বাইশ গজে ভারতীয় প্রমীলাবাহিনীর দুরন্ত পারফরম্যান্সে বিশ্বকাপের সেমিফাইনালে 'উইমেন ইন ব্লু'। বৃহস্পতিবার রাতে মায়ানগরীতে কিউয়িদের বিরুদ্ধে দাপুটে জয়ে বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করল হরমনপ্রীত-মন্ধানারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারায় ভারত। ৪৯ ওভারে ভারত ৩৪০ রান তোলার পর বৃষ্টির জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য মাত্রা হয় ৪৪ ওভারে ৩২৫।
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস!
আজ ভাইফোঁটার দিনে ঝলমলে আকাশ। আগামী দু'দিন রাজ্যে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু-এক জায়গায়। মোটামুটি সব জেলাতেই পরিষ্কার আকাশ। সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
এসআইআর-এর আগে শোকজ; ৬০০ বিএলও-র কাছে কারণ জানতে চায় কমিশন
বাংলায় যে কোনও সময় শুরু হবে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। তারই আগে শোকজ করা হল ৬০০ জন বিএলও-কে। নির্বাচন কমিশনের কাজে অংশ নেন এই বিএলও বা বুথ লেভেল অফিসাররা। ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন এই বিএলও-রা। বাংলায় ধাপে ধাপে ৬০০ বিএলও-কে দেওয়া হয়েছে শোকজ নোটিস। কেন তারা কমিশনের কাজ করতে চাইছেন না, তার সঠিক কারণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ
কলকাতা থেকে ওড়ার পর ইন্ডিগো বিমানে বিপত্তি; দুর্ঘটনা রুখতে বারাণসীতে জরুরি অবতরণ
কলকাতা থেকে শ্রীনগরের উদ্দেশে উড়েছিল ইন্ডিগোর বিমান। বুধবার মাঝপথে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিমানটি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটির জ্বালানি লিক করেছে। বারাণসী বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানটিতে ১৬৬ জন যাত্রী এবং কর্মী ছিলেন।
টেট নিয়ে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য!
অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রাষ্ট্রপতি!
অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেরলে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়লেন রাষ্ট্রপতি। কেরলের প্রমাদমে রাষ্ট্রপতির হেলিকপ্টার নামতেই ধসে গেল নতুন তৈরি হওয়া হেলিপ্যাড। পরে হেলিকপ্টারটিকে ঠেলে কোনওক্রমে সোজা করা হয়। আজ, বুধবার (২২ অক্টোবর) সবরীমালা মন্দির দর্শনে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
কংগ্রেসকে সমর্থন ওয়েইসির!
তেলেঙ্গানা তৈরি হওয়ার পর প্রথমবার। সরাসরি কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করলেন আসাদউদ্দিন ওয়েইসি। হায়দরাবাদের জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সরাসরি কংগ্রেসকে সমর্থন করবে ওয়েইসির দল AIMIM। যা রাজ্য এবং জাতীয় রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ বিষয়। আসলে বিজেপির প্রবল বিরোধিতা করলেও ওয়েইসি এবং কংগ্রেস এতদিন নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে এসেছে। বস্তুত হায়দরাবাদে এতদিন ওয়েইসির মূল প্রতিদ্বন্দ্বীই ছিল কংগ্রেস।






