Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারত!

 ১২:২৩ PM     Sports     No comments   

বাইশ গজে ভারতীয় প্রমীলাবাহিনীর দুরন্ত পারফরম্যান্সে বিশ্বকাপের সেমিফাইনালে 'উইমেন ইন ব্লু'। বৃহস্পতিবার রাতে মায়ানগরীতে কিউয়িদের বিরুদ্ধে দাপুটে জয়ে বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করল হরমনপ্রীত-মন্ধানারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারায় ভারত। ৪৯ ওভারে ভারত ৩৪০ রান তোলার পর বৃষ্টির জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য মাত্রা হয় ৪৪ ওভারে ৩২৫।

জবাবে কিউয়িরা ৮উইকেট হারিয়ে মাত্র ২৭১ রান তোলে। ম্যাচের সেরা স্মৃতি মন্ধানা। এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। লিগের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হরমনপ্রীতরা হারলেও শেষ চারের লাইন আপে কোনও প্রভাব পড়বে না। টানা তিন ম্যাচ হারের পর বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে স্মৃতি-প্রতিকার ব্যাটিং তাণ্ডব দেখেছে ক্রিকেটদুনিয়া। একই ভাবে বল হাতেও দেশের মেয়েদের দুরন্ত পারফরম্যান্স বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে দেয় ভারতকে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস!

 ১০:৩২ AM     kolkata     No comments   

 


আজ ভাইফোঁটার দিনে ঝলমলে আকাশ। আগামী দু'দিন রাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু-এক জায়গায়। মোটামুটি সব জেলাতেই পরিষ্কার আকাশ। সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। আগামী মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। আজ বৃহস্পতিবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা। এর প্রভাবে ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

এসআইআর-এর আগে শোকজ; ৬০০ বিএলও-র কাছে কারণ জানতে চায় কমিশন

 ৯:১৯ PM     kolkata     No comments   


বাংলায় যে কোনও সময় শুরু হবে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। তারই আগে শোকজ করা হল ৬০০ জন বিএলও-কে। নির্বাচন কমিশনের কাজে অংশ নেন এই বিএলও বা বুথ লেভেল অফিসাররা। ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন এই বিএলও-রা। বাংলায় ধাপে ধাপে ৬০০ বিএলও-কে দেওয়া হয়েছে শোকজ নোটিস। কেন তারা কমিশনের কাজ করতে চাইছেন না, তার সঠিক কারণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ

একাধিক বিএলও কমিশনের কাজে অংশ নিতে চাইছেন না। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "আমরাএসআইআরের বিরোধিতা করছি না৷ আমরা সবরকম সাহায্য করতে রাজি আছি। তাই বলে এসআইআর প্রক্রিয়ার জন্য স্কুল বন্ধ হয়ে যাবে, এটা হতে দিতে পারবে না। স্কুলের একমাত্র শিক্ষক বলে বা নির্দিষ্ট কোনও বিষয়ের একমাত্র শিক্ষক বলে যারা বিএলও-র কাজ করতে চাইছেন না, তাদের পাশে আছি।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কলকাতা থেকে ওড়ার পর ইন্ডিগো বিমানে বিপত্তি; দুর্ঘটনা রুখতে বারাণসীতে জরুরি অবতরণ

 ৯:০৭ PM     kolkata     No comments   



কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে উড়েছিল ইন্ডিগোর বিমান। বুধবার মাঝপথে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমানটি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটির জ্বালানি লিক করেছে। বারাণসী বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটিতে ১৬৬ জন যাত্রী এবং কর্মী ছিলেন।

নিরাপদেই তাঁদের বিমান থেকে নামানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বিমানবন্দরের কাজকর্মও স্বাভাবিক ভাবেই চলছে। বিমানবন্দরের ডিরেক্টর পুনিত গুপ্ত একটি সংবাদমাধ্যমকে বলেন, "৬৯৬১ নম্বর ইন্ডিগো বিমানের পাইলট কলকাতা থেকে উড়ে শ্রীনগর যাওয়ার পথে জ্বালানি লিক হচ্ছে বলে দেখতে পান। তার পরেই তিনি বারাণসীর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। জরুরি অবতরণ করানোর জন্য অনুরোধ করেন।" ছাড়পত্র পেয়ে বিকেল ৪টে ১০ মিনিটে বিমানটি অবতরণ করে বারাণসীতে। প্রযুক্তিবিদেরা বিমানের সব খতিয়ে দেখেন। সে সময় বিমানবন্দরে অপেক্ষা করেন যাত্রীরা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

টেট নিয়ে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য!

 ৪:২১ PM     kolkata     No comments   


সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতে হবে। সুপ্রিম কোর্টের গত সেপ্টেম্বরের এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে আবেদন জানানোর পাশাপাশি কর্মরতদের নতুন করে পরীক্ষা নেওয়ার সবরকমের প্রস্তুতিও সেরে রাখছে রাজ্য শিক্ষাদপ্তর। দীপাবলির ছুটি মিটলেই টেট পাস না করা শিক্ষকদের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য। শীর্ষ আদালতের নির্দেশের পরই জেলায় জেলায় কর্মরত প্রাথমিক, উচ্চ প্রাথমিক শিক্ষকদের তথ্য চেয়ে পাঠায় শিক্ষাদপ্তর। দপ্তরের এক সাম্প্রতিক সমীক্ষায় প্রকাশ, রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে কর্মরত প্রায় ৯০ হাজার শিক্ষক, শিক্ষিকা টেট উত্তীর্ণ নন।
সর্বোচ্চ আদালতের নির্দেশের পর তাঁরা চাকরি হারানোর আশঙ্কা করছেন।কেননা, শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়, সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করা শিক্ষক  যাঁরা টেট উত্তীর্ণ নন, তাঁদের পরবর্তী দু’বছরের মধ্যে ওই পরীক্ষায় হয় পাস করতে হবে, নয়তো চাকরি ছাড়তে হবে, অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের আবেদন করতে হবে। যদিও আগামী পাঁচ বছরে অবসর নিতে চলা শিক্ষকদের অব্যাহতি দেয় বেঞ্চ। এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্যদের সভাপতি গৌতম পাল বলেন, "আদালতে আমরা যখনই রায় পুনর্বিবেচনার আবেদন করব, তখনই শিক্ষাদপ্তরের কাছে যাবতীয় নথি চাওয়া হবে। সে কারণেই আমরা শিক্ষকদের তালিকা তৈরি করে রাখছি। পাশাপাশি যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রাষ্ট্রপতি!

 ৪:০২ PM     India     No comments   

অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেরলে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়লেন রাষ্ট্রপতি। কেরলের প্রমাদমে রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই ধসে গেল নতুন তৈরি হওয়া হেলিপ্যাড। পরে হেলিকপ্টারটিকে ঠেলে কোনওক্রমে সোজা করা হয়। আজ, বুধবার (২২ অক্টোবর) সবরীমালা মন্দির দর্শনে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

কেরলের প্রমদমে তাঁর হেলিকপ্টার অবতরণ করে। হেলিকপ্টারটি নামতেই সিমেন্টের টারম্যাক ধসে যায়। রাষ্ট্রপতি গাড়িতেই পাম্বার উদ্দেশে রওনা দেন। এরপর দেখা যায়, পুলিশ ও দমকলকর্মীরা এয়ারফোর্স এমআই-১৭ চপারটি ঠেলে ঠেলে সরানোর চেষ্টা করছেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রমাদমে রাষ্ট্রপতির কপ্টার অবতরণ করবে। আগে পাম্বার কাছে নিলাকলে অবতরণ করার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে স্থান বদল করা হয়। শেষ মুহূর্তেই হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। এক আধিকারিক জানিয়েছেন, নতুন করে হেলিপ্যাড তৈরি হওয়ায় কংক্রিট জমেনি। সেই কারণে হেলিকপ্টারের ওজন নিতে পারেনি। কপ্টারের চাকা যেখানে ছিল, সেখানে ফাটল ধরেছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কংগ্রেসকে সমর্থন ওয়েইসির!

 ১০:০৭ AM     India     No comments   


তেলেঙ্গানা তৈরি হওয়ার পর প্রথমবার। সরাসরি কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করলেন আসাদউদ্দিন ওয়েইসি। হায়দরাবাদের জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সরাসরি কংগ্রেসকে সমর্থন করবে ওয়েইসির দল AIMIM। যা রাজ্য এবং জাতীয় রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বিষয়। আসলে বিজেপির প্রবল বিরোধিতা করলেও ওয়েইসি এবং কংগ্রেস এতদিন নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে এসেছে। বস্তুত হায়দরাবাদে এতদিন ওয়েইসির মূল প্রতিদ্বন্দ্বীই ছিল কংগ্রেস।

এর মূল কারণ, কংগ্রেসের আশঙ্কা ছিল ওয়েইসির সঙ্গে নাম জড়ালে হিন্দু ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তাছাড়া স্থানীয় রাজনীতির সমীকরণও ছিল অন্যরকম। এবার সবটাই বদলে যাচ্ছে। আসলে এতদিন তেলেঙ্গানার শাসক ছিল বিআরএস। ওয়েইসির এআইএমআইএম বিআরএসের সঙ্গে সুসম্পর্ক রেখে চলত। কিন্তু গত বিধানসভায় পালাবদলের পর বিআরএস এখন প্রান্তিক শক্তি। বদলে ক্ষমতায় কংগ্রেস, চ্যালেঞ্জার হিসাবে উঠে এসেছে বিজেপি। ওয়েইসি বুঝে গিয়েছেন, রাজ্যে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শাসকদলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সেকারণেই হায়দরাবাদের জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করলেন ওয়েইসি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • হারের ধাক্কা; অস্ট্রেলিয়ার পথে ২ ক্রিকেটার
    ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু রোহিত বাহিনী। তার অনেক আগে থেকেই সে দেশে ক্রিকেটার পাঠাতে শুরু করেছে ভারতীয় দল। আ...
  • ফের একবার ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্য!
    ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের সদস্যকে। এবার বিসিসিআই সচিব হওয়ার দৌড়ে...
  • ফের ফুল বদলাচ্ছেন হিরণ?
    প্রচারে এসে একপ্রকার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর সদরের বিধায়ক এদিন বলেন, "মানুষ আমাদের সঙ্গে আছে। তবে ক...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates