কলকাতায় মরসুমের শীতলতম দিন আজ। তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন মরশুমে প্রথম ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা। এর আগে ২১ ডিসেম্বর রবিবার তাপমাত্রা নেমেছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। ৬ ডিসেম্বর ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার পারদ। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
ভোটের মুখে মিঠুন নিয়ে বড় কথা রচনার!
দু-জনেই বিনোদন জগতের মানুষ। এদিন হুগলির বাঁশবেড়িয়াতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রচনা। এদিকে এরইমধ্যে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় মানকুন্ডুতে আসছেন মিঠুন। সেই প্রসঙ্গ উঠতেই একেবারে আবেগতাড়িত হয়ে পড়তে দেখা যায় রচনাকে। দুই দলের রাজনৈতিক লড়াই যে ভোটমুখী বঙ্গে ফের নতুন মাত্রা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু রাজনৈতিক বৈরিতা থাকলেও ভোটের আগে ভোটমুখী বাংলায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর ভূয়সী প্রশংসায় এক্কেবার পঞ্চমুখ হতে দেখা গেল হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। তা নিয়েই চর্চা দুই তরকার ভক্তরা।
গরমের ছুটি কমছে প্রাথমিক স্কুলে!
মাধ্যমিকের পর রাজ্যের প্রাথমিক স্কুলেও কমছে গরমের ছুটি। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ২০২৬-এর যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে গরমের ছুটি দেওয়া হয়েছে ১১-১৬ মে পর্যন্ত। এর আগেই জানানো হয়েছিল রাজ্যে উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে মাত্র ৬ দিন গ্রীষ্মের ছুটি থাকবে।
বিজয় হাজারেতে রেকর্ড কোহলির!
বুধবার বহু প্রতীক্ষিতভাবে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন ভারতের ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে মাঠে নামেন এই ব্যাটার। এটি কোহলির ২০১৩ সালের পর প্রথম লিস্ট এ ম্যাচ এবং দীর্ঘ ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ড ২-এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। দিল্লির সামনে ছিল ২৯৯ রানের লক্ষ্য।
দিল্লির চাপ! দীপু হত্যা পাশবিক বলে পরিবারের দায়িত্ব নিল ইউনুস সরকার
দীপু দাসকে নৃশংস হত্যা-সহ বাংলাদেশ ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বিবৃতিতে কিছুটা কাজ হল। কূটনৈতিক চাপে পড়ে নিহত হিন্দু যুবকের পরিবারের দায়িত্ব নিল মহম্মদ ইউনুসের সরকার। মঙ্গলবার ময়নমনসিংহে দীপু দাসের বাড়িতে যান বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে পাশবিক অপরাধে'র বিচার করা হবে বলে আশ্বাস দেন। আবরার মন্তব্য করেন, 'এই হত্যার অজুহাত হতে পারে না'। মঙ্গলবার ময়মনসিংহের বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে যান শিক্ষা উপদেষ্টা। পরিবারের সঙ্গে আলাপচারিতার পর তিনি বলেন, "একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে আমরা সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মতপ্রকাশের অধিকারকে সম্মান করি, যতক্ষণ পর্যন্ত তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতের আপত্তির মুহূর্তেও কোনও ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখেন না। বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। অভিযোগ তদন্ত করা ও বিচার করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের। বিশ্বাস বা মতের পার্থক্য কখনও সহিংসতার কারণ হতে পারে না।"
পাহাড়ে ৩১৩ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ!
জিটিএতে ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ ১২ সপ্তাহের জন্য ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
BLO-দের সিইও অফিস ঘেরাও অভিযানে ধুন্ধুমার!
তৃণমূলপন্থী বিএলও-দের সিইও অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমারকাণ্ড। সিইও দফতরে ঢুকতে গেলে বিএলওদের বাধা দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে বিএলওদের ধস্তাধস্তি শুরুহয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীদের একাংশ।





