ফের ধাক্কা খেল রেশন ডিলাররা। গতকালের পর আজও আদালতে আবেদন খারিজ হয়ে গেল রেশন ডিলারদের একাংশের আবেদন। দুয়ারের রেশন নিয়ে কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে আবেদন করেছিলেন রেশন ডিলাররা। আজ তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।
চলতি মাসে রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দুয়ারে রেশন রাজ্যের পাইলট প্রজেক্ট।
এদিন বিচারপতি সরাফ প্রশ্ন তোলেন, "রাজ্য কি কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে?" সেরকম কোনও নিদর্শন দেখাতে পারেননি রেশন ডিলাররা। এর পরই বিচারপতি আরও বলেন, "রাজ্য যখন কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, তাহলে আদালত আগাম পদক্ষেপ করবে? রাজ্য শাস্তিমূলক পদক্ষেপ করতেই পারে। কী ধরনের শাস্তিমূলক পদক্ষেপ করা হচ্ছে, তা দেখে তবেই আদালত ব্যবস্থা নেবে।" বিচারপতির এই অবস্থানে আরও স্বস্তি পেল রাজ্য সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন