অপারেশন সিঁদুরের বদলা নিতে চেষ্টার ত্রুটি রাখেনি পাকিস্তান। একটানা ভারতের বিভিন্ন শহরকে লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে পাক সেনারা।
ভারতকে আক্রমণ করতে গিয়ে পাকিস্তান যে মিসাইলগুলি ছুড়েছিল তার মধ্যে ছিল চিনা প্রযুক্তিতে তৈরি পিএল ১৫ই এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইলও ধ্বংস করে দেয় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। দিন দুয়েক আগেই চিনা এই মিসাইলের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে ভারতীয় বায়ুসেনা।
সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনা চিনের তৈরি এই পিএল ১৫ই মিসাইলের ধ্বংসাবশেষের ছবি দেখানোর পরই বিশ্বের একাধিক দেশ এই ধ্বংশাবশেষ সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে জাপান এবং ফ্রান্সও। সূত্রের খবর, চিনের তৈরি এই মিসাইলের ধ্বংসাবশেষের টুকরো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চায় জাপান, ফ্রান্সের মতো দেশগুলি।
গত ৯ মে পঞ্জাবের হোসিয়ারপুরের একটি ক্ষেত থেকে এই চিনা পিএলই ১৫ই মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। ১২ মে বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়, ভারতে হামলা চালানোর জন্য চিনের পিএল ই মিসাইল সহ একাধিক অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করেছে পাকিস্তান। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়, পাক বায়ুসেনার এফ ১৭ যুদ্ধবিমান থেকে ওই পিএল ১৫ই মিসাইলটি ছোড়া হয়েছিল। কিন্তু ইলেক্ট্রনিক ওয়্যারফেয়ার ইউনিট আকাশেই সেই মিসাইল ধ্বংস করে ফেলে। সম্মুখ সমর চলাকালীন এই প্রথম পৃথিবীর কোথাো পিএল-ই মিসাইল ধ্বংস করা হল বলেই দাবি বায়ুসেনার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন