংসদের

 ১২:২৪ PM     kolkata     No comments   

 

বছরে একবার উচ্চমাধ্যমিক পরীক্ষার সমাপ্তি ঘটে গিয়েছে ২০২৫ সালেই। বর্তমানে সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। সেই পরীক্ষা থেকেই একটি বিশেষ ব্যবস্থা কার্যকর করার পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

আগামী ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। যা হবে এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চন) পদ্ধতিতে। পরীক্ষার্থীরা উত্তর দেবে ওএমআর শিটে। সেই পরীক্ষা থেকেই এই বিশেষ ব্যবস্থা চালু হচ্ছে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে। 

সংসদ সূত্রে খবর, ওই বিশেষ ব্যবস্থা কার্যকর হলেই রেজাল্ট বের হওয়ার আগেই পরীক্ষার্থীদের কাছে কোন বিষয়ে তারা কত নম্বর পেতে পারে, তা দেখার সুযোগ তৈরি হবে। 

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবার প্রথমবারের জন্য তৃতীয় সেমিস্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের স্ক্যান করা ওএমআর শিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার পর ছাত্রছাত্রীরা তাঁদের ওএমআর শিটের স্ক্যান কপি ও সরকারি অ্যান্সার কী  অনলাইনে দেখতে ও ডাউনলোড করতে পারবেন। এর ফলে ফলাফল ঘোষণার আগেই তারা নিজেরাই সম্ভাব্য নম্বর হিসেব করে নিতে পারবেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৮ জুলাই, ২০২৫

দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা!

 ২:০৩ PM     kolkata     No comments   

 


ইতিমধ্যে নিম্নচাপ বাংলা থেকে সরে গিয়েছে। তবে, এখনও সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিল জানাল আলিপুর আবহাওয়া দফতর।  বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ সরে যাওয়ায় বৃষ্টির দাপট ইতিমধ্যেই কমেছে। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি। আর্দ্রতার পরিমাণও রয়েছে বেশি। 

২৮ জুলাই দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। 

২৯ জুলাই দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎপাতেরও সম্ভাবনা রয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • ভাঙল শেহওয়াগের রেকর্ড; ইতিহাসের পাতায় ব্রুক
    ৩২২ বলে ৩১৭ রানের ঝকঝকে ইনিংস। ঝোড়ো ব্যাটিং করে হইচই ফেলে দিলেন হ্যারি ব্রুক। কেবল পাকিস্তানের বোলিং লাইন আপই নয়, ব্রুকের তাণ্ডবে ভাঙল বী...
  • বিধ্বংসী দুই স্পিনার; অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ যুব ভারতের
      বিধ্বংসী দুই স্পিনার আনমোলজিৎ সিংহ এবং মহম্মদ এনান। এই দু-জনের দাপটে চিপকে তিন দিনে অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতল ভারত।...
  • নিউ জিল্যান্ড সিরিজের দল ঘোষণা ভারতের; কেন নেই শামি?
      সদ্য দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে সব বিভাগে পরাজিত করেছে ভারত। এবার ঘোষিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়া...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates