এসআইআর শুনানিতে হাজিরা দিলেন তারকা সাংসদ দেব। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে পৌঁছন তিনি। নথি পেশের পর বেরিয়ে সাংবাদিকদের কাছে কমিশনকে মানবিক হওয়ার আর্জি জানালেন দেব। বললেন, "আমাদের লাইনে দাঁড়াতে কোনও সমস্যা নেই। কিন্তু যারা বৃদ্ধ, অসুস্থ তাঁদের লাইনে দাঁড়ানো সমস্যার। কমিশনকে বলব, তাঁদের যদি বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা যায়।" রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব চলছে। নথিতে সামান্য গরমিলেও তলব করা হচ্ছে ভোটারদের।
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
আইপ্যাক কাণ্ড; ইডির করা মামলা বৃহস্পতিবারই শুনবে সুপ্রিম কোর্ট
আইপ্যাক নিয়ে ইডি সুপ্রিম কোর্টে যে মামলাটি করেছে, বৃহস্পতিবারই সেই মামলার শুনানি হবে। জানা গিয়েছে শুনানির সময় এবং বেঞ্চও। কলকাতা হাই কোর্ট বুধবার এই মামলা শুনেছে। মামলাটির শুনানি আপাতত মুলতুবি রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু!
গাড়িতে হামলার ঘটনায় এ বার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এ বিষয়ে মামলা দায়ের করতে চেয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি।
শুভেন্দুর আইনজীবীর কথায়, গত শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে হামলা চালানো হয়। এমনকি, তাঁকে হত্যার চেষ্টাও হয়েছিল। কিন্তু ওই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি। কেউ গ্রেফতারও হননি। এমনকি, নেতার দাবি, তাঁর উপর 'প্রাণঘাতী হামলা' চালানো হলেও নাকি খুনের চেষ্টার (১০৯) ধারা দেওয়া হয়নি এফআইআরে। এর পরেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, ওই ঘটনার নেপথ্যে কারা ছিলেন, তা কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। মঙ্গলবার এ নিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
বাংলায় চোখরাঙাচ্ছে নিপা ভাইরাস, তড়িঘড়ি মমতাকে ফোন জেপি নাড্ডার
নিপা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হল, রাজ্য স্বাস্থ্য দফতরকে। ইতিমধ্যে এই খবর পাওয়া গিয়েছে।
আইসিএমআর–ভিআরডিএল ল্যাবে, এইমস কল্যাণীতে দুইটি সন্দেহভাজন নিপা ভাইরাস সংক্রমণের ঘটনা শনাক্ত হওয়ার পর এই আশ্বাস দেওয়া হয়৷ ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
বঙ্গে আতঙ্ক; নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি দুই নার্স
পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের খোঁজ। উত্তর ২৪ পরগনার বারাসতের দুই নার্সকে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে তাঁরা এই ভাইরাসে আক্রান্ত বলেই সন্দেহ।
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ করতে চলেছে কলেজ সার্ভিস কমিশন!
নির্বাচনের মুখে রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের তৎপরতা শুরু করল রাজ্য। বিধানসভা ভোটের আগেই রাজ্যের কলেজে কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞাপন দিতে চায় কলেজ সার্ভিস কমিশন।কোন কলেজে কোন বিষয়ে শূন্য পদ রয়েছে?
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
১৪ তারিখেই হবে ইডি-মমতার সংঘাত মামলার শুনানি!
এদিন এজলাসে তুমুল বাকবিতণ্ডা। আইপ্যাকের ঘটনায় ইডির দায়ের করা মামলা গিয়েছে পিছিয়ে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এই মামলার শুনানি করবেন আগামী ১৪ জানুয়ারি। তবে সূত্রের খবর, শুক্রবারই মামলার শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে জরুরী বেঞ্চে আবেদন করছে ইডি। লিখিত ভাবে আবেদন করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। গোয়েন্দারা চাইছেন, আজই হোক এই মামলার শুনানি।






